![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য কাব্য লিখি,
নিশিতে আঁকি ছবি।
তোমার কথা ভেবে ভেবে,
কাটে দিবস-রজনী।
তুমি আমার স্বপ্ন পরী,
স্বপ্নেই ওড়া-উড়ি।
তুমি আমার কল্পনার,
গল্পের আরব রজনী।
তুমি আমায় চাও হৃদয় থেকে,
আমি কি তা বুঝি?
আমি আমার অন্য কোথাও,
তুমি তো বোঝনি!!
তুমি দাও আঁচল ভরে,
আমি উড়াই হাওয়ায়!!
তাইতো হয় ব্যাবচ্ছেদ,
তোমার আমার চাওয়ায়!!!
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৫
এমএইচডি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা । ভাল লেগেছে ।