নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রচনা এবং রচক ,উভয় কে সম্মান করো .। প্রতিভা কে সম্মান করো , সম্মান করো তাকে যে চেষ্টা করেছিলো

এম এইচ খালেদ

হিপনোটিক হিমালয় .,

এম এইচ খালেদ › বিস্তারিত পোস্টঃ

অবাক !!

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

অচেতন ভোর এর বিমর্ষতায় , মরা শিউলি গাছের তলে । আমি একটু ক্লান্ত মাখা ছায়ার আদর পোহাতে চাই । একটু স্বাধীনতা চাই,হেরে যাওয়া যোদ্ধার আঙ্গুলে । ক্ষুধার্ত শিশুর নির্জীব চাহনি পতাকা বেয়ে নেমে আসে হাতের দামী খাবারের প্লেটে, আমি তখন সভ্যতার নামে ফানুস উড়াই !
মাইক এ গলা ফাটিয়ে বলি "এই আমার দেশ ",এই আমার স্বাধীনতা !! আমাদের স্বাধীনতা অনেকের পেটেই হজম হয় নাহ, অনেকের গলায় বাধে এক মুঠো পাথর ।আমিও তাদের মতোই রাস্তায় দাঁড়িয়ে বলে যাই , "আমি স্বাধীনতা র আগে বাচতে চাই, দু মুঠো খেতে যাই " তোমাদের পতাকা গুলো আমাকে দিয়ে দাও ...
সেগুলো বিক্রির দামে আমি এক মুঠো খেতে চাই
তখন আমি ধিক্কার পাই সমাজের ! দামি গালি তে রক্তাক্ত হয়ে স্বাধীনতা নামের দামি শব্দ পাই , যা আমার হজম হয় নাহ ...।
আমি স্বাধীন, শুধু অনুপস্থিত আমার স্বাধীনতা _
(কাউকে কষ্ট দেয়ার জন্য বা অপমান করে একদম ই নাহ,).

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

ভাল লেখেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.