![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করো, সেখানে তুমি নেই !!
আমি শেষ বালু কনা অব্দি, তন্ন তন্ন করে খুজেছি
সেখানে তোমার অস্তিত্ব বিলীন!
সমস্ত জগৎটাই যে আমার নখদর্পে, সমস্ত খেলা ঘরটা যে!!
যেখানে মনের অশালীন নগ্ন কিড়াদের আড্ডা খানা...
শুধু তুমি হীনা, একটু অবাস্তব !!
হেমন্তের শেষ বাতাসে তুমি হারিয়ে যেতে,
বরাবর সব তোমার অনুকূলে।
ব্যস্তময় ঘাস ফড়িং, সোনালি ধানে
চড়ুই ভাতি খেলছে দেখো তোমার মত করে......।
ওরা অশালীন!
শুধু সেখানে তুমি ছিলে বলে......।
আমি তন্ন তন্ন করে খুজেছি, তুমি নেই সেখানে।।
বড্ড বে মানান আবহাওয়া , তোমার মত করে
বড্ড বে খেয়ালী, ভিজিয়ে দেয় ইচ্ছে করেই।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৩
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++
দারুন লিখেছেন...
শুভ কামনা রইলো
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
মুহীদ বলেছেন: ভালো লাগলো + + +