![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি নগন্য এক চিজ
ইন্টারভিউ দিলাম - এমন জঘন্য যে কি কমু রিটেন পরীক্ষার ৭ মাস পরে কলমের জোড়ে হয়তো ডাকছে -
সূদূর রাঙ্গামাটি থেকে অনেক প্রত্যাশা এবং আশা নিয়ে রওনা দিলাম - দেখি ইন্টারভিউ দেই - কি কি পড়বো সব মাথায় নিয়ে নিলাম ব্যাংকে ইন্টারভিউ তো খুব একটা দেখার কিছু নাই রিসেন্ট তথ্য এবং আমার মেজর সাবজেক্ট রিলেটেড একেবারে কমন কিছু জিনিস -
ঢাকায় এসে - শুনলাম আমার এক বন্ধু ইন্টারভিউ দিয়ে এসেছে - তেমন কিছুই জিজ্ঞাসা করে নাই - শুধু ফ্যামিলি মেটার -
জিজ্ঞাইলাম শুধু ওরেই এমন কইছে নাকি ... সবাইরেই
--- সবাইরেই একই জিনিস -
তাইলে ভাই - আর প্রিপারেশন নিয়া কি করমু
------------ আমার ইন্টারভিউ সময় ছিলো ২ পি এম ... পৌছালাম ১২.৩০ মিনিটে - আগে যাওয়ার রহস্য হইলো আমার আরেক বন্ধুর ইন্টারভিউ ১২ টা থেকে - ১.২০ পর্যন্ত কোন ডাকই পরে নাই - ভালো কথা - সবার সাথে কথা বললাম -
সব থেকে মেজাজ খারাপ লাগলো - দুইডা পোলার কথা শুইনা -
প্রথম পোলা - হেতে অগ্রণী ব্যাংকের অফিসার - আইছে এইখানে আসিস্টেন্ট অফিসার হইতে - কি বলদা --- জিজ্ঞাইলাম ক্যাঁরে ? এমন ক্যাঁরে ? মাইষ্যে উচায় উঠতে চায় আন্নে মাটির তলে ধুকতে চান ক্যাঁরে ?
কইলো বেতন কম -- সরকারী ব্যাংক - রাজকীয় কাম কাজ - আবার ৫ বছরের ডিমশোন
উপদেশ দিলাম - ব্যাংকিং ডিপলোমা দেন ৩ বছরে সিনিয়র অফিসার হইবেন - তারপর চিন্তা কইরেন অন্য খানে যাইতে -
২য় পোলা -হেতে শাহাজালাল ব্যাংকের অফিসার - ঐখানে মেলা টাকা আটানা বেতন পায় - এই হালায় আইছে এইখানে মজা দেখার লইগা
-------------------- কাগজ পত্র চাইলো - সব কাগজ পত্র - আসল সহ - এক সেট ফটোকপি - নিয়া গেলাম - কইলো এসেন্ডিং অডারে দিতে - আমি নিজেরটা করে অন্য নতুন যারা আসছিলো ফ্রিতে তাগোটা সাজাইয়া দিলাম -
আমারটা চাইলো - দিলাম - দেখলো - সব - কইলো সব প্রাইভেট পোলাপাইন এতো ক্যাঁ ?
আমি কই আমি কি জানি ?
এইডা কি দোষ নাকি প্রাইভেট ভার্সিটির হওয়া ?
কয় না -
তখন কইলো আপনার রোল ৭৬ - আপনার আগের জন ৭৫ এবং ৭৭ ও ৭৮ টিকলো কেম্বায় --
আপনারা আগে থেকে একে অন্য কে চিনতেন -
= আমি ঃ না তয় ঐখানে যাইয়া চিনা চিনিতে গেছি
HR officeঃ দেখে দেখে পরীক্ষা দিছেন নাকি ? (আসলে কইতে চাইছিলো দেখা দেখি করছেন নাকি ?
