![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি নগন্য এক চিজ
ট্যাহা কি গাছের গুডা?
নাকি গাঙের জলে ভাইস্যা আইছে?
এই খানকী মাগীর ঝি,
একটা টাকা কামাই করতে গিয়ে
আমার গুয়া দিয়া দম আয়ে আর যায়।
আর তুই পাঁচ ট্যাকা দিয়ে
ঠোঁট পালিশ কিনছস কারে ভুলাইতে?
ক্যা, আমি কি তরে চুমা খাই না?
এই তালুকদারের বেডি, বাপের জন্মে
পাঁচ টাকার নুট দেখছস?
যা, অহন রিকশা লইয়া বাইরা,
আমি আর রিকশা বাইতে পারুম না।
বউটা ভীষণ ঘাবড়ে যায়!
কিংকর্তব্যবিমুঢ় হয়ে এগোয় রিকশার দিকেঃ
'তয় আমারে রিকশা চালানি শিখাইয়া দেও।'
রিকশাওল্লা বউ-এর দিকে আচমকা তাকায়,
তার চোখ আটকে যায় বউএর পালিশকরা ঠোঁটে।
বুকের মধ্যে হটাত করে ঝলক দিয়ে ওঠে রক্ত।
একটু আগেই যাকে তালাক দেবে ভেবেছিলঃ
'আয়, তরে রিকশা চালানি শিখাই',--বলে
সে তার সেই বউটাকে চুলের মুঠো ধরে
হ্যাচ্রাতে-হ্যারাতে টেনে নিয়ে যায়
আপন গুহার দিকে।
ঘন্টাখানেক ধরে বউকে সে রিকশা চালানি শেখায়।
বউ বলেঃ 'কী অহন রাগ পড়িছে?'
রিকশাওয়ালা বউয়ের দিকে তাকায়,
চেনা বউটাকে কেমন অচেনা মনে হয়।
ভাবে, আহা, পাঁচ ট্যাকার লিপিস্টকেই অতো!
বড়লোকদের মতো যদি সে বউটার পেছনে
আরো কিছু টাকা ইনভেস্ট করতে পারতো ।?
রমনা পার্কের হাওয়া খায়াবে বলে ......
সে তখন বউটাকে প্যাসেঞ্জার বানিয়ে নিয়ে
ছুটে যায় রমনা পার্কের দিকে।
২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: এক জন লেখক এর এর অন্তদৃষ্ট অনেক গভীর থাকে তার প্রয়োজন হয় না চোখে দেখতে লুলায়ীমি করতে
২| ২৬ শে জুলাই, ২০১২ ভোর ৪:০৫
ঘুমন্ত আমি বলেছেন:
৩| ২৬ শে জুলাই, ২০১২ ভোর ৬:৩০
মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: মামা....
বেটা মনে মনে মোয়া খাইছে আনি বুঝতে পারেন নাই..
৪| ২৭ শে জুলাই, ২০১২ সকাল ১১:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ ভীষণ সুন্দর,,,,,,,,,,দারুন লিখেছেন
২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: আপু এইডা নিগুন দা এর কবিতা - আমি শুধু কপি পেষ্ট করে দিছি ...
উপরে নাম দিয়ে দিয়েছিলাম কবির নাম
৫| ৩০ শে জুলাই, ২০১২ সকাল ১০:৫৪
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
৬| ৩০ শে জুলাই, ২০১২ সকাল ১১:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নির্মলেন্দু গুণের এই কবিতাটি আমি এর আগে পড়ি নাই।
অফিসের কাজে এত ব্যস্ত ছিলাম যে একটু ফাঁক করে ব্লগে আসলাম,,,,,,,,,তারপর আপনার পোস্টে ঢু মারলাম,,,,,,,,,উপরের শিরোনাম না দেখেই পড়া শুরু করলাম,,,,,,,পড়েই মুগ্ধতা,,,,,,,,,,ভীষণ ভাল লাগলো,,,,,,,,,,,,,,,
ভাল থাকবেন সব সময়
৭| ৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৪৮
শিপন মোল্লা বলেছেন: ট্যাহা কি গাছের গুডা?
নাকি গাঙের জলে ভাইস্যা আইছে?
এই খানকী মাগীর ঝি,
একটা টাকা কামাই করতে গিয়ে
আমার গুয়া দিয়া দম আয়ে আর যায়।
আর তুই পাঁচ ট্যাকা দিয়ে
ঠোঁট পালিশ কিনছস কারে ভুলাইতে?
ক্যা, আমি কি তরে চুমা খাই না?
শিয়ার করার জন্য ধন্যবাদ এর আগে আমি পরিনাই এই কবিতাটা।
৮| ০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:৪৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার
৯| ০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:৫২
চেয়ারম্যান০০৭ বলেছেন: +
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১২:১০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: + - * /
১০| ১৩ ই আগস্ট, ২০১২ রাত ১২:২৬
চড়ুই পাখির ডিম বলেছেন: ওরে ভাই রে
+++++ দিলাম ।
১৩ ই আগস্ট, ২০১২ রাত ২:০৬
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: আপনারেও প্লাস
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১২ রাত ১:৪৩
বাঘ মামা বলেছেন: দাদার নারী নিয়ে কবিতা গুলো পড়ে আমি ভাবতাম তিনি মনে হয় নারী দেখলেই আপাদমস্তক গিলে খান(নারীর সৌন্দর্য্যে মুগ্ধ হওয়া) আর রাতে বসে কবিতা লিখেন।

সৌভাগ্য ক্রমে বিমানে ওনার পাশের সিটে বসে প্রায় ৬ ঘন্টা ওনার সঙ্গ পাই,কোন বিমানবালা আসলেই আমি ওনার চোখের দিকে তাকাতাম,বা পাশে দিয়ে কোন সুন্দরী হেটে গেলেও আমি ওনার চোখের দিকে তাকাই,কিন্তু আমাকে অবাক করে দিলেন উনি,অন্তত ঐ ছয় ঘন্টা উনি বিশেষ ভাবে কোন নারীর দিকে তাকাননি,মনে মনে ভাবি নারী নিয়ে ওনার এত বিশ্লষণ তাহলে আসে কিভাবে ,
অবাক করা সব সৃষ্টি ওনার,ওনার নগ্ন সুন্দর গুলো আমাকে অবাক করে দেয়।