নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n

মা.হাসান

মা.হাসান › বিস্তারিত পোস্টঃ

লাইক দ্যাতে সাপধান

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:২৮



এতধারা চকলের অবঘতির জন্য ঝানানো ঝাইতেছে যে চম্প্রতি লক্ষ্য করা ঝাইতেছে কতিপয় উচছৃংখল ব্লগার (ইহারা ব্লগার নামের কলঙ্ক, তেলাপোকা যে রূপ পাখি, ইহারাও সেই রূপ ব্লগার) পুস্ট না পড়িয়া কমেন্ট করা, লাইক দেওয়া, পিলাচ দেওয়া সহ বিবিধ পাপাচারে লিপ্ত আছেন। ইহাতে ব্লগের ভাপ মূত্তি সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হইতেচে। মনে রাখিবেন পিলাচ আপনার পবিত্র আমানত ও দায়িত্ব। অপাত্রে পিলাচ দান করিলে ভয়ঙ্কর ক্ষতি হইয়া যাইতে পারে। আপনার পিলাচ অপাত্রে দান করা হইলে ঐ পুস্ট অতিরিক্ত পিলাচ পাইয়া আলোচ্য পুস্টে চলিয়া যাইতে পারে। জঘন্য পুস্টসমূহ আলোচ্য পুস্টে স্থান পাওয়া কিয়ামতের আলামত। পুস্টে লাইক দেওয়ার পূর্বে সতর্ক হউন। তবে পুস্টে কমেন্টের পর কমেন্টের গালিগালাজ করিয়া উহাকে সর্বোচ্চ কমেন্ট প্রাপ্ত পুস্টে উন্নিত করা দোষের নহে, সওয়াপের কাজ। প্রয়োজনে ব্লগের জ্ঞানী লোকদের সাহাঝ্য নিন। উহাদের নিকট হইতে জানিয়া নিন ওই পুস্টে লাইক দেওয়া যাইবেক কি যাইবেক নহে। এতদসংক্রান্ত যেকোন সমচ্যার ঝন্য নিঃসংকোচে ইমেইল করুন-- ডোডোপাখী@ম্যাওপ্যাও.কম ঠিকানায় (পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হইবে। পাখী বানানে দীর্ঘিকার দিতে ভুল করিবেন না, হ্রসইকার দিলে পাখীর ঠোকর খাইলে খর্তৃপক্ক দায়ী নহে, মহিলা ব্লগারেরা ফোন নাম্বার দিতে ভুল করিবেন না)। যদি কেহ আপনার নিকট লাইকের বিনিময়ে তৈল, নগদ টাকা বা চেক বা আপনার পোস্টে পাল্টা লাইক দেওয়ার প্রতিশ্রুতি দেয় তবে দেরি না করিয়া ডোদক (ডোডো দূর্নিতি কমিশন) হট নাম্বার 3636 (DODO) এ পোন করুন। আপনার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হইলো। উপযুক্ত সন্ধানদাতাকে পুরস্কৃত করা হইবে। মনে রাখিবেন দুস্কৃতিকারীরা দেশ জাতি মানবতা ও ব্লগের শত্রু। ইহারা এডিস মশার ন্যায় পরিত্যাজ্য। এই লিফলেট ছাপাইয়া ১১ জনের নিকট বিতরণ করিলে অশেষ ছওয়াপ এর ভাগি হইবেন। নটি পারমার (ফেচভুক আইডি) এই লিপলেট ৫০ কপি ভিতরণ করিয়াছিল, সে লটারিতে ট্রাক্টর পাইয়াছে। 'এস ঘুপ্তচর ধরি' (ইনস্টাগ্রাম আইডি) এই লিপলেট উপেক্ষা করিয়াছিল। তাহার ডেঙ্গু হইয়াছে । জনস্বাস্থে এই ভিজ্ঞপ্তি ফচার করা হইল। ফচারে- ব্লগ হেপাজত কমিঠি ।
উল্লেখ্য এই বিজ্ঞপ্তির শহীত মডুদের কুন ফকার সম্পর্ক নাই, মোডুদের বক্তব্য এই লিঙ্কটিতে পাওয়া যাইবে।

অনুগ্রহ করিয়া কেউ এই পুস্টে পিলাচ দিবেন না, তবে লম্বর দিতে পারেন । ভালো লাগিলে ভালোলাগা অনুসারে এক হইতে একশত লম্বর দিন (বেশি লম্বর মানে বেশি বালোলাঘা)। কারাপ লাগিলে -১০০ হইতে শূন্য দিন ( যত বেশি কারাপ, মাইনাচ এরপরে তত বেশি লম্বর)।

মন্তব্য ১৪৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪৯) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:৩৭

ঢাবিয়ান বলেছেন: লাইক দিলাম এবং কমেন্টও করলাম। পোস্ট আর কিছুক্ষন পরে পড়ব :`>

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:৪৬

মা.হাসান বলেছেন: এরকম করিলে কিন্তুক আমি খেলিপ না কইলাম। আপনাকে -৩৩ দিলাম।

২| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


সামু দেশের প্রশাসন থেকে আক্রান্ত হচ্ছে; ভেতর থেকে আপনারা কয়েকজন মিলে, সামুর লেখার মানকে নীচের দিকে টানছেন; আপনারা ব্লগকে আধুনিক জ্ঞান প্রসারের জন্য কাজে না লাগিয়ে পেছনে-পড়া বিষয় নিয়ে লিখে, অকারণ বিতর্কের অবতারণা করে চলেছেন।

ব্লগিং একটি আধুনিক ভাবনা, এখানে আধুনিক ভাবনার মানুষেরা ব্লগিং করেন; এটাকে টেনে নীচের দিকে নেয়ার চেষ্টা করা সঠিক হবে না।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:৪৯

মা.হাসান বলেছেন: আপনার উত্তেজনার বৃদ্ধি ঘটেছে। যাদের লো ব্লাড প্রেসার আছে তাদের কিছু ওষুধের এমন সাইড এফেক্ট হতে পারে। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আর হ্যা , নীল রঙটা আপনার জন্য স্যুট করে না, ওটা থেকে দূরে থাকপেন।

৩| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:



আপনার পোষ্টের শিরোনামটাও ( "লাইক দ্যাতে সাপদান";) সামুর প্রতি বিদ্রুপের সমান।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:৫১

মা.হাসান বলেছেন: আপনার মতো শ্রদ্ধাশীল লোক আসাতে বিদ্রুপ ও শ্রদ্ধা কাটাকুটি হয়ে গেল।
এক দু বারে আপনি মনের ভাব প্রকাশ করতে পারেন না জানি, কাজেই নিঃসংকোচে আবার আসবেন।

৪| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:



সামু দীর্ঘ সময় ধরে, ভালো ভালো ব্লগারের পোষ্টে নিজের মানকে অন্যান্য ব্লগ থেকে উপরের দিকে নিতে সমর্থ হয়েছে; আপনার এই পোষ্ট সামুর মানকে টেনে নীচে নামাচ্ছে; সামুতে এই ধরণের নীচু মানের পোষ্ট দেয়া অপরাধের সমান।

আপনারা গতকাল ব্লগে এসে সামুর ১৪ বছরের অর্জিত সম্মানকে টেনে নীচে নামাচ্ছেন কোন সাহসে?

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:৫৯

মা.হাসান বলেছেন: আপনার মতো উচুতে টেনে ধরার লোক থাকতে সামুকে নামায় সাধ্য কার।

একটা বিষয়ে সাহায্য দরকার, ঢাকায় কিছু ল্যাংটা পাগল আছে যারা মোড়ে মোড়ে দাড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করে। এদের নিয়ে একটা পোস্ট দেব ভাবছি। আপনাদের ওখানেও এরকম আছে নাকি? একটা ছবি টবি পাঠাতে পারবেন?

আবার আসতে ভুলবেন না কিন্তু।

৫| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, " আপনার মতো শ্রদ্ধাশীল লোক আসাতে বিদ্রুপ ও শ্রদ্ধা কাটাকুটি হয়ে গেল। এক দু বারে আপনি মনের ভাব প্রকাশ করতে পারেন না জানি, কাজেই নিঃসংকোচে আবার আসবেন। "

-সামুর এডমিনরা সারাক্ষণ আমার পোষ্ট ও কমেন্টের উপর নজর রাখছেন; আমার ভুল হলে, উনারা আমাকে নোটীশ দিচ্ছেন। আপনি কিভাবে এডমিনদের টপকায়ে নীচু মানের পোষ্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছেন?

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:০১

মা.হাসান বলেছেন: লা হাওলা। এইটা কি বলেন!! আপনার পোস্টে সারাক্ষন নজর রাখে! নোটিশ পাঠায়? ওনাদের তো আপনার কাছ থেকে ব্লগিং শিখার কথা!
আবার আসতে ভুলবেন না।

৬| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


এডমিনরা আমার উপর ও সবার উপর নজর রাখছেন; আপনি ব্লগের সব নিয়ম ভেংগে ব্লগের ১৪ বছরের অর্জনকে নীচে নামাচ্ছেন কেন?