আমিঃ হ প্রশ্ন পত্র না দেইখা কেম্বায় পরীক্ষা দিমু (কমন ডাইয়ালগ মাইরা দিলাম )
HR officer: কোন গলদ তো আছেই নাইলে এক লগে চার চারটা কেম্বায়
আমিঃ এক কাম করেন - একটা তদন্ত কমিটি গঠন করেন - ১৮ মাসে তদন্ত কমিটির রিপোট আশা অনুরুপ বলে আশ্বাস দিবে - তার পরে ফাইলের পরে ফাইল পরে ......
HR officer - সেইটাই করতে হবে
স্যার দেইখেন - আমি তো দ্বিতীয় তাই আমারে ভাইভা বোর্ডে জিজ্ঞাইবো না - কিন্তু ৩য় কিংবা ৪র্থ টারে জিজ্ঞাইবো কাহিনী কি ? (যা বলেছিলাম তাই হোলো ৪র্থ টারেই জিজ্ঞাইছিলো মানে জেরা করছে )
স্যার আমি শুনেছি এটা নাকি গোপালগঞ্জ ভিত্তিক ব্যাংক ? ইন্টাভিউ দিয়া লাভ নাই ? আমার দিগে এমত্তে তাকাইলো যে খাইয়া ফালাইবো - গ
------------------- আমার পালা - May i coming sir ... (বোর্ডে দুইজন ৫০+ ডিএমডি হইবো দেইখা মনে হইলো অথবা এসএভিপি )
আহো আহো ...
আমি ল্যাম্পোষ্টের মতো দাড়াইলাম - আমারে কইলো বহোওওওও ...
ধন্যবাদ স্যার -
-বোর্ড থেকে - এমবিও শেষ ? রেজাল্ট জানলা কবে
আমিঃ জ্বি স্যার নভেম্বর মাসে -
বোর্ড- তোমার বাবা কি করতেন ?
আমিঃ জ্বি স্যার ছোট ব্যাবসা করতেন -
বোর্ডঃ কি ব্যাবসা
আমিঃ বিভিন্ন স্টেশনারি আইটেম দোকানে দোকানে দিতেন -
বোর্ডঃ তুমি ছোট না বড় ?
আমিঃ ছোট -
বোর্ডঃ বড় জন কি করে ?
আমিঃ ব্যাংকে জব করে -
বোর্ডঃ কোন ব্যাংকে ?
আমি ঃ ব্যাংক এশিয়াতে
বোর্ডঃ পোষ্ট কি ?
আমিঃ সিনিয়র অফিসার
বোর্ডঃ কত বছর ধরে জব করছে ?
আমিঃ ৭ বছরে উপরে হবে !
বোর্ডঃ একজন অন্য জনের দিগে তাকাইয়া আর কিছু কইবেন ? না মাথা নাড়ালো - পড়ে কইলো কই থাকো ?
আমিঃ স্যার আমার ফ্যামিলি ঢাকা জুরাইনে আর আমি রাঙ্গামাটিতে থাকি - আমি একটা ব্যাংকে আছি -
বোর্ডঃ নেক্সট টাইম ভালো পরীক্ষা দেও - তোমাদের মতো স্মার্ট ছেলেদেরই নিতে চাই -
কিছুই বুঝলাম না -- আমি তো নায়ক হইতে যাই নাই যে চেহারা সার্টিফিকেট দিলো
আর এইডা বুঝলাম না আমি একডা ব্যংকে আছি - কোন ইন্টারেষ্ট ফিল হইলো না ? কেন আমি ঐ ব্যাংক ছাড়তে চাই ? কোন পোষ্টে আছি পুরাই আজব
আজব এতো দূর থেকে এই ছাইয়ের ইন্টাভিউ দিতে আইছি - নিবো না তো দুই একটা কঠিন প্রশ্ন জিজ্ঞাইয়া বিদায় দিলেই হইতো >_< আমার যাতায়াত এর টাকাই বৃথা
বিদ্রঃ ব্যাংক এশিয়াতে চেয়ারম্যান আমাকে সেইম প্রশ্ন জিজ্ঞাইছিলোওও কেম্বায় কি ?
