নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n

মা.হাসান

মা.হাসান › বিস্তারিত পোস্টঃ

প্যারাডক্স, অ্যান্টিথিসিস, ও অমিয় বাণী

১৩ ই জুন, ২০২০ রাত ৯:৪৮

(শেষ পর্যন্ত না পড়ে লাইক/রিপোর্ট বাটনে ক্লিক না করার জন্য অনুরোধ করা গেল। আমি কমেন্ট মুছতে পারি, লাইক/রিপোর্ট মোছার ক্ষমতা আমার নাই। )

(ছবি- পেনরোস ট্রায়াঙগল, Gotschuchen, Austria সূত্রঃ http://www.roz.at/rozweb/Tribar.htm)

প্যারাডক্স বলতে আমরা এমন একটা স্টেটমেন্ট বা শব্দ গুচ্ছ বুঝি যার মধ্যে আপাতভাবে কন্ট্রাডিকশন আছে। উদাহরণ না দিলে বিষয়টা পরিষ্কার হবে না। যেমন আপনাকে আপনার এক বান্ধবী বাসায় ফোন করেছেন, আপনি গলা শুনে রঙ নাম্বার বলে রেখে দিলেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন কে? আপনি বললেন - কেউ না। (মহিলারা মোটেই মিথ্যেবাদী না, ওনারা সত্য কথা বলেন-- অমুক ভাই ফোন করেছিল। আপনি ভদ্র লোক হলে শালাকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন।)
এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায় যেমন -- অভিজ্ঞতা ছাড়া চাকরি হবে না ।
আয় বাড়াতে চাইলে খরচ কমাও। ইত্যাদি ।
আমার প্রিয় প্যারাডোক্সিকাল শব্দ গুচ্ছ--- সাহসী বিবাহিত পুরুষ ।

সাহিত্যে এর প্রচুর প্রয়োগ আছে যেমনঃ

''I can resist anything but temptation.” – Lady Windermere's Fan, Oscar Wilde
''All animals are equal, but some are more equal than others''-- Animal Firm, George Orwell



এন্টি থিসিস বলতে আমরা বুঝি বিপরীত মুখী দুটি আইডিয়াকে এক জায়গায় ব্যবহার করা'
যেমনঃ
''লাখে লাখে সৈন্য মরে, কাতারে কাতার, শুমার করিয়া দেখি চল্লিশ হাজার দেখিল মর্দ চল্লিশ হাজার '' -- সোনাভানের পুঁথি (?)

''কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই''-- জীবিত ও মৃত, রবীন্দ্রনাথ

''In my beginning is my end''-- Four Quartets-- East Coker- T S Eliot

''… it was the age of wisdom, it was the age of foolishness ..'' A tale of two cities, Charles Dickens

Fair is foul, and foul is fair:
Hover through the fog and filthy air. -- Macbeth-- Shakespeare

সাময়িকভাবে এই বাক্য গুলো পড়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে; তবে সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে দেখা যায় আসলে , গভীরে গেলে, এই বাক্যগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।


সাম্প্রতিক সময়ে এন্টিথিসিস এর সবচাইতে সুন্দর প্রয়োগ দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী হযরত শেখ হাসিনা এবং ওনার যোগ্য মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের বক্তব্যে --





দুজনের বক্তব্যই সত্য, এই বিষয়ে কোন সন্দেহ নেই। এখানে আপাতদৃষ্টিতে কন্ট্রাডিকশন আছে মনে হলেও আসলে কোনো কন্ট্রাডিকশন নেই। বিষয়টি বুঝতে গেলে আমাদেরকে আরেকটি (আসলে দুটি হলেও একটি) মহান বাণী ঘুরে আসতে হবেঃ






যারা যারা নৌকায় চড়েছেন তারা শক্তি অর্জন করেছেন, করোনা থেকে মুক্তি পাবেন। যারা চড়তে পারেননি তারা সমস্যায় আছেন ।