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:০৪

মা.হাসান বলেছেন: সামুর ১৪ বছরের অর্জন যদি আমার এক পোস্টে নেমে যায় তবে তো বড় দুশ্চিন্তার কথা!! শীঘ্রই দুলাইনের একটা পোস্ট দিয়ে দেন, আপনার উন্নত পোস্টে সামু আসমানে উঠে যাবে।
আবার আসতে ভুলবেন না।

৭| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আছেন ৩ বছর, খুবই সামান্য পরিমাণ পোষ্ট পড়েন, সামান্য পরিমাণ কমেন্ট করেছেন, সামান্য কমেন্ট পেয়েছেন।

আমার বিপক্ষে লিখে আপনি সবচেয়ে বেশী কমেন্ট পেয়েছেন! আপনি ব্লগে এই ধরনের নীচু মানের পোষ্ট দিয়ে, ব্লগের অবস্হানকে খারাপ করে দিচ্ছেন।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:০৭

মা.হাসান বলেছেন: আমার পোস্ট প্রসব করার ক্ষমতা আপনার তুলনায় অনেক কম। যে সামান্য কমেন্ট পেয়েছি তার বেশির ভাগই মনে হয় ডোডো পাখিদের কাছ থেকে।
এখানেই গুনে নেন না!!

আবার আসতে ভুলবেন না।

৮| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


সামুতে এই ধরণের "বিদ্রুপাত্মক" শিরোনাম দিয়ে নীচু মানের পোষ্ট দেয়া বন্ধ করেন।

১৮ বছর ধরে বিখ্যাত ব্লগারেরা লিখে সামুকে বাংলা ভাষার সবচেয়ে উঁচুমানের ব্লগে পরিণত করেছেন; সরকারের লোকদের আক্রমনের সময়, আপনারা ব্লগের মানকে নীচের দিকে নিচ্ছেন।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:১২

মা.হাসান বলেছেন: আপনি এক কাজ করেন না কেন, মডারেটরদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন, তারা যখন তাদের দায়িত্ব পানল করতে পারছে না, নিচু মানের পোস্ট প্রথম পাতায় আসা বন্ধ হচ্ছে না, আপনিই দায়িত্ব নিয়ে নেন, ব্লগ আসমানে উঠে যাবে।
আবার আসতে ভুলবেন না।

৯| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " সামুর ১৪ বছরের অর্জন যদি আমার এক পোস্টে নেমে যায় তবে তো বড় দুশ্চিন্তার কথা!! শীঘ্রই দুলাইনের একটা পোস্ট দিয়ে দেন, আপনার উন্নত পোস্টে সামু আসমানে উঠে যাবে।
আবার আসতে ভুলবেন না। "

-আমার প্রতিটা পোষ্ট ভালো উদ্দেশ্য নিয়ে লেখা; আমার পোষ্টের মান ঠিক করেন ভালো ব্লগারেরা। আপনার সর্বাধিক কমেন্ট পাও্য়া পোষ্টগুলো হলো আমাকে নিয়ে লেখা, এবং গার্বেজ।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:১৪

মা.হাসান বলেছেন: আমার পোস্ট গুলা পুরা গার্বেজ না, তবে প্রায় গার্বেজ, পুরা গার্বেজ হয়ে যেত যদি আপনার মতো অসামান্য লোকের সোনালী কমেন্ট না থাকতো।
প্লিজ আবার আসতে ভুলবেন না।

১০| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনার অনেক পোষ্ট আপনি ড্রাফট/ডিলিট করেছেন, যেগুলো নিজামী, সাইদী, গোলাম আজমদের পক্ষে ছিলো; আপনি অবশ্যই শিবিরের লোক।

আপনারা ব্লগে এসে ব্লগের মান কমায়েছেন।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:১৭

মা.হাসান বলেছেন: আসলেই আপনারই মডারেটর হওয়া মানায়, কার ড্রাফটে কি আছে সেটাও আপনি জানেন! লোকে মানুষ চিনতে ভুল করলো, আপনারে মডারেটর বানালো না। এখনি একটা স্মারকলিপি দেয়া দরকার।
আবার আসতে ভুলবেন না।

১১| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
নিজের পোষ্টেও লাইক দিচ্ছে নাকি আইজকাল

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:১৯

মা.হাসান বলেছেন: কাকে বললেন? বুঝলাম না। আপনার মন্তব্য দূর্ভেদ্য হওয়ায় ৫০ দিলাম, এর বেশি পারলাম না।

১২| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনি শেখ সাহেবকে নিয়ে অনেক নীচু মানের পোষ্ট লিখেছিলেন।

আপনি শেখ হাসিনাকে নিয়ে রিভার্স পোষ্ট লিখে ছিলেন; এগুলো ও যেভাবে সামুকে নীচের দিকে টানছেন, এতে আপনার শিবির চরিত্র প্রকাশ পেয়েছে।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২১

মা.হাসান বলেছেন: আপনি আপনার পোস্টে বঙ্গবণ্ধুর কন্যার নিয়মিত যে সুখ্যাতি করেন তা তো ওনার জীবনীকারেরাও জানে না। আপনার চরিত্র এত মহান যে যারা সাইদিকে চাদে দেখেছিল তারা নাকি আপনাকে সূর্যতে দেখেছে।
আবার আসতে ভুলবেন না।

১৩| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:



আরেক ভারতীয় এসে বাংলাদেশের ব্লগে "না পড়ে লাইক" দিয়ে, সাথে বিদ্রুপাত্মক মন্তব্য দিয়ে গেছে আপনার পোষ্টে!

সামু আমাদের, বাংলাদেশীদের; এখানে বিদ্রুপ করার অধিকার কোন ভারতীয়ের নেই। আপনি তাকে উৎসাহ দিয়েছেন।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২৩

মা.হাসান বলেছেন: সামু বাংলাদেশিদের!! আমিতো ভাবছিলাম আমরিকানরা পেটেন্ট করে নিছে!!এখনো করে নাই! তাড়াতাড়ি করেন।
আবার আসতে ভুলবেন না।

১৪| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


সামুতে এই ধরণের নীচু মানের পোষ্ট দেয়া থেকে বিরত থাকুন।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২৪

মা.হাসান বলেছেন: আপনার মডারেটর হতে আর কত দেরী! আমার যে সহ্য হচ্ছে না!!
আবার আসতে ভুলবেন না।

১৫| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:



সামু হলো বাংলাদেশের বৃহত্তম ব্লগ, এখানে ভাঁড়ামী করা সঠিক হচ্ছে না।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২৫

মা.হাসান বলেছেন: তাই নাকি, দুএকটা নিক দেখে তো লোকে সার্কাস বলে মনে করছিল। ওদের জানাতে হবে এটা সার্কাস না।
আবার আসতে ভুলবেন না।

১৬| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



শুধু আমাকে নয়, সামুর যে কোন ব্লগারকে বিদ্রুপ করা মানে সামুকে বিদ্রুপ করা।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২৭

মা.হাসান বলেছেন: কার এতো সাহস? কোনো গুপ্তচর? আপনি মডারেটর হবার পর পিলিজ এগুলারে আগে সাইজ করেন।

১৭| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



সামুর নিয়ম ভেংগে কেন আপনি ব্লগারকে টার্গেট করে পোষ্ট দিচ্ছেন? আপনি বাকী ব্লগারদের কেন সন্মান করছেন না?

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২৯

মা.হাসান বলেছেন: আমরা অল্পশিক্ষিত প্রশ্ন ফাঁস জেনারেশন, কোন কোন নিয়ম ভঙ্গ হলো কাকে কাকে টার্গেট করা হলো সবটুকু খুলে বলবেন? সব খুলে বলুন প্লিজ।
আবার আসতে ভুলবেন না।

১৮| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


নীচু মানের বিদ্রুপর জন্য সামু খোলা হয়নি; আপনার নীচু মনের ভাব প্রকাশ করে আপনি সামুকে পরিহাসের পর্যায়ে নিয়ে গেছেন।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৩৩

মা.হাসান বলেছেন: ডোডো পাখিরাতো আসলে বস্তি থেকে এসেছে, এরা নীচু মানসিকতাই দেখাবে। তবে হ্যা কেউ যদি সুন্দর মাধুর্য ভরা কমেন্ট পেতে চায় তার উচিৎ আপনাকে অনুসরন করা। এটা ব্লগের কত ভাগ্য আমরা আপনাকে পেয়েছি।
আবার আসতে ভুলবেন না কিন্তু।

১৯| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনার ইতর ভাবনার শিকার হয়েছে সামু; আমি আজ আছি কাল নেই; কিন্তু সামুকে আপনি নীচে নামাচ্ছেন। আপনি অন্য ভালো ব্লগারদের সামনে সামুর উপর আঘাত হেনেছেন।

আপনার এই গার্বেজ মুছবেন না; মানুষ দেখুক, আপনি সামুকে কি উদ্দেশ্যে ব্যবহার করছেন।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৩৬

