![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহিরে বৃষ্টি হচ্ছে। এখন আর বৃষ্টির পানি ছুই না। বৃষ্টিতে আর ভেজা হয় না।
বৃষ্টি তে ভিজতে খুব ভয় লাগে !!
হালকা বাতাস, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে । নিজের অজান্তে হাত বাড়িয়ে দিলাম বারান্দার কার্নিশ এ দাঁড়িয়ে।
বুকের বাম পাশটায় এক ঝটকা বিদ্যুৎ বয়ে গেল !!
জানি না, কী কারনে খুব মনে পড়ছে তোমায় !!!
বৃষ্টি এলে কী তেমনি মনে পরে আমাকে ?
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
এমএইচডি বলেছেন: ধন্যবাদ। আমি ও একমত ।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
স্বপনচারিণী বলেছেন: বৃষ্টির অনুভূতিগুলো সুখ-দুখ মিলিয়েই। কখনও তা জীবনে আনন্দধারা বর্ষণ করে কখনও কেবলই অশ্রুধারা...............