হ্যাঁ, বলতে পারেন যারা নৌকায় করেছেন তাদের মধ্যেও কেউ কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হতেই পারে, এটি বড় কোন সমস্যা না । এগুলোকে আত্মত্যাগ বলা হয়। বৃহত্তর ও জনগণের স্বার্থে কেউ কেউ আত্মত্যাগ করছেন ।

ছোট মুখে এত বড় কথা আপনাদের ভাল লাগবে না জানি। গান শোনেন, মন ভালো হবে।



মন্তব্য ৬৭ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:৫৫

বিজন রয় বলেছেন: মানুষের মুখ আছে তাই কথা বলে আর খায়।

১৩ ই জুন, ২০২০ রাত ১০:০০

মা.হাসান বলেছেন: ব্লগারদের কি বোর্ড আছে, ইহা দিয়া লেখা যায়, কিন্তু তাহাতে পেট ভরে না। :(

প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: আমি যদি পোষ্ট টা বিনোদন হিসেবে নিই আপনি কি রাগ করবেন?

১৩ ই জুন, ২০২০ রাত ১০:২০

মা.হাসান বলেছেন: রাজীব ভাই , আমি যদি রাগ করি , তবে কি আপনি আমাকে নিয়ে কবিতা লিখবেন? :`>

যা হোক, আমি ব্লগে আসি বিনোদনের জন্য। কাজেই আরেকজন বিনোদন প্রত্যাশির উপর রাগ কেমন করে করি।

আমার জানা মতে আপনার উপর কেহই রাগান্বিত না। নূরু ভাইও না।
ভালো থাকুন, সতর্ক থাকুন।

৩| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:১৬

রাফিন জয় বলেছেন: এইডা কী দিলেন ভাই! প্যারাডক্সের এমন চমৎকার ব্যবহার হয় আগে দেখিনি! আর কন্ট্রাডিকশন নাই মানে?! মিয়াঁ প্যারাডক্সই প্যারাময়ী কন্ট্রাডিকশন ব্রো!

১৩ ই জুন, ২০২০ রাত ১০:২৩

মা.হাসান বলেছেন: রাফিন জয় ভাই, আপনার জয় হউক। আপনি নির্ভয়ে থাকুন। আপনি তো আকিকার সময় হইতেই নৌকায় উঠিয়া আছেন।

৪| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:৩৮

ঢাবিয়ান বলেছেন: ‘করোনার এ সময়ে সুযোগ–সুবিধা থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে রোগী ফেরত দেওয়া মানবতাবিরোধী কাজ’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

১৪ ই জুন, ২০২০ রাত ১২:১৯

মা.হাসান বলেছেন: মাননীয় তথ্য মন্ত্রীর কাছে দেশ-বিদেশের অনেক তথ্য থাকে। উনি মনে হয় সিঙ্গাপুর-আম্রিকা-বিলাতের কথা বুঝাইয়াছেন। মানবতা বিরোধীরা ঐ সব দেশে পালাইয়াছে। বাংলাদেশে রোগী ফেরৎ যাবার কোনো ঘটনা নাই। যদি কিছু শুনেন তবে গুজব জানিবেন।

৫| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:৫৭

কৃষিজীবী বলেছেন: এই পোষ্ট পড়া মাত্রই, প্রফেসর সাহেব এর হাম্বাআআআআআআআ! পোষ্টের একটা লাইন মনে পড়লো,
আসলে গরু তো, কখন কি বলে ঠিক নাই।

১৪ ই জুন, ২০২০ রাত ১২:৪৯

মা.হাসান বলেছেন: নূহ নবীর কিস্তিতে মনে হয় গরু, কাউয়া সবই ছিলো। 8-|

১৪ ই জুন, ২০২০ রাত ১২:৫৪

মা.হাসান বলেছেন: প্রফেসর সাহেব গরুর ডাক দিয়াছেন ভালো কথা, কিন্তু কুকুরের ডাক দেয়াটা ভালো হয় নাই, কপিরাইট না পেটেন্ট কি যেন লংঘন হয়েছে। ব্লগার নীল আকাশের এই পোস্ট টা পড়লে হয়তো বিষয়টা আরো পরিস্কার হবেঃ ব্লগীয় ম্যাঁওপ্যাঁও চরিত্র কথন-