মা.হাসান বলেছেন: বালাই ষাট, আপনি আজ আভছন কাল থাকবেন না কেন!! আপনি চিরকাল থাকবেন, দরকার হলে আমরা বাঁশ ঠেকিয়ে খাড়া করে রাখবো।
সুনীল বলেছিল- এ ঠোট ছুয়েছে নীরার ঠোট, এ ঠোট কি মিথ্যা বলতে পারে!
আমি বলবো এ পোস্টে আপনার পবিত্র কমেন্ট আছে , এটা কি মেশানো যায়!!
আবার আসতে ভুলবেন না।

২০| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


শিবিরেরা এই দেশে বাস করে এই দেশের মানুষের রগ কেটেছে! আপনি সামুতে বসে সামুতে নিকৃষ্ট মানের লেখা দিয়েছেন অনেক বার।

০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৯

মা.হাসান বলেছেন: এই মুহূর্তে ব্লগে দরকার বীর যোদ্ধা যারাঅগ্রাধিকার ভিত্তিতে সব কাজ বাদ দিয়ে সামুকে নিকৃষ্ট মানের লেখকদের থেকে উদ্ধার করবে! কিন্ত সমস্যা থাকলে সমাধানও আছে!! আপনি থাকতে দুশ্চিন্তা কি!!
আবার আসতে ভুলবেন না।

২১| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: না না না আজ আর লাইক, পোস্ট কিছু দেব না। পরিবেশে বারুদের গন্ধ পাচ্ছি। ঈশ্বর মঙ্গলময়; সকলের কল্যাণ হোক।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৫৩

মা.হাসান বলেছেন: লম্বর দিলেন না যে বড়!! আপনিও কি প্রশ্ন ফাঁস জেনারেশন!! ঈশ্বর সকলের কল্যান করুন, ব্লগের মডারেটররা চেঞ্জ হলে কিন্তু ভারতিয় গুপ্তচরদের ব্লগে আনাগোনা বন্ধ হয়ে যাবে। তবে আমরিকানরা থাকপে। ওনারা টিরাম্পের দোস্ত। আপনার ব্লগে আসার একমাত্র ভরসা এন আর সি, অ্যাপ্লাই করেন যে পূর্বপুরুষ বানলাদেশের ছিল, তাহলে ভারত সরকার বাংলাদেশে ফেরৎ পাঠাবে। এরপর খাটি শরষের তেল দিয়ে ডোডোপাখির পদসেবা করলে হয়তো ব্লগে থাকার অনুমতি পেতে পারেন।
আপনার মন্তব্যে ৩২ দিলাম, বাকি এক পরে দেখা যাবে।

২২| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


@পদাতিক চৌধুরি ,

আপনি "না পড়ে লাইক" দিয়ে, আমাকে বিদ্রুপ করে উস্কানীমুলক কমেন্ট করেছেন মা হাসানের ও অন্যদের পোষ্টে; আমি আপনাকে জানাতে পারিনি; কারণ, "আমাকে কমেন্ট ব্লক করেছেন"।

সামু বাংগালীদের প্রানের ব্লগ, এখানে বিদ্রুপাত্মক কমেন্ট ও নীচু মানের লেখায় লাইক দিয়ে উস্কানীমুলক কমেন্ট করে, আমাদের ব্লগকে উপহাস করছেন আপনি; এগুলো সঠিক কাজ নয়।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৫৮

মা.হাসান বলেছেন: সর্বনাশ, আপনার কমেন্ট ব্লক করেছে! এতবড় সাহস কি করে পায়!!
তবে এক জ্ঞানী লোক বলেছিলেন, আপনার কমেন্ট যারা ব্লক করে তাদের লেখায় নাকি মাছিও আসে না, কেউ পড়ে না। বড় আফসোস, ওনার পরে পোস্ট গুলোতে আর কেউ আসবে না।
আর পরের পোস্টই বা আসবে কি করে!! ব্লগ তো বাংলাদেশের, ভারতীয়দের তো ঢুকতেই দেয়া উচিৎ না!! মডারেটর হবার পর সবার আগে কিন্তুক এটা করটে হবে বলে দিলাম।

আবার আসতে ভুলবেন না।

২৩| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " সর্বনাশ, আপনার কমেন্ট ব্লক করেছে! এতবড় সাহস কি করে পায়!! "

-বাংলাদেশীদের সম্পর্কে ভারতীয়দের মনোভাব কখনো ভালো ছিলো না। আপনি মানসিকভাবে বাংগালী নন, সেজন্য আপনার সাথে মিল আছে।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:০৬

মা.হাসান বলেছেন: ওরে ভাাপা! আসলে গুনি লোকদের গুনের শেষ নাই, আপনি এত বড় সাইকোলজির এক্সপার্ট, জানাই ছিল না। আচ্ছা পিগমি আর ডোডো পাখি, দুজনের মাঝে কার মগজের সাইজ বড়?

আবার আসতে ভুলবেন না যেন।

২৪| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনি এই ধরণের পোষ্ট দিয়ে প্রমাণ করেছেন যে, সামুর এই খারাপ সময়ে, সামুর প্রতি আপনার কোন সম্মান নেই, বাংগালীদের ব্লগিং'এর প্রতি আপনার সন্মান নেই। আপনার যেখানে যান, সেটাকে ধ্ংস করেন, এগুলো শিবিরের চরিত্র।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:২২

মা.হাসান বলেছেন: সম্মান দেখানোর সোল এজেন্সিতো আপনি নিয়ে রেখেছেন। অর্বাচীনরা বোঝে না সামু আর আপনি সমার্থক। আপনাকে সম্মান না দেখানো মানে সামুকে সম্মান না দেখানো।
জাঁহাপনা, তুসি গ্রেট হো, তোহফা কবুল করো। (এর পর তোহফা আছে)।
আবার আসতে ভুলবেন না যেন।

২৫| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:০৯

স্রাঞ্জি সে বলেছেন:
খ্যাল দেহতাছি ভালোই চলতাছে। _____ =p~ ম্যাও বনাম প্যাও। ______ !:#P


নেন ভাই পপকর্ন খান। গাজীনানাকেও ভাগ দিয়েন।





০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:২১

মা.হাসান বলেছেন: অনেক ধন্যবাদ।
ওনার তো প্রেসার নাইমা গ্যাছে গা, আপনে প্রেসার উঠানোর জন্য কিছু ট্যাবলেট দিতে পারেন।
সুখাদ্য দেয়ায় আপনাকে ৯৯ (বাকি এক ট্যাবলেট দেয়ার পর)।

২৬| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:২৩

আরোগ্য বলেছেন: এহনও লাইক দেই নাই, পোস্টও পড়ি নাই। পড়ার আগে দেখতে চাইলাম কে কি মন্তব্য করসে। খাইসে আমারে মুরুব্বি তো দেখসি আইজ মন্তব্য কইরা গিনিজে নাম লেখাইবো। যাক ভালোই সামুর মঙ্গল হোক।

পোস্ট পইড়া আইবার লাগাইসি। লগে মন্তব্যও পড়ুম কইলাম।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:২৫

মা.হাসান বলেছেন: লম্বর দ্যাতে ভোলবেন না কিন্তুক কইলাম। আর মুরুব্বি না, মহামাননীয় মুরুব্বি কইবেন। আমি কিন্তুক আপনের অপেক্ষায় থাকমু কইলাম।

২৭| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনার এই নীচু মানের ভাষা, নীচু মানের পোষ্ট, নীচু মানের শিরোনামের জন্য "সামু" কাজ করছে না; আমার মনে হয় না, সামু এসবকে ব্লগিং হিসেবে গণ্য করবে।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৩

মা.হাসান বলেছেন: তওবা, এই পোস্টরে ব্লগিং কে বলে! আপনি ফু না দিয়ে দিলে সেইটা কি পোস্ট হয়!!
তবে কমেন্টে আপনার সোনালী উপস্থিতির কারনে কিন্তু এই পোস্টের অনেক দোষ ঢাকা পড়ে গেল।
আবার আসতে ভুলবেন না।

২৮| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


@পদাতিক চৌধূরি,

বাংলাদেশের মানুষকে সন্মান করতে শিখুন; আমরা ভারতীয়দের সন্মান করি। সামু আপনাকে লেখার সুযোগ দিয়েছে, সেটাকে সন্মান করুন।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৮

মা.হাসান বলেছেন: এটা কি বললেন!! এটা অসম্ভব আবদার হয়ে গেল না? কিছুক্ষণ আগেই তো এক মহাজ্ঞানী-মহাজন কে বলতে শুনলাম ''বাংলাদেশীদের সম্পর্কে ভারতীয়দের মনোভাব কখনো ভালো ছিলো না।''
তবে জ্ঞানীদের কথার অর্থ আমরা কি বুঝবো।
আবার আসতে ভুলবেন না।

২৯| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৩

আরোগ্য বলেছেন: শেখ মুরুব্বি থুক্কু টাইপো হয়া গেসে। শ্রদ্ধেয় মুরুব্বি আইজ বেজায় খেপসে। মন্তব্যেে ৪০ ডিগ্রী তাপমাত্রা বিরাজ করছে। ৯৯ ডিগ্রি তাপমাত্রার পোস্টে শীঘ্রই ১০৫ ডিগ্রি তাপমাত্রার ডেঙ্গু জ্বর হানা দিবে। এ পর্যন্ত প্রশ্নফাঁস জেনারেশনের মূল্যবান উপাধি পাইয়াছি। আপনি অতি উচু পর্যায়ের জামাত শিবিরের উপাধি পাইয়াছেন। মুই অত তাড়াতাড়ি অতদুর যাইতে চাই ন।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৫২

মা.হাসান বলেছেন: আমার এক ভাগিনারে হের মায়ে বকতে আছিল, ভাগিনা বারান্দা থেইকা ঝাটা আইনা মায়ের হাতে দিয়া কইলো- মারো, যেইখানে মায়ের মার পড়বে সেই যায়গা জাহান্নামে যাইবো না।
মুরুব্বীদের আশীর্বাদ আমাদের জইন্য ফরম ফাওয়া।

৩০| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনি গতকাল ব্লগে এসে সামুর ১৪ বছরের অর্জিত সম্মানকে টেনে নীচে নামাচ্ছেন কোন সাহসে?

