|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

অযত্নে অবহেলায় বেড়ে উঠা ক্যাকটাসও ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে,
আর তোমায় তো খুব যত্নে বুকের একপাশে রেখে দিয়েছিলাম।
তুমি জানতে, রুপোর পালঙ্কে রাখার সামর্থ্য আমার নেই,
আমিতো শত কষ্ট আর হতাশার আঁচও লাগতে দেইনি,
পাছে তুমি মুখ ফিরিয়ে চলে যাও।
তুমি জানতে, তোমার হাত ধরে আর তোমার  চোখে তাকিয়ে থাকার সময় আমার নেই,
আমিতো তোমার হাত ধরেই বাকি পথ চলার শক্তি পেতাম।
তুমিতো চলে গেলে, ততদিনে বুকে গেঁথে গেছে তোমার শেকড়, 
আঁকড়ে গেছে আমার অস্তিত্ব। 
শেকড় উপড়িয়ে ফেললাম,কিন্তু দাগ?
অথচ ক্যাকটাসকে দেখ, ঠিকই রয়ে গেল।
আর রয়ে গেলাম তোমার আমি।
 ১৮ টি
    	১৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২১
২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২১
মেহরাব হাসান খান বলেছেন: রফিক ভাই, কেন লজ্জা দিচ্ছেন!
আপনার ধারেকাছেও হয়নি!
২|  ২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১২:৪৩
২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগের প্রকাশ।
  ২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২৩
২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২৩
মেহরাব হাসান খান বলেছেন: অথচ কিছু লোকজন বলবে আবেগ দিয়ে দুনিয়া চলে না। দেখুন না, আপনার সাথে পরিচয় কিন্তু আবেগের প্রকাশ দিয়েই! যদিও আমি বুদ্ধিমান নই, তবু আপনার সাথে চা খেতে ইচ্ছে করে।
৩|  ২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:১৯
২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:১৯
কবীর বলেছেন: 
যে চলে যাবার গেছে ..... আবার নতুন কেউ আসবে!   
 
আরো বেশি করে কবিতা লিখতে থাকুন....  
 
শুভ কামনা রইলো !!
  ২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২৪
২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২৪
মেহরাব হাসান খান বলেছেন: থাক ভাই, আর কবিতা! গদ্যরীতি পাঠক পছন্দ করে না।
যাইহোক, এটা প্রথম কবিতা। 
৪|  ২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২৭
২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২৭
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: রফিক ভাই, কেন লজ্জা দিচ্ছেন!
আপনার ধারেকাছেও হয়নি! 
আমার সত্যি সত্যি ভালো লেগেছে।
শেকড় উপড়িয়ে ফেললাম ,কিন্তু দাগ ?  
অসাধারণ ।
@মেহরাব আপনি আমার নাম জানলেন কি করে ?
  ২৫ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৪৯
২৫ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৪৯
মেহরাব হাসান খান বলেছেন: কবিরা কিছু মনে রাখবে না, রাখতেও হয় না।যখন যে বিষয়ে কবিতা লিখছে তা মনে রাখবে, পরক্ষনেই ভূলে যাবে। লেখকদের মনে রাখতে হয়, নয়তো দেখা যাবে লেখক একই বিষয় নিয়ে বারবার কপচাচ্ছে।আর লেখকদের অনেক কিছু জানতে হয়।  
এইটাই নিয়ম।
হাহা.....
৫|  ২৫ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:০৭
২৫ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:০৭
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
  ২৫ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৪৯
২৫ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৪৯
মেহরাব হাসান খান বলেছেন: ধন্যবাদ।
৬|  ২৫ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৫৫
২৫ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
  ২৫ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৫০
২৫ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৫০
মেহরাব হাসান খান বলেছেন: ধন্যবাদ, উৎসাহ পেলাম।
৭|  ২৫ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৫৮
২৫ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৫৮
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: কবিরা কিছু মনে রাখবে না, রাখতেও হয় না।যখন যে বিষয়ে কবিতা লিখছে তা মনে রাখবে, পরক্ষনেই ভূলে যাবে। 
সত্যি সত্যি । আমাকে কেউ যদি বলে তোমার লেখা একটি কবিতা আবৃত্তি করো তো ।
আমি কিন্তু আবৃত্তি করতে পারবো না। মনেই পড়বে না। ভাবছি গোটা কয়েক মুখস্হ করবো।
  ২৭ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৭
২৭ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৭
মেহরাব হাসান খান বলেছেন: তাইতো করা উচিত। তবে কবিরা নিজের কবিতা মুখস্থ করবে না, নিয়ম নেই।
৮|  ২৫ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:০৯
২৫ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:০৯
সাদা মনের মানুষ বলেছেন: নানা রঙের ক্যাকটাসগুলো আমার খুবই ভালো লাগে।
  ২৭ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৮
২৭ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৮
মেহরাব হাসান খান বলেছেন: অনেক দামী, তাই কেনা হয়নি। তবে ভালো লাগে।
৯|  ২৬ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২৩
২৬ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি সুন্দর পংক্তিমালা !
  ২৭ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৯
২৭ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৯
মেহরাব হাসান খান বলেছেন: ধন্যবাদ।
গদ্যরীতিতে কবিতা কিন্তু কবিতা না।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১২:২৮
২৫ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১২:২৮
ইসিয়াক বলেছেন: চমৎকার