সময় পেলে আমি প্রফেসর সাহেবের ব্লগে যেয়ে লিংক দিয়ে আসার চেষ্টা করবো।

৬| ১৩ ই জুন, ২০২০ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা রাজাকারদের গাড়ীতে বাংলাদেশের পতাকা উড়ানোটা বন্ধ করেছেন। উনি ছিলেন গৃহবধু, উনি বাংলাদেশকে সুইডেন করতে পারবেন না; তবে, যারা ইহাকে আফগানিস্তান বানাচ্ছিলো, তাদের সাময়িকভাবে থামায়েছেন। করোনা বন্ধ করার মত দক্ষ সরকার উনার নেই।

ব্লগে মিলাদ করলে করোনা থেকে যাবে।

১৪ ই জুন, ২০২০ রাত ১২:৫৬

মা.হাসান বলেছেন: স্যাড়, আপনি ফোন না করিলে পোস্টে আসয়া কমেন্ট করিবেন না বলিয়াছিলেন।




আমার এই পোস্টে খুব করিয়া আপনার একটি পবিত্র কমেন্ট চাহিতে ছিলাম। আপনার ফোন নম্বর জানা নাই। ইন্টারনেট খুঁজিয়া জনাব ডোলান্ড ট্রাম্পের ফোন নম্বর পাহিলাম 917.756.8000।

আপনার নম্বর এর আগেরটা হবার কথা অর্থাৎ 917.756.7999 । ঐ নম্বারে ফোন করিলাম , কেহ ধরিলো না। অবশেষে একটি ম্যাসেজ রাখিয়া আসিয়াছিলাম।



আপনি যে ম্যাসেজ পাইয়া এই গরীবের পোস্টে চরণ ধূলী দিলেন তাহাতে আমি ধন্য।

১৪ ই জুন, ২০২০ রাত ১:০২

মা.হাসান বলেছেন: মাননীয় প্রধান মন্ত্রী হজরত শেখ হাসিনা রাজাকারদের গাড়ীতে বাংলাদেশের পতাকা উড়ানোটা বন্ধ করিয়াছেন, সত্য; কিন্তু কিসিঞ্জারের দালালদের আম্রিকা যাওয়া ঠেকাইতে পারেন নাই। আম্রিকার চরিত্র হইতে অনুমান করা যায় তাহারা এই দালালদের একদিন কলার খোসার মতোই ডাস্ট বিনে ফেলিয়া দিবে। সেই দিন গো আজম গংদের সহিত জাতি উহাদের এক গর্তে গাড়িয়া ফেলিবে আশা রাখি।

আপনি অনলাইনে মিলাদ পরিচালনা করিতে পারেন। তাবারুক হিসাবে ভিটামিন টি অর্থাৎ ডানোর প্রিয় ট্যাবলেট হাইড্রক্সিক্লোরোকুইন দিতে পারেন। যাহারা এখনো নৌকায় উঠিতে পারে নাই তাহারা আনন্দের সহিত আপনার মিলাদে শরিক হইবে আশা করি।

৭| ১৩ ই জুন, ২০২০ রাত ১১:২৭

বিজন রয় বলেছেন: @ লেখক বলেছেন..... আমার জানা মতে আপনার উপর কেহই রাগান্বিত না।

আমি মানতে পারলাম না... রাজীব নুরের উপর আমার রাগ আছে।

১৪ ই জুন, ২০২০ রাত ১:০৬

মা.হাসান বলেছেন: বড় কষ্ট পাইলাম। উনি তো নিয়মিত কবিতা লিখেন। কবিদের উপর আপনি রাগ করিবেন ইহাও আমাকে বিশ্বাস করিতে হইবে? যাহা হউক, রাগের এক খানা কারণই খুঁজিয়া পাইতেছি। আপনি এখনই ওনাকে আপনার এক খানা ছবি পাঠান, আমরা ওনাকে অনুরোধ করিবো আপনাকে লইয়াও একখানা কবিতা লিখিতে।