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৫৪

মা.হাসান বলেছেন: ও ছার আপনের মনে হয় এনার্জিতে ঘাটতো পড়চছে, কমেন্ট রিপিট হইতেছে। ওষুধ খয়ে নিন। আবার আসতে ভুলবেন না।

৩১| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ৩২/১০০
উস্কানিমূলক পুস্টের জন্য আপনারে ফেল করানো হল।

আপ্নি একটা ছাগল
যার লেজ কোন কালে সোজা ছিল না আর হবেও না তারে নিয়ে লেখার কোন মানে হয়???X(




পুনশ্চঃ পুস্টের চেয়ে মন্তব্য ভালা। তয়, পাজি বুড়োর পক্কে মাল্টি কাউরে না দেখে বড়ই অবাক হইলুম। হ্যাতের শুবাকাঙ্কিগুলা কই??? ডেঙ্গুয়ে ধরলো নাকি!!!

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:০১

মা.হাসান বলেছেন: এতগুলান প্রশ্নফাঁস জেনারেশনের মধ্যে একমাত্র আপনিই পড়াশুনা কইরে আসলেন। অন্যরাতো কেউ লম্বর দিল না। আপনেরে ১০০য় ২০০।
আমারেতো অন্যরা ডুডু পাখি কয়, আপনে তাও ছাগল কইলেন, অনেক ধন্যবাদ।
হেরা গেল কই আমিও তো ভাবি, ফুটবল এগারো জনের খেলা, সব কাজ হেরে দিয়াই করাইবো? মনে হয় ভাবছে পেনাল্টি শুট আউট, হেইই দিউক।

কেউ কেউ সোজা করছে, ক্যামতে? জানি না, মুরুব্বি কইতে পারে, হে সব জানে।

৩২| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইহা কী পান থুক্কু ফান পুস্ট থুক্কু পোস্ট

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:০৫

মা.হাসান বলেছেন: চর্বনাচ, ভলেন কি! আপনার কি দারনা ব্লগের ভবিষ্যত মডারেটর ফান পোস্ট নিয়ে সময় নষ্ট করবে?
আপনাকে -২৮ দেয়া গেল।

৩৩| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৫১

আরোগ্য বলেছেন: পোস্টের প্রয়োজনের কথা বিবেচনা করিয়া লাইক দেওয়া হইতে নিজের মূল্যবান অঙ্গুলিকে বিরত রাখিলাম। তদুপরি অদ্যরাতেে পোস্টখানা আলোচিত পাতায় স্থান করিলে এর দায়ভার আমি নিতে অগ্রাহ্য করিলাম।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:০৭

মা.হাসান বলেছেন: লাইনে আসছেন, আঙুল বালো কাঝে লাঘান। আলোচিত? সামুতে শেষ কবে কমেন্টের ছেনচুরি দেকচেন? আজ উনি আশা করি নিরাশ করবেন না।

৩৪| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


সামুর ভুমিকা ও মান বুঝার মতো জ্ঞান আপনার কোন কালেই হবে না; আপনাদের মতো মানুষ '৭১ সালে এই জাতির বিপক্ষে অস্ত্র ধরে পরাজিত হয়েছে; আপনারা জাতির গৌরবের স্হানগুলোকে নিজেদের আবর্জনায় ভরে দেন।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:১১

মা.হাসান বলেছেন: ঠিক বলেছেন (আপনি বেঠিক কখনো বলেচেন?) ডোডোপাখিদের পক্ষে সামুর ভূমিকা ও মান বোঝার মতো জ্ঞান থাকবে কেমন করে!
৭১র ওরা নাকি কেউ কেউ আম্রিকায়। আপনি তো সবই জানেন, মার কাছে মামা বাড়ির গল্প করি কেন।
আবার আসটে ভুলবেন না।

৩৫| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৫৯

বলেছেন: আপনি আসলেই শিবির .........................হা হা হা .....................।



আবার আসতে ভুলব না ..............।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:১৩

মা.হাসান বলেছেন: ল ভাই , কোথায় বেশি ভালো আয়না পাওয়া যায়? বিলাতে না আম্রিকায়? একজনেরে গিফট করতে হবে।

৩৬| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:


শতশত উঁচুমানের ব্লগারেরা সামুকে এতদুর এনেছেন; আপনাদের মতো লোকজন গতকাল এসে সামুতে আবর্জনা পোষ্ট করছেন, কুকুরের ছবি পোষ্ট করছেন; কুকুরের জীবন আপনাদের জীবনের প্রতচ্ছবি

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:১৬

মা.হাসান বলেছেন: হায় হায়, আপনি শুধু কুকুরটাই দেখলেন! মার্কার দিয়ে দাগ দেয়ার পরেও লেজটা দেখলেন না! আপনার চোখ নিয়ে তো দুশ্চিন্তায় পড়ে গেলাম। উহা আমাদের জাতীয় সম্পদ, অবহেলা করবেন না।
আবার আসতে ভুলবেন না।

৩৭| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


@ল ,

কিছু বলার আগে, সব সময় ভাববেন, আপনার অনেক বই প্রকাশিত হয়েছে, আপনি একজন অথার!

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:১৯

মা.হাসান বলেছেন: ধূর, আপনার স্মৃতি শক্তিও দেখছি কমে গেছে। মনে পড়ে --



গুনি লোকদের লেখা হতেও সুগন্ধ ছড়িয়ে পড়ে।
আবার আসতে ভুলবেন না।

৩৮| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



আপনি যা ইচ্ছে, তাই করে বেড়াচ্ছেন, সামুর কিন্তু মালিক আছেন; উনারা এখানে শিবিরের ফার্ম খুলে বসেননি।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:২৩

মা.হাসান বলেছেন: আপনার উপরেও মালিক আছে!! কার এত সাহস!!
আচ্ছা আপনার জানা মতে কোথাও কি ডোডো পাখির ফার্ম আছে? আমার না, খুব শখ , একটা ডোডো পালবো।
আবার আসটে ভুলবেন না।

৩৯| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:


সামুর মতো সাইট চালাতে অনেক টাকা দিতে হচ্ছে, শ্রম দিতে হচ্ছে, আপনি যে ইহাকে কুকুরের ছবি দিয়ে ভরছেন, সেটা কিন্তু মালিক পক্ষের গায়ে লাগবে।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:২৬

মা.হাসান বলেছেন: আহারে ছবিটা মনে হয় বদলাতে হবে, লেজটা মনে হয় পরিস্কার আসে নি, আপনি গুনি মানুষ নিজ গুনে ওটাকে কুকুরের ছবি না ধরে কুকুরের লেজের ছবি ধরে নিন না।
আহারে কার না কার নরম গায়ে লেগেছে, ইশ, একটু শরষের তেল থাকলে মালিশ করে দিতাম।
আবার আসতে ভুলবেন না।

৪০| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:২২

আদিল ইবনে সোলায়মান বলেছেন: ধীরে ধীরে খেলা জমতাছে!!!!! আরো কিছুক্ষণ চললে মন্দ হবে না।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:২৭

মা.হাসান বলেছেন: চলুক, লম্বর দিয়ে যেয়েন।

৪১| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনার আবর্জনার জন্যই যদি সামু ১৪ বছর এখানে থেকে থাকে, আপনি উহাকে কুকুরের ছবি দিয়ে ভরে দিন; মালিকেরা দেখুক।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৩০

মা.হাসান বলেছেন: আহারে, ভেবেছিলাম লো ব্লাড প্রেসার, এখন মনে হচ্ছে চোখেও প্রেসারের সমস্যা । দুবার লেজের কথা বলার পরেও, মার্ক করে দেয়ার পরেও লেজ বাদ দিয়ে বডিটাই দেখছেন। গ্লুকমার টেস্ট করিয়েছেন কখনো?
আবার আসতে ভুলবেন না।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১:০১