১৮ ই মে, ২০১৪ রাত ১১:১৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
অশেষ ধন্যবাদ
২| ১৮ ই মে, ২০১৪ সকাল ১০:১৮
rakibmbstu বলেছেন: ভাই কি এফ টি এফ এল সম্পর্কে জানেন? ব্যাংক বা এইটা এর মইধ্যে কোনটা বেছে নিলে ভালো হবে?
১৮ ই মে, ২০১৪ রাত ১১:১৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
জীবন আনন্দময় করে তুলতে FTFL জয়েন করেন -
ব্যাংক হইলো চরম বোরিং একটা জায়গা - তবে আমি বিশ্বাস করি আনন্দ নিজের উপর
৩| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১:২৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমি প্রিমিয়ার ব্যাংকে অফিসার হিসেবে জয়েন করেছিলাম, পরে দেখলাম ওটা আসলে একটা গার্মেন্টস। পরে ছেড়ে দিয়ে আবার আগের ছোট কোম্পানীতে ফেরত এসেছি। স্যালারি এখানেই বেশি পেতাম, তাও গেছিলাম, কারন "ব্যাংক" বলে কথা। পরে দেখলাম ব্যাংক আসলে রসগোল্লা টাইপ কিছুনা।
১৮ ই মে, ২০১৪ রাত ১১:২৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আসলেই ভাই ব্যাংক কোন রসগোল্লা না
তবুও বিসিএস এর পর কেন জানি পোলাপাইন সবাই এইদিগেই ছোটে -- বুয়েট থেকে শুরু করে সব পোলাপাইন ---
মালুম নেহি
৪| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
rakibmbstu বলেছেন: তাহলে ভাই কি করবাম আমরা?
@নক্শী কাঁথার মাঠ
@লেখক
১৯ শে মে, ২০১৪ রাত ৮:১৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আপনি নিজেকে কোথায় দেখতে চান সেটা সম্পূর্ণ আপনার উপর নীর্ভর করে - আপনার ভালো লাগা গুলোকে প্রাধান্য দেন -
বিবিএ পড়ার পর - আমি ব্যাংকার হতে চেয়েছি - এবং ১ বছর ৩ মাস পর হয়ে গেছি - তার মধ্যে এক্সট্রা এমবিএ নিয়া নিছি -
যদি যথেষ্ট মেধা সম্পূর্ণ হন - তাহলে MTO এর জন্য ট্রাই করে ব্যাংকে - এইডা ব্যাংকের জামাই পোষ্ট তবে খুবই চ্যালেঞ্জিং
৫| ১৯ শে মে, ২০১৪ রাত ৮:১৮
শিপু ভাই বলেছেন:
নিজের মেধা দিয়া অন্যরে বড়লোক বানানির পক্ষে আমি না।
ব্যবসা কর্তে হইবো।
১৯ শে মে, ২০১৪ রাত ৮:৪০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কথা সত্য --
আমি বলেই নিয়েছি - নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে
৬| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:০১
ফয়সাল আহমেদ ইমন বলেছেন: ভাই দয়া করে এফ টি এফ এল সম্পর্কে বিস্তারিত জানান.......................
(আমি ভাই অত ট্যালেন্ট না কষ্ট কইরা কিছুদিন আগে একটা ব্যাংকের এসিস্ট্যান্ট ক্যাশ অফিসার পদে ইন্টারভিউ পর্যন্ত গেছিলাম কিন্তু প্রশ্ন ওই একই..........
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ রাত ১২:১৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইন্টারভিউ পড়ে ব্যাপক বিনোদন পেলাম। জানি, মনে মনে বলবে, 'তুমি তো হাসো, আমার তো ফাটে'। এইটাই জীবন। বেস্ট অফ লাক। পরেরটা ঠিক লেগে যাবে। চেষ্টা ছাড়তে নেই। বব মার্লের কথাই বলি, 'ডোন্ট ওরি, বি হ্যাপি'। গানটার একটা লিঙ্ক দিয়ে দিলাম। পারলে শুনে নিও।