![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের পেটে বাঘ!!!
কথাটা শুনে চমকে যেতে পারেন!
মনে হয় না মিথ্যা কিছু বললাম!!
আমাদের পেটে সব কিছুই হজম হয়..............!!!
যখন বনের বাঘ জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে অথবা, থাবা মেরে নিয়ে যায় আপনার ছাগলটি!
বন্য হাতি এসে যদি নষ্ট করে আপনার আবাদি জমি!!
কি করি আপনি আমি?
নির্মম ভাবে পিটিয়ে অথবা, লাঠি, বল্লম যা আছে তাই নিয়ে লেগে যাই প্রাণী গুলোর রক্ত দেখার জন্য!
আর যেখানে মানুষ নষ্ট করছে তাদের আবাসস্থল, খাবার সমস্ত বন।
আর এখন কি করা মানুষকে উচিত সুন্দর বনের বাঘ, হরিন, মৌমাছি, বানর, পাখি, গাছ, লতাগুল্ম .......... ইত্যাদি, ইত্যাদি রা।
সুন্দরবনের ৬০ ভাগ পরেছে বাংলাদেশে আর বাকী ৪০ ভাগ ভারতে পরেছে। ভারত কিন্তু তার সুন্দরবনের ভিতর দিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকাও চলতে দেয় না আর সেখানে আমাদের অংশে বিদ্যুৎ কেন্দ্র করতে যাচ্ছি!!
৩ লাখ ডিজেল সুন্দর বনে ছড়িয়ে আছে! যা থেকে মাত্র ২০ হাজার ডিজেল অপসরণ করা হয়েছে। বাকি ডিজেল আছে সুন্দর বনের প্রতিটি খালে,বিল ছড়িয়ে আছে! শ্বাসমূলের গাছ গুলির গোডায় পর্যন্ত তেল লেগে আছে।
তেলের কারনে গাছের ক্ষতি হবে। গাছের কারনে সুন্দর বনের প্রাণী গুলোর ক্ষতি হবে। সুন্দর বনের প্রানির ক্ষতি হলে পর্যটকরা আসবেনা বাংলাদেশে।
পর্যটক তো দুরের কথা সমগ্র পরিবেশটাই হয়ে পড়বে বিপথ গ্রস্থ।
আমারা কি কিছু করতে পারবনা আমাদের পরিবেশের জন্য, আমাদের বনের জন্য, আমাদের প্রাণীকুলের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য????
আমাদের ফসল নষ্ট করলে, আমাদের ছাগল থাবা মারলে আর রক্ষা থাকে ওই প্রাণী গুলোর!!
সুন্দরবন নষ্ট করার জন্য কি করা উচিত ওই সব মানুষ নামক রাক্কস গুলকে, যারা সুন্দরবন ধংস করার জন্য উঠে পড়ে লেগেছে ??
বি, দ্র : অবিলম্বে সুন্দর বনের সমস্ত তেল অপসরণ করা হউক, সুন্দরবনের আশেপাশে সমস্ত ধরনের প্রকল্প বাতিল করা হউক (যা বনের জন্য ও প্রাণীদের জন্য ক্ষতিকর), জাহাজ তো দুরের কথা সমস্ত ধরনের ইঞ্জিল চালিত যানবাহন সুন্দরবনের ভিতরে নিসেদ্ধ করা হউক।
©somewhere in net ltd.