![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার বৎসরের অপেক্ষা আমার.........
অন্তিম মুহূর্তের শেষ নিঃশ্বাস টুকু তোমার জন্য ।
কয়েক শতাব্দী তোমার পথ চেয়ে......
তুমি অধরা আলেয়া!!
তবুও তোমার অপেক্ষায় আমি............
শতাব্দীর শেষ প্রহর এখন।
আর আমি নিশ্চুপ !!
তুমি অদৃশ্য, সামনে আমার......
আমি অসাড়............
জড়তা আমার সাথে,
অতৃপ্ত আমার আত্মা !!
তবুও তুমি আমার সামনে।
নাহ সে আমি নই!!
হাজার বৎসর পরে তুমি!!
সে অন্য কেউ!!
কিন্তু তুমি, তুমি ই আছো.........
তবু ও প্রতীক্ষা !
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৮
এমএইচডি বলেছেন: অতৃপ্ত আমার আত্মা !!
তবু ও প্রতীক্ষা !
ধন্যবাদ, কবি হাফেজ আহমেদ ভাই
২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০
কানিজ রিনা বলেছেন: খুব ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: কিন্তু তুমি, তুমি ই আছো.........
তবু ও প্রতীক্ষা !
দারুন বলেছেন প্রিয়।