নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএইচডি

এমএইচডি

আমি বাংলাদেশি

এমএইচডি › বিস্তারিত পোস্টঃ

বাকের ভাই

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

(ক)

মুনাঃ চশমাটা খুলুন। (বাকের ভাই চশমা খুললেন) এখন বলুন রিকশাওয়ালাটাকে মার খাওয়ালেন কেন?

বাকের ভাইঃ মারলাম কোথায়!? একটু টিপে দিয়েছি।

মুনাঃ আপনাকে টিপে দিতে বলেছি? আমার সমস্যা আমি দেখব

বাকের ভাইঃ তুমি Angry হচ্ছো কেনো? অকারনে Angry is bad for health.

মুনাঃ কথায় কথায় ইংরেজি বলবেননা। যে ভাষাটা জানেননা সেটা বলতে জান কেন?

বাকের ভাই (অবাক হয়ে): আমি ইংরেজি জানিনা!! Who told! Wrong information very wrong information.



(খ)

বদিঃ যান কই বাকের ভাই।

বাকের ভাইঃ (মুনা কে) রিকশা ঠিক করে দিয়ে আসি। মেয়ে ছেলে সব কিছু করতে পারে কিন্তু রিকশা ঠিক করতে পারেনা।

বদিঃ বাকের ভাই সিগারেট উলটা হইসে।

(রিকশা ওয়ালা পাওয়ার পর)

বাকের ভাইঃ ওইই খালি “স্টপপ”... স্টপ... নো মুভমেন্ট।

রিকশাওয়ালাঃ কই জাইবেন?

বাকের ভাইঃ কথা বলবেনা। কথা কম কাজ বেশি। less talk, more walk.



(গ)

বাকের ভাইঃ মুনা মেয়েটা আমাকে খুব লাইক করে।

বদিঃ আপনাকে লাইক না করে উপায় আছে?

বাকের ভাইঃ মাঝে মাঝে অবশ্য খুব রাগ দেখায়।

বদিঃ মেয়েছেলের মুখে এক কথা, অন্তরে ভিন্ন কথা।

বাকেরঃ কারেক্ট। আজিজ মিয়া গান দাও।

বদিঃ হাওয়ামে উরতা গানটা দাও। ঐটা বাকের ভাইয়ের হিট গান।







হুমায়ুন আহমেদ বেঁচে থাক, সারা জীবন, আমাদের কল্পনায়

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

প্রফেসর সাহেব বলেছেন: osadaron

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

এন ইউ এমিল বলেছেন: শেষ দৃশ্যটা চুখে পানি আসার মতো

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: হুমায়ুন আহমেদ বেঁচে থাক, সারা জীবন, আমাদের কল্পনায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.