![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রোতা,
জানো বলা হয়নি কখনো তোমাকে
আমার হৃদয়ের নিভৃতিতে শিশিরের মত জমে থাকা অনুভূতির কথা।
আজো বলতে পারিনি, ক্ষুদ্রকার সেই ভালোলাগার কথা....
কেনো!!?
হয়তো তুমি বেখেয়ালেই প্রশ্ন রাখতেই পারো.....!!
বেখেয়াল....!!!
বাহ হাসালে.....
খেয়াল, নাহ...
তোমার বেখেয়ালি শত হাজার উত্তর আমি দিয়ে গেছি শত কোটি বারে, প্রসন্ন চিত্তে।
তোমার বেখেয়ালি প্রশ্ন, রেখেই গেছো প্রতিটি মূহূর্তে
বারে বারে, হেয়ালে বেখেয়ালে.....
তোমার খেয়ালে কখনোই আমি ছিলাম না
অপ্রস্তুত মনে বয়ে নিয়ে গেছি বহু দূরে, তোমায় বাতাসের টানে তোমার মত করে।
তবুও ভাবোনি তুমি
দাওনি কখনো সামান্য তম স্থান, তোমার খেয়ালে.....
তুমি জানতে, তুমি জানতে.........
আমি আসবো ফিরে বারে বারে ।
তোমার আমার পরিচয় লগ্ন থেকে।
অজানা কোনো এক মায়ার টানে
অথবা, তোমার বেখেয়ালিপনায় হারিয়ে যেতে.......
কণ্টক পথ পাড়ি দিতে, নির্ভীক পথিক আমি
হয়তো তুমি ও মানতে.....
তুমি মাড়িয়ে গেছো পুষ্প ছড়ানো পথ নিজের অগোচরে ,
লক্ষকোটি প্রশ্ন ফেলে গেছো তোমার অজান্তে.....
০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২
এমএইচডি বলেছেন: ধন্যবাদ ভাই।
জীবন হয়তো বেখেয়ালেই বেশি হাঁটে।
২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
প্রিন্স হাসান বলেছেন: খুব ভালো লাগলো।
০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩
এমএইচডি বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: তোমার বেখেয়ালি শত হাজার উত্তর আমি দিয়ে গেছি শত কোটি বারে, প্রসন্ন চিত্তে।
ভালবাসা অফুরন্ত।
তুমি মাড়িয়ে গেছো পুষ্প ছড়ানো পথ নিজের অগোচরে ,
লক্ষকোটি প্রশ্ন ফেলে গেছো তোমার অজান্তে..... জীবন কখনো অন্য খেয়ালে হাঁটে।