নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আততায়ী।

মেহরাব হাসান খান

আমি H2O,,,,Solid,Liquid & Gas.How do you deserve me?

মেহরাব হাসান খান › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাখ্যান

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১২


কত শতবার তোমার জন্য নিহত হলাম,
অথচ কত নির্বিকার তুমি!
কাগজে অজ্ঞাত পরিচয়ে নিহত,পরিচিত যুবকটির ছবি দেখেও এড়িয়ে গেলে!

ফিরবার চোখ ঘুরিয়েও দেখলে না,
মর্গে পরে থাকা যুবক সনাক্তকরণেও এলে না?

মুঠোফোন ছিল রেকর্ড বিহীন,
হয়ত সে শুধুই প্রেমময় গানেই স্মৃতিচারণ করত তোমার!
মানিব্যাগে তোমার ছবি ছিল না,
কিন্তু তোমাকে লেখা প্রথম চিঠিটা ছিল,
যা তুমি অবহেলায় ফিরিয়ে দিয়েছিলে!
তাতে তোমার নাম সেদিনও নিজের অস্তিত্ব জানান দিচ্ছিলো!

মৃত্যুপথযাত্রী ছেলেটা মুখ ফুটে বলতে পারল না,
হয়তো পারলে সে চিৎকার করে বলত,
কত ভালোবাসে তোমাকে,কত স্বপ্ন সে দেখেছিল তোমায় নিয়ে!
তার চোখে তখনো স্বপ্নগুলো চকচক করছিল!

ছেলেটি অজ্ঞাত হয়ে দুনিয়া ছেড়ে যেতে চায়নি!

মেমসাহেব,
যুবকটি সনাক্তকরণে তোমাকেই চেয়েছিল!

তুমি খুনী!
চেয়ে দেখ, ছেলেটির বুকের রক্তে ভরে গেছে তোমার কোমল দুটো হাত!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার কি খবর? কোনো খোঁজ খবর নাই!!

২০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৭

মেহরাব হাসান খান বলেছেন: ভালো আছি।
আমার লিখালিখি আসে না।

আপনি কেমন আছেন?

২| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ ভাইয়াটা কবিতাও লিখে
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে

২০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৮

মেহরাব হাসান খান বলেছেন: ধন্যবাদ, আপা।
কবিতা লিখি না, এটা কিভাবে হয়ে গেছে কে জানে?

৩| ০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১১

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর কবিতা।

২০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৮

মেহরাব হাসান খান বলেছেন: ধন্যবাদ, রফিক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.