মা.হাসান বলেছেন: ও ছার, আপনি কি চলিয়া গেলেন? আমার এই নিম্ন মানের গার্বেজ পোস্ট আর কে পড়িবে? পিলিজ, আবার আসতে ভুলবেন না।

৪২| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৪৯

দ্যা বাকের ভাই বলেছেন: আই এম অন ২’০ ভার্সন

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৫৭

মা.হাসান বলেছেন: বাকের ভাই, আপনের পুস্ট কিন্তুক মুই পড়ছি কইলাম, হেই বিষয়ে তো আফনের ভ্যাফক অবিগগতা, যা হোক পুস্টে আমারে বাদ দেয়ায় ভ্যাফক দইন্যভাদ।
আপনেরে লেরালব্বই দিলাম। একশই দেতাম, তয় আপনে আমারে লম্বর দেতে ভুইলে গেছেন, তাই এক লম্বর কাটা।

৪৩| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


*************************************************************

যাঁরা সামুর সফটওয়ার লিখেছেন, যাঁরা ইহাকে ম্যানেজ করেন, যাঁরা ইহার মালিক, তাঁরা নিশ্চয় ইহাকে কুকুরের ছবি লোড করার জন্য শ্রম ও মেধা দিচ্ছেন না; আপনার ব্যক্তিত্ব নেই বলে, সামুতে আপনি এসব করে বেড়াচ্ছেন।

**************************************************************

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১:১৩

মা.হাসান বলেছেন: শুনছিলাম আপনি স্যাটেলাইট ডিজাইন করেন, সামুর সফটওয়্যার আপনি লিখেন নাই? না না, অত বিনয় দেখানোর প্রয়োজন নাই। মনে হয় কোডিঙের সময় শুধু ডোডোপাখির ছবির অপশনের বদলে যে কোন প্রানির ছবি দেয়ার কোড লেখা হয়েছিল। একটা ফুঁ দিয়ে দেন না, তাহলেই তো কোড সংশোধন হয়ে যায়।
আহা চোখের উপর বড় চাপ, এখনো লেজ টা দেখতে পারছেন না। এক কাজ করেন, খানিক ক্ষন জি-বাংলা দেখে আসেন, চোখের উপর চাপ কমবে, আবার সব পরিস্কার দেখতে পাবেন।
আবার আসতে ভুলবেন না।

৪৪| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনার মতো লোকজন আসলে ব্লগারদের জন্য বিপদজনক; আপনার দলের লোকেরাই ব্লগিং'এর বিরোধী করে আসছে; যেসব ব্লগারের প্রাণ হারায়েছেন, ব্লগ থেকে তাঁদের তথ্য কারা দিয়েছে, কারা নিয়েছে, সেগুলো চিন্তার বিষয়।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১:৪৬

মা.হাসান বলেছেন: আম্রিকার কত সৌভাগ্য আপনার মতো চিন্তাশীল লোক ওখানে বাস করে। ব্লগের কত সৌভাগ্য আপনি ব্লগের হাল ধরেছেন, ব্লগের খুটিনাটি নিয়ে এত চিন্তা করেন। ব্লগার হত্যাকান্ডের কয়েকটির তদন্ত চলমান, আপনি সরকারের কাছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারবেন, সরকারের উচিৎ আপনাকে বিমানের একখানা বিজনেস ক্লাসের টিকেট পাঠানো। আপনার চিন্তার গভীরতা দেখে আমি শিহরিত।
আবার আসতে ভুলবেন না।

৪৫| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:


যেঁসব ব্লগারেরা প্রাণ হারায়েছেন, ব্লগ থেকে কেহ না কেহ তাঁদের তথ্য নিয়ে গেছেন; তাঁদের লেখা পছন্দ হয়নি বলেই তাদের তথ্য নেয়া হয়েছে; আপনাদের মতো লোকজনই এসব ধরণের কাজ করেছে।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১:৫৬

মা.হাসান বলেছেন: ছার আপনি নিশ্চয়ই খুব মাছের মাথা খান। এই জন্য আপনার মাথা এত বড়। পুরাটাই মগজ। এরকম জ্ঞানীদের কথা শুনলেও পূন্য।
আবার আসতে ভুলবেন না কিন্তু।

৪৬| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমি দেখি, এই ধরণের পোষ্ট আপনি কতবার দিতে পারেন, এবং ব্লগারেরা ও সামু এগুলোকে কিভাবে দেখেন!

০২ রা আগস্ট, ২০১৯ রাত ২:০০

মা.হাসান বলেছেন: ছার বেশি দেখলে আবার আপনার চোখে চাপ পড়বে।
তবে আপনি আগামি মডারেটর, আপনি না দেখলে কে দেখবে।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ২:০১

মা.হাসান বলেছেন: ছার দুঃখিত, আবার আসতে ভুলবেন না বলতে ভুলে গেছি।
আবার আসতে ভুলবেন না।

৪৭| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:


দেখি, সামুতে কত কুকুরের ছবি লোড হয়!

০২ রা আগস্ট, ২০১৯ রাত ২:০৪

মা.হাসান বলেছেন: কমেন্ট কিন্তু রিপিট হয়ে যাচ্ছে। আপনাদের দিকে জাতি তাকিয়ে আছে, প্রশ্নফাঁস জেনারেশন কিন্তু একন হয়তো সব পোস্টে কুকুরের ছবি কুকুরের ছবি বলে কমেন্ট দিতে পারে।
নতুন করে কি শুধু লেজের ছবি একটা দিয়ে দেব? নাকি লেজ দেখতে পেয়েছেন?
আবার আসতে ভুলবেন না।

৪৮| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগে ব্লগারদের নিয়ে পোষ্ট দিচ্ছেন, কুকুরের ছবি লোড করছেন; এগুলো খুবই নীচু ব্যক্তিত্বের কাজ; নীচু ব্যক্তিত্বের মানুষ ভয়ংকর ক্ষতিও করতে পারে, এরা আনপ্রেডিক্টেবল।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ২:০৭

মা.হাসান বলেছেন: ব্লগারদের নিয়ে পোস্ট কোথায় দিলাম, তেলাপোকা যেরকম পাখি, ডোডোরাও সে রকম ব্লগার। এরা ব্লগিঙের কলঙ্ক । নুতন করে পোস্ট দেব? নাকি আরেকবার পড়ে আসবেন?
আহা, এই চোখ নিয়ে একনাগাড়ে ২০০ মাইল ড্রাইভ কি করে করেন!!
আবার আসতে ভুলবেন না যেন।

৪৯| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:


আপনার পোষ্ট, আপনার ব্যক্তিত্ব, আপনার নীচু আচরণ ইত্যাদি আসলেই অন্য ব্লগারদের জন্য ভয়ানক রিস্কের ব্যাপার।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ২:১২

মা.হাসান বলেছেন: সাধু সাধু,
আমার চেহার, যে বস্তিতে থাকি এর বিবরণ এসব বাদ পড়ে গেল যে, অ্যাড করে নেন না প্লিজ।
আবার আসতে ভুলবেন না।

৫০| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:


আপনি সামুকে কেয়ার করেন না, বাকী ব্লগারদের কেয়ার করেন না, যা ইচ্ছে তাই লিখে ব্লগারের বিপক্ষে পোষ্ট দিয়ে যাচ্ছেন; আপনি ভয়ংকর নীচু ব্যক্তিত্বের মানুষ; ভয়ানক ব্যাপার।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ২:১৬

মা.হাসান বলেছেন: কমেন্ট কিন্তু আবার রিপিট হয়ে যাচ্ছে, নতুন কিছু বলেন।
তবে জ্ঞানিদের মুখে একই কথা বারবার শুনতে খারাপ লাগে না।
পর পর দু কমেন্টে কুকুর বাদ গেল। তাহলে লেজ দেখতে পেয়েছেন মনে হচ্ছে।
কায়দাটা কি? সোজা করে কেমনে?
আবার আসতে ভুলবেন না যেন।

৫১| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ২:২২

চাঁদগাজী বলেছেন:


আপনার কথার ধরণ, আচরণ, কেয়ারহীনতা, সবকিছু নির্দেশ করে যে, আপনি শিবিরের লোক, ভয়ানক

০২ রা আগস্ট, ২০১৯ রাত ২:২৭

মা.হাসান বলেছেন: ছার , এটাও রিপিট কমেন্ট নতুন হলো না।
নবীন জেনারেশন বড় আশা নিয়ে তাকিয়ে আছে।

আবার আসতে ভুলবেন না।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ২:৫৬

মা.হাসান বলেছেন: স্যার কি চলে গেলেন? বড় আশা ছিল আপনি আজকে আমার পোস্টে কমেন্টের সেঞ্চুরি করবেন।
পিলিজ আবার আসতে ভুলবেন না।