৮| ১৩ ই জুন, ২০২০ রাত ১১:২৯

বিজন রয় বলেছেন: অমীয় বাণী..... আসলে অমিয় বাণী হবে।

১৪ ই জুন, ২০২০ রাত ১:০৭

মা.হাসান বলেছেন: অনেক ধন্যবাদ। কোথায় যেন শুনিলাম আজকাল বানাম ভূল হইলেও মডু জেনারেল করিয়া দিতেছে। এখনই ঠিক করিয়া লইতেছি।
আসলেই অনেক ধন্যবাদ।

৯| ১৪ ই জুন, ২০২০ রাত ১২:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু একটা বলতে চেয়েছিল,সেটা বোঝা যায় নৌক,শেখ হাসিনা ইত্যাদি শব্দ থেকে।কিন্ত কোথায় যেন একটা ভয়,তাই তালগোল পাকিয়ে ফেলেছেন

১৪ ই জুন, ২০২০ রাত ১:১০

মা.হাসান বলেছেন: ভয় নয় ভাই, শোক। শোকে জাতি বাক্য হারা। আমারো কিছু গোল পাকাইয়াছে। চেষ্টা করিবো ভালো করিবার। অনেক ধন্যবাদ।

১০| ১৪ ই জুন, ২০২০ রাত ১২:১১

আরোগ্য বলেছেন: আমি সাঁতার পারি না তাই নৌকায় চড়িতে ভয় পাই। আর নৌকায় যে বোঝা আজকাল কে জানে কখন কে ফুটা করিয়া দেয় :P
ইংলিশ প্যারাডক্সগুলো সব পাঠ্যবইতে পড়িয়াছি।

শেষের গানটা খুব পছন্দের B-)

১৪ ই জুন, ২০২০ রাত ১:১৭

মা.হাসান বলেছেন: সাতার জানুন আর না জানুন, নৌকার বিকল্প নাই। নৌকা যাহারা ফুটা করার চেষ্টা করিবে দুধ চা খেয়ে তাদের গুলি করে দেবো। আপনি শেষ চেষ্টা হিসেবে গাজী ছারের মিলাদে অংশগ্রহন করিতে পারেন।

আপনি তো আর বাহাত্তরের ম্যাট্রিক ফেল না যে পড়িবেন না।
আমার ইনজেরি জ্ঞান কম। সোনাভানের পুঁথি ছাড়া অন্য কিছু দেখা হয় নাই।

পর্দা ওয়ালাকে বেপর্দা করার গান কাহাদের পছন্দ হয় আমরা জানি। ব্লগে লুলদের তালিকা করা হইতেছে। সাবধান। B:-/

১১| ১৪ ই জুন, ২০২০ রাত ১:১৩

জেন রসি বলেছেন: হা হা....মজা পেলাম।

১৪ ই জুন, ২০২০ রাত ১:১৯

মা.হাসান বলেছেন: আপনার মজা পাওয়ার নিমিত্ত হতে পেরে আমি আনন্দিত। :D
অনেক ধন্যবাদ।

১২| ১৪ ই জুন, ২০২০ রাত ১:১৭

নেওয়াজ আলি বলেছেন: দুইজনেই বাংলা খেয়ে বক বক করেছে একটা বলে করোনা শক্তিধর আরেকটা বলে আমরা শক্তিধর ।তাদের সরকারের তালিকায় আওয়ামী লীগ রাজাকারের শীর্ষে।

১৪ ই জুন, ২০২০ রাত ১:২৩

মা.হাসান বলেছেন: নেওয়াজ ভাই দিব্যি করে বলছি, কখনো বাংলা-ইংরেজি-ধেনো কিছুই খাইনি। তবে অনেক দিন বিটিভির খবর শুনি না বলে ব্রেন ঠিক মতো কাজ করছে না। আর দুজন? আপনি আর কার কথা বললেন? পোস্ট তো একাই লিখেছি। :||

১৩| ১৪ ই জুন, ২০২০ সকাল ১০:৩১

সাইন বোর্ড বলেছেন: এক কথায় দারুণ প্রাণবন্ত আয়োজন !

