![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত দিন হয় না দেখা নীল আকাশ!!
মাড়ানো হয় না সিগ্ধ জোৎছনা!
আকাশের পথ ভুলেছি বহু কাল আগে!!
ভুলিয়াছি নদীর বাকা বাক ও যে.......
বিষণ্ণ বাতাস আর দেয় না দোলা
ভুলিয়াছি পথ, আমি পথ ভোলা!!
এক মুঠো তারা খসে পরে দূরে......
খুঁজিয়া হারাই একলা সে পথে!!
শুধু আমি পথ ভোলা.......
আঁধারের রশ্মি ডাক দিয়ে যায়,
আকাশ ভেঙে দূর পাহাড়ে লুটায়।
চলার পথ কি সে কেড়ে নেয়?
সপ্ন এসে হামাগুড়ি দেয়
নাহ, শুধু আমাকেই পথ ভোলায়.......!
২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০
এমএইচডি বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০০
খায়রুল আহসান বলেছেন: চেষ্টা করলে পথভোলা পথিকও পথ খুঁজে পায়। তাই, সঠিক পথের সন্ধানে আত্মনিয়োগ করুন!
বানান ভুলঃ
বাতাশ < বাতাস, আধারের< আঁধারের হবে।
২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২
এমএইচডি বলেছেন: হয়তো পথ ভোলা পথিক পথ খুঁজে পাবে।
ভুল দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সংশোধন করে নিলাম
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২২
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: সুন্দর কথা/লেখা