![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি নগন্য এক চিজ
কিছু ঘাস ফুলের প্রেমে পড়েছিলাম -
রৌদ্দুউজ্জল দিনে -
ছোট ছোট পায়ে এগিয়ে ছিলাম অনেক দূর -
দূরত্ব কতটুকু কমলে গন্তব্য হয় সেটা জানার আগেই সূর্য্য ডুবে যায় ...... তবুও প্রতিক্ষা
সকাল হবে ... হয়তো ...
2) আমার চোখে তাকিয়ে বলতে পারবে না কি হচ্ছে বলতে পারবে না কি ঘুরছে আমার মাথায় ভেতর ঢুকতে চেয়ো না ঘুরতে চেয়ো না এই গোলকধাঁধাঁয় - হারাতে চেয়ো না নিজেকে - হারালে খুজেঁ পাবে না —
3)শব্দগুলো আবদ্ধ !
চক্রকালে ঘুড়ে ফিরে একই পথে - শহুর ধরে -
তোমার নগরে -
4)তোর উদ্দেশ্যে প্রশ্নের পর প্রশ্ন সাজাতে সাজাতে আমি ক্লান্ত হয়ে উঠেছি -
প্রতিউত্তর পাবো না ভেবে - প্রশ্ন সীলগালা হয়ে অবদ্ধ আজো হৃদয়ে :p
5) তোমার না বুজা
আমার মনের বোঝা বাড়িয়ে তোলে :p
6) মাঝে মাঝে মানুষ তার জীবনে কাউকে না কাউকে অক্সিজেনের মতো অনুভব করে :p
7) আবার দেখা হবে -
উচ্ছল হাসিতে - নীরব চাহনীতে -
অথবা বর্ষার বল নিয়ে -
মুঠোফোনে আলাপে - অথবা হঠাৎ চলতি পথে
আবার দেখা হবে -
তীব্র আকাংক্ষায় - শিউলী ফোটা সন্ধ্যায়
কোন তুচ্ছ ছুতায় - বেইলী রোডে রাস্তায় -
অবার দেখা হবে - হয়তো আবার দেখা শুধু এটাই বলার জন্যই -বলা হবে না অনেক কিছুই —
অনেক দিন ব্লগে না আশার ফলে অনেকই ভুলে গেছে - চোখের আড়াল মনে মনের আড়াল কথাটাই খুবই সত্য - ঃপ
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
অশেষ ধন্যবাদ -
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫
জেন রসি বলেছেন: আমার চোখে তাকিয়ে বলতে পারবে না কি হচ্ছে বলতে পারবে না কি ঘুরছে আমার মাথায় ভেতর ঢুকতে চেয়ো না ঘুরতে চেয়ো না এই গোলকধাঁধাঁয় - হারাতে চেয়ো না নিজেকে - হারালে খুজেঁ পাবে না —
চমৎকার।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২২
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমি নিজেই হারাইয়া গেছি হিহিহি -
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩২
কলমের কালি শেষ বলেছেন: ফিরে আশায় উষ্ণ সংবর্ধনা ।
কিছু অনুভূতির প্রকাশ ভাল লাগলো ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
অশেষ ধন্যবাদ আপনাকে -
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: মাঝে মাঝে মানুষ তার জীবনে কাউকে না কাউকে অক্সিজেনের মতো অনুভব করে
যদি একটু বুঝত..........
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
সামাজিক জীব তো তাই আশ্রয় প্রশ্রয় খুজতে চাই প্রতিনিয়ত -
জম্ম থেকে মৃত্যু পর্যন্ত ইহা অনির্বায - হয়তো
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
অপূর্ণ রায়হান বলেছেন: শিরোনামে বেশি ভালোলাগা
শুভেচ্ছা
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হিহিহি শিরনাম - এইডা কিন্তু ফাইন -
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কয়েকটা খুব ভাল্লাগলো।।