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:২৮

মা.হাসান বলেছেন: ধন্যবাদ সাইনবোর্ড ভাই। কবিরা সব সময়েই প্রানবন্ত হন, কাজেই এই সামান্য আয়োজন আপনার প্রানবন্ত মনে হইতেছে। যাহা হউক, এমন উৎসাহের জন্য পুনরায় ধন্যবাদ।

১৪| ১৪ ই জুন, ২০২০ সকাল ১১:১৫

হাবিব ইমরান বলেছেন:

প্রথম ছবিটা দেখেই মাথায় গিট্টু লেগে গেল ৷তারপরের ছবিগুলো দেখে গিট্টুতে গিট্টুতে পুরাই জড়াজড়ি অবস্থা। ওবায়দুল সাহেব সবসময় একটু ইউনিক থাকার চেষ্টা করেন ৷সম্ভবত তিনি নোয়াখালীর মানুষ, তাই হয়তো। কিন্তু গতকালের হেভিওয়েট নেতাদের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং ধর্মপ্রতিমন্ত্রী সাহেব মারা যাওয়ায় হজরত শেখ হাসিনার বক্তব্যের সাথে ওবায়দুল সাহেবের বক্তব্যের গিট্টু লেগে যেতে পারে ৷ওবায়দুল সাহেব তখন নতুন একটা লজিক নিয়ে আসবেন, আর আমরা সাধারণরা তুমুল করতালি দিয়ে বাহবা দিতে থাকবো। বলুন, মারহাবা। :D

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:০৩

মা.হাসান বলেছেন: আপনি ঠিক ধরেছেন, ম্যাথ বা সাইন্সের প্যারাডক্স আর সাহিত্যের প্যারাডক্স এক না, ম্যাথের প্যারাডক্স মানেই ভিতরে ফাকি আছে। ওটা একটা ইমপসিবল কন্সট্রাকশন। নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে এরকম দেখায়। সাইড ভিউ এর ছবি আমি খুঁজে পেলাম না, তবে সিমিলার একটা আর্কিটেকচার আছে পার্থে, এটার ছবি নিচে দিলাম--
সামনে থেকে

পাশ থেকে

মূল স্ট্রাকচার

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:১৪

মা.হাসান বলেছেন: জননেতা ওবায়দুল কাদের সাহেব ওনার সিম্পল লাইফ স্টাইলের জন্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মেয়েদের মাঝে ওনার জনপ্রিয়তা কত তা ইডেন কলেজের যে কারো কাছে জানতে পারবেন। সৎ মানুষ, সৎ গেটাপ, সৎ কথা বার্তা দিয়ে উনি সবার হৃদয় জয় করেছেন।
সাবেক স্বাস্থ্য মন্ত্রী মহোদয় তো করোনায় মারা জান নাই, করোনা থেকে ভালো হয়ে গিয়েছিলেন। এর পর হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন।
ধর্ম প্রতিমন্ত্রী সাহেব মনে হয় হজ এজেন্সি গুলোর দুশ্চিন্তায় ইন্তেকাল করেছেন।

যা হোক, জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য যাই হোক না কেন, আমি আগাম মারহাবা বলে রাখলাম।

১৫| ১৪ ই জুন, ২০২০ সকাল ১১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মা. হাসান ভাই আকবর ভাই ;) আবার প‌্যারাডক্স ;)
বুঝলেন না আপনার গানের দুষ

পর্দানাসীকো বে পর্দা না করদো তো তো তো
আকবার মেরা নাম হ্যায়ি হ্যায় শোনার পর থেকে কনফিউশন লুপে আছি ;)