৫২| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৩:১১

কানিজ রিনা বলেছেন: ব্লগটা বাচাল প্যাচালে গরম।
চাঁদগাজীর ধৈর্যের প্রশংসা
না করলে কিরম হয়।
মা হাসান আপনারও প্রশংসা
দিলাম। জ্ঞানীরা বেশী প্যাচাল
পারে বুঝি?
ফান পোষ্ট ধরে নেওয়ার অনুরোধ
রইল কারন অনেক অনেক হি হি
হি শব্দ করলাম। আপনার শিবির
উপমাটা মজা পাইলাম। রাজনীতিক
কাজে শিবির উপমা জয়ের লক্ষন।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ৩:২২

মা.হাসান বলেছেন: ভাই, এই ম্যাওপ্যাও পোস্টে পা দেয়ায় অনেক ধন্যবাদ।
এই ম্যাওপ্যাও পোস্টে গাজী সাহেব চিল্লা দিয়ে গেলেন (চল্লিশের বেশিই হবে মনে হয়), আমি সেঞ্চুরি আশা করেছিলাম।
উনি জ্ঞানী লোক, প্যাচাল পাড়েন না, জ্ঞান বিতরন করেন। ভালো শ্রোতা আজকাল আর কই।
শিবিরদের তো আবার অনেকে বিয়াই বানাতে চায় আজকাল। আমার আবার বাচ্চা নাবালক, বিয়াই হবার সমস্যা।
ব্লগে মাঝে মাঝে ক্যাচাল হওয়া ভালো বলেই আমার মনে হয়। না হলে ব্লগ পানসে মনে হয়।
আবারো ধন্যবাদ।
আপনাকে ১০০ দিলাম, আপনিও লম্বর দিয়ে যেয়েন।

৫৩| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৩:১১

বলেছেন: @হাসান ভাই, আয়না দিয়ে কি করবেন --- বাঘের সামনে আয়না ধরার গল্প মনে পড়ে গেলো।

@ গাজী সাব, কাউকে কোনকিছু ট্যাগ করার আগে ভাবা উচিত আপনি একজন বিরাট, উঁচু মানের ব্লগার আরও গুজবে কান দিবেন না।।।

পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মান দেখানোর জন্য সামুতে একটা সেশন চালু করতে হবে।।।।।


০২ রা আগস্ট, ২০১৯ রাত ৩:২৯

মা.হাসান বলেছেন: ল ভাই, আবার আসায় অনেক ধন্যবাদ। আহমেদ ছফার বিরুদ্ধে একবার কবি শামসুর রাহমান খারাপ কিছু বলায় ছফা বলেছিলেন- আমর যদি কোনদিন টাকা হয় আমি গুরুকে একটা আয়না কিনে দেব যেন উনি নিজের চেহারা দেখতে পারেন।
আমিও তেমনি আমাদের এক ওস্তাদের জন্য একটা আয়না কিনতে চাচ্ছিলাম, এই আর কি।
গুনীরা কি যেন একটা কথা বলে না- যে শিশু সমালোচনার মাঝে বেড়ে ওঠে সে কোন কিছুতেই ভালো কিছু দেখতে পায় না - নাকি এরকম কিছু একটা।
ভালো থাকবেন।

৫৪| ০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



ল বলেছেন, " @ গাজী সাব, কাউকে কোনকিছু ট্যাগ করার আগে ভাবা উচিত আপনি একজন বিরাট, উঁচু মানের ব্লগার আরও গুজবে কান দিবেন না।। "

-ট্যাগ করার কিছু নেই, এরাই ২০১৩ সালে পুরো বাংলাদেশে মানুষ পোড়ায়েছে, ট্রেন পোড়ায়েছে; ১৯৭১ সালের এদের বড় ভাইয়েরা পাকলিস্তানীদের পক্ষে যুদ্ধ করেছে। এদের সাথীরা ব্লগার হত্যা করেছে।

০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৪:৩৩

মা.হাসান বলেছেন: আপনি ফিরে আসায় প্রীত হলাম, চিন্তায় ছিলাম
পোড়ানোর ঘটনা নতুন, ভালো হচ্চে, বাকি কিন্তু সব পুরাতন কমেন্টই ঝাড়লেন। কপি-পেস্ট করে তো পিগমি আর ডোডোরা, আপনার মতো স্যাটেলাইট ডিজাইনারের জন্য কি মানায়?
আবার আসতে ভুলবেন না।

৫৫| ০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


@কানিজ রিনা,
আপনি বলেছেন, " ব্লগটা বাচাল প্যাচালে গরম। চাঁদগাজীর ধৈর্যের প্রশংসা না করলে কিরম হয়। মা হাসান আপনারও প্রশংসা
দিলাম। জ্ঞানীরা বেশী প্যাচাল পারে বুঝি? ্

-এই শিবির কেন ব্লগে এই ধরণের পোষ্ট দিচ্ছে, সেটা নিয়ে তো কইছু বললেন না; ২০১৩ সাল সাল থেকে কারা ব্লগার হত্যা করেছে?

০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৪:৪৫

মা.হাসান বলেছেন: সবার কি আর আপনার মতো বিশ্লেষনী বুদ্ধিমত্তা আছে, আপনার বুদ্ধির আলোয় জগৎ উদ্ভাসিত। দেখেও শান্তি।
আবার আসতে ভুলবেন না।

০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৫:১৯

মা.হাসান বলেছেন: ছার, প্রায় পোনে এক ঘন্টা হয়ে গেল আপনি আমাকে আশীর্বাদ করেন নি। ভালো আছেন তো? এতক্ষণ আপনাকে না পেয়ে খারাপ লাগছে। আবার কখন আসবেন? আসতে ভুলবেন না প্লিজ।

৫৬| ০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৫:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: কাউকে হেয় করে, ব্যাঙ্গ করে পোস্ট করব, মন্তব্য করা ঠিক নয়। ব্লগের মতো সামাজিক প্লাটফর্মে এসব ভালো দেখায় না।
ম.হাসান ভাই, আপনার গল্প মাঝেমধ্যে পড়ি। আপনি ভালো লিখেন। আপনার কাছে এইসব আজাইরা পোস্ট, বিতর্ক আশাকরি না।
চাঁদগাজীকে শ্রদ্ধা করি। তিনি প্রবীণ, এবং মুক্তিযোদ্ধা হিসেবে শ্রদ্ধা ডিজার্ভ করেন। তিনার রাফ-টাফ মন্তব্য সম্পর্কে আমরা প্রায় সবাই'ই অবগত। এটা নিয়ে বলার কিছু নেই। :||

তবে লাইক নিয়ে কিছুদিন আগে তিনি যে পোস্ট দিয়েছিলেন বা যেটা বলেছেন, সেটা নিয়ে এভাবে রিয়েক্ট করার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না।
"না পড়ে লাইক দেওয়া তো নিজের সাথেই প্রতারণা করার শামিল" পড়লাম না, ভালোমন্দ বুঝলাম না; লাইক দিয়ে দিলাম! এটা ঠিক নয়।


# সংগত কারণেই মন্তব্য করতে চাচ্ছিলাম না। এইসব ক্যাচালের পোস্টে মন্তব্য করলে মাল্টি নিক থেকে আজেবাজে ভাষায় গালিগালাজ করা হয়।
ভেবেছিলাম, হয়তো কিছুক্ষণ পর পোস্ট মুছে ফেলবেন।

০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৫:২৮

মা.হাসান বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
ব্লগে বিভিন্ন চিন্তার মানুষ আসবে। সবাই লিখুক তার নিজের মতো করে। নিয়ন্ত্রনের দায়িত্ব মডারেটরদের। কে কি লিখতে পারবে আর পারবে না, কে কি লাইক দিতে পারবে আর পারবে না এটা মডারেটর ঠিক করাই ভালো।

পোস্ট থাকুক, মুছবো কেন? কপি করে রাখা আছে।

৫৭| ০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



@জুনায়েদ বি রাহমান ,

১৪ বছরের ইতিহাস নিয়ে এই সামু ব্লগ; এই শিবিরের সাহস দেখেন, সে সামুর নিয়ম ভেংগে কিভাবে এই রকম পোষ্ট দিচ্ছে; এদের বড় ভাইরা ১৯৭১ সালে বাংগালীদের হত্যা করেছে, মেয়েদের ধর্ষণ করেছে।

০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৫:৪৫

মা.হাসান বলেছেন: কমেন্ট কিন্তু আবার কপি-পেস্ট হয়ে গেল। কোন নিয়ম ভাঙা হলো তাও কিন্তু জাতিকে দেখালেন না। আপনার মতো পথ প্রদর্শকরা জাতিকে না শেখালে জাতি শিখবে কি করে?
আবার আসতে ভুলবেন না।

৫৮| ০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৫:৩৭

ডার্ক ম্যান বলেছেন: ব্লগ আর ফেসবুক গুলিয়ে ফেললে সমস্যা ।ব্লগে কেউ পরিচিত পায় তার নিজের গুণে আবার কেউ বা তার আচরণের জন্য ।

