![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাবি, এখন ও ভাবি...।
আমি স্পষ্ট দেখতে পাই মাঝ সুমদ্রে জেগে ওঠা জীবন্ত প্রবাল।
একঝাক রঙ্গিন মাছ, প্রবাল আর আর...
থাক, আর বলতে ইচ্ছা করে না!
ভীষণ ভাল লাগত বৃষ্টি, আজব লাগত সেই ঝরে পরা।
ভেজার নেশায় বুঁদ হয়ে থাকতাম,
উন্মুখ থাকতাম, ভিজব বলে......।।
আর ইচ্ছা করে না ভিজতে!!
শেষ কবে ভিজেছিলাম, খেয়ালে ও আসে না!!
ইচ্ছা ও করে না ভাবতে।
বলার ইচ্ছাটার কখন যে মৃত্যু হয়েছে!!
তা আজ অব্দি টের পাইনি!!
টের পাওয়ার কথা ও ছিল না!!
আজ কাল বড়ই অদ্ভুদ রোগে ভুগছি " ভুলে যাওয়া" !!
মনে রাখার মন নেই বলে হয়ত!!
হয়ত মনে রাখার তেমন কিছু নেই বলেই!!
বেশই লাগে ভুলে থাকতে।।
এখন আর দেখি না, সেই আম গাছ।।
বৃক্ষ সারির ফাঁক গলে গড়িয়ে পরা জোৎছনা।
নাকে আর বাজে না সিগ্ধ সেই ঘ্রাণ!!
ভাল লাগা এখন নগ্ন একটুকরা পাথর!!
যার শরীরে অজস্র বিশ্রী রুগ্ন নখের আঁচর!!
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
এমএইচডি বলেছেন: ধন্যবাদ ।
ভাল লাগা এখন নগ্ন একটুকরা পাথর!!
যার সলিলে অজস্র বিশ্রী রুগ্ন নখের আঁচর!!
২| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩
সুখী পৃথিবীর পথে বলেছেন: চমৎকার অনুভূতির কথা। কবিতায় তুলে ধরেছেন।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫
এমএইচডি বলেছেন: ধন্যবাদ।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
৩| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: এক কথায় অসাধারণ, চমৎকার লিখেছেন। +
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪
এমএইচডি বলেছেন: ধন্যবাদ " আব্দুল্লাহ তুহিন " ভাই।
৪| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৬
মুহীদ বলেছেন: ভাল লাগা এখন নগ্ন একটুকরা পাথর!!
যার সলিলে অজস্র বিশ্রী রুগ্ন নখের আঁচর!
ভাল লাগলো
১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৫
এমএইচডি বলেছেন: ধন্যবাদ।
৫| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর প্রকাশ । ভাষার প্রয়োগ ভাল লেগেছে ।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৮
এমএইচডি বলেছেন: অনুপ্রানিত । পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
৬| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে। ছবিটাও খুব সুন্দর। তবে..
ভাল লাগা এখন নগ্ন একটুকরা পাথর!!
যার সলিলে অজস্র বিশ্রী রুগ্ন নখের আঁচর!! -- এখানে 'সলিলে' কথাটার প্রাসঙ্গিকতা বা উপযুক্ততা আমার ঠিক বোধগম্য হয়নি।
আপনি কি 'সলিলে'র জায়গায় 'শরীরে' বুঝাতে চেয়েছেন?
১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৩
এমএইচডি বলেছেন: ধন্যবাদ " খায়রুল আহসান " ভাই। আপনি যে আমার লেখা পড়েছেন, আমি ধন্য।
আসলে ভাইয়া, " সলিল " বলতে সমাধি / কবর বুঝাতে চেয়েছি।
আশা করি, পুনঃমন্তব্য করবেন।
৭| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২
খায়রুল আহসান বলেছেন: সলিল মানে পানি, জল, বারি। তাই, " সলিল " বলতে সমাধি / কবর বুঝাতে চেয়েছি -- আপনার এ বোঝানোটা এখানে শুদ্ধ হয় নাই।
("সলিল সমাধি" মানে পানিতে ডুবে মৃত্যু হওয়া।)
পুনঃমন্তব্য চেয়েছিলেন, তাই বললাম। নচেৎ, কারো ভুল ধরা আমার কাজ নয়।
১১ ই মার্চ, ২০১৬ রাত ১:৪১
এমএইচডি বলেছেন: ভুল ধরে দিবেন আশা করেই পুনঃমন্তব্য অনুরোধ করেছিলাম । ধন্যবাদ ভাই।
৮| ১১ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৮
খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আমার সাজেশন গ্রহণ করে শেষ চরণটা সম্পাদনা করে নেয়ার জন্য।
অন্যের ধরিয়ে দেয়া নিজের ভুলটুকুকে ভালোভাবে গ্রহণ করার মানসিকতা সবার থাকেনা। আপনার আছে, তা আপনি দেখালেন। প্রীত হ'লাম তাই, অনেক।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৯
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।