মা হাসান, ভাই কি আকবর ভাই (রিভার্স রিপিট)
কোন সে পর্দা উঠাতে চেয়েছিলেন সাতান্নর ভয়ে বেপর্দা হলেন না :P

+++++

১৪ ই জুন, ২০২০ রাত ৮:৪৪

মা.হাসান বলেছেন: ভৃগু ভাই, পর্দাওয়ালাদের যারা বেপর্দা করিতে চায় তাহাদের নাম পাল্টাইয়া নূহ নবীর কিস্তি হইতে নামাইয়া দেয়া হইবে।

যাহারা কিস্তিতে উঠিয়া আছে (যেমন আকবর ) তাহারা কাহাকেও ভয় খায় না।

১৬| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:২৭

কাওসার চৌধুরী বলেছেন:



'প্যারাডক্স, অ্যান্টিথিসিস, ও অমিয় বাণী' শিরোনামে দেখে ভেবেছিলাম অন্তত আমিয় বাণী কয়েক ডজন হইবেক! করোনাকালে এমন মহান বাণী পড়িয়া নিজের চিত্তকে আন্দোলিত করিতে পারিতাম এবং অশেষ নেকি হাসিল করিতাম। তয়, ট্রায়েঙ্গে যেসব উচ্চমার্গীয় বয়ান পেশ করিলেন তাতে কিন্তু কম বিনোদিত হইনি। এদেশে হযরত, হিযরত, আল্লামা, আলহাজ্ব, চেতনাবাজ, স্বপনবাজ, তৈলবাজ, মোমবাতিবাজ আরো কত তেলেসমাতি কারবার হচ্ছে এসব বিশেষণ ব্যবহার করে। সরকার এই রেসে বাদ পড়লে চলে? তাই তো তিনাদের পবিত্র বদন থেকে কতশত মহান বানী বাইর হয়!

আল্লামা আমীরে দুনিয়া থুক্কু আমীর হামযা (রাঃ) এর বয়ান মুবারক শুনুন। এই মহান বাণী শুনলে দুনিয়া ও আখেরাতে অশেষ সওয়াব মিলবে। এবার একখান দিল ঠান্ডা করা সঙ হুনাই মেরে মেহবুব কেয়ামতসে।

১৪ ই জুন, ২০২০ রাত ৯:১৫

মা.হাসান বলেছেন: ওজনদার বাণী হইলে একখানাই একশত, ডজন ডজনের দরকার নাই।
চিত্তকেই আন্দোলিত করেন আর কিছু আন্দোলিত করিয়েন না।
কিশতির নাম লইলেই পূন্য সঞ্চয় হয়।

হযরত আমীর হামজার মহান বানী শুনিয়া আমার হৃদয় আপ্লুত হইয়া গেল, চোখে অশ্রু ধরিয়া রাখিতে পারিলাম না।
আমাকে অশেষ নেকির ভান্ডারের সন্ধান দেয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। ঐ ভিডিও দেখার পর ইউটিউব আমাকে আরেকটি ভিডিও দেখার জন্য প্রস্তাব দিলোঃ
https://www.youtube.com/watch?v=cKZJyhOceFo
নেকি চুয়াইয়া চুয়াইয়া পড়িয়া যাইতেছে দেখিয়া আমি পুরা ভিডিও শেষ করিতে পারি নাই। ওনার মতো এত বড় বিশেষজ্ঞ ও বিজ্ঞানি যে দেশে আছে সে দেশের উন্নতি কেহ ঠেকাইতে পারিবেন। ওনার ভিডিও স্কুলের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করা উচিৎ।

১৭| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:১৯

ভুয়া মফিজ বলেছেন: আমি নিশ্চিত, ''সাহসী বিবাহিত পুরুষ'' বলতে আপনি নিজেকে না, আমাদের সবার প্রিয় একজন বেবী বুমারকে বুঝিয়েছেন। আমি সবসময়েই বিশ্বাস করি, আপনার মধ্যে আগ্নেয়গিরির ধ্বক আছে। বিশ্বাসটা বেহুদা নয় মোটেই। সেজন্যেই জর্জ অরওয়েল এর মতো করে বলতে ইচ্ছা করছে, ''All humans are equal, but some are more human than others''!!!