০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৫:৪৮

মা.হাসান বলেছেন: ওটা মনে হয় ফেসবুক না, ট্যুইটার হবে। বাজারে গুজব কেউ কেউ ট্যুইট করে জগদ্বিখ্যাত হয়েছেন। এদের কারো কারো ট্যুইটের ড্রাফট নাকি কোন সব ব্লগের ব্লগাররা লিখে দেন।এই ব্লগেই এই তথ্য পেয়েছিলাম। ভালো তো, মন্দ কি।

৫৯| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৪৩

রাজীব নুর বলেছেন: এরকম পোষ্ট গুলো আমার কাছে বিরক্তকর লাগে।

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৩

মা.হাসান বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, আপনি স্পষ্টবাদি লোক। পোস্টটা কি কন্টেটের কারনে বিরক্তিকর নাকি কমেন্টের কারণে নাকি কমেন্টের জবাবের কারনে?
আবহাওয়া দেখেছে, এই আবহাওয়ায় বাইরে বের হওয়া কঠিন।

৬০| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৫০

ঢাবিয়ান বলেছেন: সবচেয়ে প্রত্থম কমেন্টটাতো আমি করসিলাম । সেইটা কই ? পাঠকের প্রতিক্রিয়ার মন্তব্যে ১০০ তে ১০০, আরোগ্য ৯০/১০০। ফাতেমা আপা এবং কানিজ আপুর কমেন্টে পাঁচ তারা। সুশীল ব্লগার যারা এই পোস্টে জ্ঞান দান করতে এসেছেন, তাদের বলতে চাই যে এটা প্রশ্নফাশ জেনারেশন কাম শিবিরের পোস্ট । এই পোস্টে সময় নষ্ট না করে মানবতার আম্মার একনিষ্ঠ সমর্থক চাঁদগাজী এবং তার আরো দশটা মাল্টি নিকের পোস্টে যেয়ে জ্ঞানলাভ করার অনুরোধ করা হল।

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:০৪

মা.হাসান বলেছেন: আপনার মন্তব্য আছে, ব্লগে ডিজাইনটা এমন ভাবে করা যে কোন পোস্টে গেলে শুধু শেষের ৫০টা কমেন্ট আগে দেখায়। কাজেই কোন পোস্টে ৫১টা কমেন্ট থাকলে প্র‌থমটা বাদ দিয়ে পরেরগুলা দেখায়। ঐ যায়গায় লিংক থাকে আগের কমেন্ট দেখার, ক্লিক করলে সব কমেন্ট ই দেখাবে। তবে আসল কথা বড় গাছের পাশে ছোট ছোট গাছ যে রকম চোখেই আসে না, সে রকম ব্লগের বিশিষ্ট বুূজুর্গদের পাশে অন্যদের মন্তব্য নিষ্প্রভ দেখাবে।
পাঠকের প্রতিক্রিয়া পোড় খাওয়া ব্লগার। আরোগ্যর সেন্স অফ হিউমার অসাধারণ। ফাতেমা আপা বরাবর ফাইভ স্টার কমেন্ট করেন, কানিজ আপা আমার পাতায় আজ প্রথম, উনিও অসাধারণ।
সরকার শুনলাম পুনরায় পাঠ্যপুস্তক বদলাবে। নতুন বই না দিয়ে ব্লগের 'ভিভেক'দের লেখা ও কমেন্টগুলো এক করে ছাপিয়ে বই আকারে বের করলে ছাত্ররা কিছু শিখতে পারতো।
ফিরে আসায় অনেক ধন্যবাদ।

৬১| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


@ঢাবিয়ান ,

সামু আপনার ও মা হাসানদের গুণে পপুলার ব্লগে পরিণত হয়ুনি; আপনাদের চেয়ে শতগুণে ভালো ব্লগারেরা ১৪ বছর ইহাকে মানুষের কাছে পরিচিত করেছেন। মা হাসান সামুতে এই ভাষায় কোন ব্লগারের নামে পোষ্ট দিতে পারে না; আপনার সেই জ্ঞানটুকু না থাকায় এই ধরণের শিবিরের লোককে সাপোর্ট করছেন। আপনাদের ১৪ গোষ্টী বাংলাদেশ চাহেনি।

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:১২

মা.হাসান বলেছেন: তওবা, মা. হাসান বা ঢাবিয়ান কি ব্লগার নাকি, যাদের নিজেদের পপুলারিটি নাই তারা ব্লগকে পপুলার বানাবে কি করে? আমিতো শুনেছি আপনার মতো চিন্তাশীল লেখকদের লেখা পড়ার জন্য নাকি ব্লগে এলিয়েনরাও অ্যাকাউন্ট খুলেছে।

মা হাসান সামুতে এই ভাষায় কোন ব্লগারের নামে পোষ্ট দিতে পারে না

পোস্ট আবার পড়ে আসলাম, কারো নামতো খুঁজে পেলাম না!! ম্যাগনেটিজমে আবেশ বলে একটা কথা আছে। চুম্বকের পাশে লোহা রাখলে চুম্বকের প্রভাবে লোহার মধ্যেও কিছুটা চুম্বকত্ব দেখা যায়। আপনার পবিত্র কমেন্ট পড়তে পড়তে আমারো চোখ কি আপনার পবিত্র চোখের আবেশ নিয়ে নিলো? হালেলুইয়া!!
আবার আসতে ভুলবেন না।

৬২| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৭

নতুন নকিব বলেছেন:



পিগমি, ম্যাওপ্যাও, ডোডো পাখি, জিংজিং, লিলিপুটিয়ান, প্রশ্নফাঁস জেনারেশন, জামাত শিবির ইত্যাকার অরুচিকর শব্দের প্রয়াগে কথায় কথায় ব্লগারদের উপহাস, তুচ্ছ তাচ্ছিল্য এবং হেয়প্রতিপন্ন করার অশুভ পরিণতি প্রত্যক্ষ করতে হচ্ছে আমাদের। এগুলো খুবই দু:খজনক। আসুন, অপরকে, ভিন্নমতের কাউকে অসম্মান করার মানসিকতা পরিহার করি আমরা। একে অপরের প্রতি পোষণ করি সুধারণা। শ্রদ্ধা এবং ভালোবাসায় কাছে রাখি প্রত্যেককে। কাছে থাকি প্রত্যেকের।

০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:০২

মা.হাসান বলেছেন: একজন লোক দাওয়াত খেতে যাবার পর খাবার সময় দাঁতের নিচে এলাচ পড়ার পর বলছে- এহ হে, কি সব দিছে, মুখটা কেমন বিশ্রি গন্ধে ভরে গেল, বাড়ি যেয়ে একটা পিয়াজ খেয়ে মুখ শুদ্ধ করতে হবে।
মানুষের রুচির ভিন্নতা থাকে। পিগমি, ম্যাওপ্যাও, ডোডো পাখি ... এসব শব্দ আপনার কাছে অরুচিকর, আবার হয়তো কারো কারো জন্য এসব শব্দ ব্যবহার না করে একটা লাইন লেখাও কষ্টকর।
ব্লগের নীতিমালায় বলা আছে '' চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল (conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।'' প্রথম অংশে বিশাল স্বাধীনতা দিয়ে পরের অংশে স্পীড ব্রেকার বা ব্রেক দেয়া হয়েছে, আমার কাছে এটি অনন্য মনে হয়। মুশকিল হলো ব্যক্তিস্বাধীনতার ডেফিনেশন। আমার ভালো না লাগলেই যদি আমি মনে করি ব্যক্তিস্বাধীনতা ক্ষুন্ন হয়েছে তবে মুশকিল।
ব্লগের নীতিমালা ব্যক্তিগত আক্রমন অনুমোদন করে না। এই পোস্টটিতে কারো নাম উল্লেখ করা হয় নি। আমি এটাকে ব্যক্তিগত আক্রমনমুলক পোস্ট হিসেবে মনে করি না। তবে আমার বা আর কারো মত চূড়ান্ত না, মডারেটরের সিদ্ধান্তই চূড়ান্ত। কারো আপত্তি থাকলে ব্লগে সিস্টেম আছে মডারেটরকে রিপোর্ট করার, বারবার এসে অশালীন ভাষায় আক্রমন ব্লগের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
এই পোস্টটিতে ভোর ১টা থেকে ৩:৩০ পর্যন্ত একটি নিক থেকে অনেকগুলি অত্যন্ত অশ্লীল গালিগালাজ সম্পন্ন কমেন্ট করা হয়েছিল। আমি কমেন্ট গুলো মুছে দিয়েছি এবং এবিষয়ে মডারেটরকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।
এই পোস্টের কিছু কমেন্টে আমাকে ব্লগারদের হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই বিষয়টিও আমি মডারেটরদের দৃষ্টিগোচর করতে চাই।
আপনি আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার মানুষ। আপনার কমেন্টের পর এই পোস্ট ড্রাফটে নিতে পারলে খুশি হতাম। তবে যেহেতু একাধিক ইস্যুতে মডারেটরদের হস্তক্ষেপ প্রয়োজন, ওনারা না দেখা পর্যন্ত এটা না করাই ভালো হবে মনে করি।
যাযাকাল্লাহু খায়র।

৬৩| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১২:০০

ভুয়া মফিজ বলেছেন: আপনার পোষ্ট পড়ার জন্য খুব আগ্রহ নিয়ে এসেছিলাম। অবস্থা দেখি গুরুচরণ!! ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির থেকেও বেশী গরম এখানে! গায়ে ফোস্কা পরার আগেই পালাই। ;)
ভাউরে ভাউ.....গরমে থাকা যাচ্ছে না। আমি শীতের দেশে থাকি তো, গরম এমনিতেই বেশী লাগে! :P

পালানোর আগে বলি....নকিবভাইয়ের মন্তব্যটি বিশেষভাবে প্রনিধানযোগ্য!

