![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাবৎ দুনিয়া ঘুমের আচ্ছন্ন,
জেগে আছি আমি, এক পৃথিবী কল্পনায় ভরা দু'চোখ।
হৃদয়ের কত কথা বলে যাই একা
বিভোর হয়ে রই তোমার বিষাক্ত মায়ায়।
ডুবে আছি নেশার মত
তোমার অদ্ভুত ভালোবাসায়।
মরীচিকার মত ভাগ্য রেখা
মরুর বুকে, খোঁজে মেরুরেখা.....
প্রথম সে পথে
দুরুদুরু বুকে, গুটি গুটি পায়ে
অনির্ভর ওষ্ঠাগতপ্রাণ
সে এক ভিন্ন এক পথ চলা
অচেনা পথে.....
২| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৭
লাবণ্য ২ বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: ্মোটামোটি।