০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩২

মা.হাসান বলেছেন: একলোক লেকচার দিচ্ছে - আমি আমেরিকা, রাশিয়া, চীন, জাপান... সব ঘুরেছি।
--তাই নাকি ভাই, তা হলে তো আপনার ভূগোল বিষয়ে জ্ঞান অনেক।
-- আরে আমি তো ভূগোলেও কয়েকবার গিয়েছি।

কাকে বলে উদাহরন সহ ব্যাখ্যা কর- এই এক লাইন দিয়ে কেউ কেউ যা পারে, অনেকের পক্ষে সেটা ৫০ টা কমেন্টে ৫০ x ৩= ১৫০ লাইনেও করা সম্ভব হয় না। :P
এখানেই ভুয়া আর আসলের ফারাক, আমার পক্ষে আসল হওয়া অসম্ভব। :|

৬৪| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, আপনি স্পষ্টবাদি লোক। পোস্টটা কি কন্টেটের কারনে বিরক্তিকর নাকি কমেন্টের কারণে নাকি কমেন্টের জবাবের কারনে?
আবহাওয়া দেখেছে, এই আবহাওয়ায় বাইরে বের হওয়া কঠিন।

আমি স্যরি। তখন মন মেজাজ খারাপ ছিল। তাই এরকম মন্তব্য করেছি। এগেই স্যরি।

০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৫

মা.হাসান বলেছেন: সরি বলার কিছুই নেই রাজীব ভাই, মন ভালো থাকলেও যদি কোন পোস্ট ভালো না লাগে তবে সত্য বলাতে সমস্যা দেখি না।
হয়তো রাস্তায় আপনার সাথে একদিন দেখা হয়ে যাবে , আপনি আমাকে চিনবেন না, আমি কিন্তু আপনাকে ঠিকই চিনে ফেলবো।
ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা।

৬৫| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: সব গুলো মন্তব্য খুব মন দিয়ে পড়লাম।

০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৭

মা.হাসান বলেছেন: বেশিরভাগ ক্ষেত্রে পোস্টকে প্রানবন্ত করে তোলে কমেন্ট। কিন্তু এই পোস্টটা মনে হয় কমেন্টের ভারে মরে গেছে।
আবারো ধন্যবাদ।

৬৬| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৮

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী আপনি বয়েজেষ্ঠ ব্লগাার, একজন
মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে আমি প্রথম
থেকেই সম্মান করি। কিন্তু এই পোষ্টে আপনি
যে ক্যাচালে জড়িয়েছেন তা সত্যি বেমানান।
যদি ধরে নিতেন এটা ফান পোষ্ট তাহলে
অন্যরকম আনন্দ বা বিনোদন হতে পারত।
আগে দেখতাম আপনাকে কেউ গালাগাল
দিলে বেশ নমনীয় জবাব দিতেন ফান
করতেন, এখন এত চটে যাচ্ছেন কেন?

জুনায়েদ বি রহমান, নতুন নকিবের সাথেও
একমত। আপনিও কমতি কিসে ধর্মীয় কোনও
সুন্দর পোষ্টেও আপনি হটকারী মন্তব্য করেন
প্রায় পোষ্টের মন্তব্য আপনি তুচ্ছ তাচ্ছিল্য
হটকারী করে বসেন। অথচ আপনার যে
কোনও পোষ্টে তারাই ভদ্র ভাবে মন্তব্য
দিয়ে আপনাকে সম্মান জানায়।
আপনি অবশ্যই তা বুঝতে পারেন আমার
ধারনা ব্লগে অনেক অনেক জ্ঞানী
ব্লগার আপনাকে সমীহ করেন।
তাদের পোষ্টেও আপনি তুচ্ছ মন্তব্য মেড়ে
চলে আসেন এটা কি ঠিক?

০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৭

মা.হাসান বলেছেন: মন্তব্যকারিদের কেউ ফিরে এসে মন্তব্য করলে ভালো লাগে।
এই পোস্টে শ দুই ভিউ হতো, সর্বোচ্চ গোটা বিশেক কমেন্ট পড়তো, পরের দিন সবাই এটার কথা ভুলে যেত। এই পোস্ট ওনার কি সমস্যা করেছে উনি জানেন। আমরা ব্লগার , পুলিশ না, কাউকে 'দেখে নেয়া' আমাদের কাজ বলে মনে করি না। কোন পোস্ট ভালো না লাগলে একবার বললেই মিটে যায়, পোস্ট নোঙরা মনে হলে অ্যাডমিনকে জানানোর সিস্টেম আছে। ক্যাচাল করা ভালো মনে করি না।
নকিব ভাই আমার খুব শ্রদ্ধার মানুষ। ব্লগার জুনায়েদ বি রহমানের কিছু লেখা সম্প্রতি পড়েছি, ভালো লেগেছে।
সম্প্রতি কোন ধর্মিয় পোস্টে তুচ্ছ মন্তব্য করেছি বলে মনে পড়ছে না, কাজেই অনুমান করছি পোস্টের ২য় অংশ আমার উদ্দেশ্য লেখা না, এর পরেও কোথাও আপনাকে আঘাত করে থাকলে ক্ষমাপ্রার্থী।
অনেক শুভ কামনা।

৬৭| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:০০

নূর আলম হিরণ বলেছেন: সামুর দুর্দিনের এই ধরনের পোষ্ট সামুকে আরো ক্ষতিগ্রস্ত করছে। এগুলো থেকে বিরত থাকুন।

০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৪

মা.হাসান বলেছেন: এই ধরণের বলতে কি বুঝিয়েছেন বুঝলাম না। কোন বিশেষ ধরণের পোস্ট ব্লগের জন্য খারাপ হলে মডারেটররা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে মনে করি। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।

৬৮| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তিনটা গর্বেজ পোস্ট আলোচিত পেজে। মুডটাই নষ্ট।


হিরো আলমও নায়ক, আপনারাও ব্লগার আর কাভাও মডু। বিনোদন.....

০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩১

মা.হাসান বলেছেন: এই পোস্ট আলোচিততে যাবার কৃতিত্ব আমার না। বিষয়টা আমারো ভালো লাগছে না। এই মুহূর্তে ড্রাফটে নিয়ে পরে ফেরৎ আনতে পারি, তাহলে কি কাজ হবে? ড্রাফট পোস্ট ফেরৎ আনার বিষয়ে আমার ধারনা নাই। পোস্ট মুছে ফেলা সম্ভব না কারন অনেক গুলো কমেন্টের বিষয়ে অভিযোগ করা হয়েছে। অনুগ্রহ করে জবাব দেবেন।

৬৯| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্ট ড্রাফট করাই বেটার।


[নতুন ব্লগ লিখুন" অংশে ক্লিক করে "আমার ড্রাফট" অপসন থেকে "এডিট করুন"(এডিট করুন|মুছে ফেলুন) থেকে আবার রিপোস্ট করতে পারবেন।]

০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৫

মা.হাসান বলেছেন: ধন্যবাদ।

৭০| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



@কানিজ রিনা ,

আপনারা জামাত-শিবিরের পক্ষে ছিলেন আজীবন।

৭১| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



@কানিজ রিনা ,

আপনি এই শিবিরকে প্রশ্ন করেছিলেন, কেন সে এই সামুতে এই পোষ্ট দিলো? আপনারাও '৭১ এ বাংগালীদের বিপক্ষে ছিলেন।

৭২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাকে নিয়ে লিখেছেন তিনি সহজে পরাস্ত হবার লোক নহেন।

তবুও ভাল যিনি কিছু শিখে থাকে।

০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪১

মা.হাসান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন কুকুরের লেজ সোজা হয় কি না। আপনার প্রশ্নও একই রকমের। জবাব সহজ। খুব হয়। তবে যিনি কুকুর পোষেন তিনি যদি বলেন আমার বাঁকা লেজের কুকুরই বড় মানবিক, সোজা হবার দরকার নেই; তবে কুকুরের লেজ সোজা করা যাবে না।
অনেক শুভ কামনা,

৭৩| ১৬ ই মার্চ, ২০২০ রাত ৯:০৫

শের শায়রী বলেছেন: হাজিরা দিয়ে জানিয়ে গেলাম, উপস্থিতি ;)

২৫ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৪

মা.হাসান বলেছেন: ইহা হাজিরা দিবার পোস্ট নহে, সতর্ক হইবার পোস্ট। আপনার হাজিরা গ্রহণ করা গেলো না :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.