একটা পাজল দেই। Hobby of the king, king of the hobbies......কি বুঝাইলো বলেন দেখি?

নৌকা নিয়া কিছু বলার আগে শতবার চিন্তা-ভাবনা করবেন। আজকাল বাংলাদেশের নৌকাতেও নাকি 'হোরাসের চোখ' আকা থাকে। আগুনে জ্বলে-পুড়ে ছারখার হয়ে যেতে পারেন হোরাসের অভিশাপে!! :-B

১৪ ই জুন, ২০২০ রাত ১০:০৬

মা.হাসান বলেছেন: আমি নিশ্চিত, ''সাহসী বিবাহিত পুরুষ'' বলতে আপনি নিজেকে না, আমাদের সবার প্রিয় একজন বেবী বুমারকে বুঝিয়েছেন।

ব্লগে কমেন্ট বুমার আছেন, এক পোস্টে আট দশ বার কমেন্ট না লিখিয়া মনের ভাব প্রকাশ করিতে পারেন না, বেবি বুমারও আছেন না কি?

যা হোক সাহসী বিবাহিত পুরুষ এর বদলে আপনি প্রজ্ঞাবান বিবাহিত পুরুষ ফ্রেজ ও ব্যবহার করিতে পারেন। তবে দুই ক্ষেত্রেই ইহা প্যারাডক্স না অক্সিমোরন সেই বিষয়ে মতভেদ থাকিতেই পারে।
ব্লগের কাহারো কাহারো একই বোতলের দোস্ত ডানোর একখানা ডায়ালগ শোনেন-- The budget was unlimited, but I exceeded it. - DANO Trump


আপনার মধ্যে আগ্নেয়গিরির ধ্বক আছে।

আমি বহু বছরের বিবাহিত। এমনকি যা ছাই ছিলো তাহাও বাসন মাজিতে মাজিতে শেষ। আপনার কিছু আগুন অবশেষ থাকিলে সুমনা ভাবির কাছে দেখাইতে পারেন, বহুত ফায়েদা হবে।

অরওয়েলের ব্লগিও ভারশন শোনেন-- All dogs poo, but some dogs poo more than the others

Hobby of the king, king of the hobbies...
অত যদি ইনজিরি জানিতাম, ডানোর টয়লেট পরিস্কারের চাকরি কি আমি পাইতাম না?
ওসব ফোলাটোলা হবির কথা বলিবেন না। নিজেকে কিং বলিবার এত শখ কেনো?

যাহারা নৌকার সহিত দুশমনি রাখে তাহাদের তালিকা করা হইতেছে, বিদেশী দুতাবাস গুলিতে এই তালিকা পাঠানো হইবে। ইহাদের বাংলাদেশি পাসপোর্ট থাকিলে রিনিউ করা হইবে না, বিদেশি পাচপুট থাকিলে এনভিআর মিলিবে না। যাহারা দেশে আছে এদের থেরাপির জন্য ডিম্ব খরিদ করা হইতেছে। ডিম্বের টেন্ডারে অংশ নিতে পারেন।

১৮| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৪

অপু তানভীর বলেছেন: আপনের কথা কেনু শুনতান ? না পড়েই লাইক বাটনে টিপ দিলাম ! :D

১৪ ই জুন, ২০২০ রাত ১০:১৭

মা.হাসান বলেছেন: শতকরা ৯৭ জন কিশতিতে আছেন। যাহারা কিশতিতে উঠিয়া আছেন ওনারা লাইকে দিলে সমস্যা নাই।
আপনি নিশ্চয়ই ৯৭% এর মধ্যে । আরো এক কারণে আপনার সমস্যা নাই--

এছাড়া বিবাহিত ভাইয়া/ আপু মনিরা ''বিবাহিত সাহসী পুরুষ'' পড়িয়া লাইক/রিপোর্ট বাটনে ক্লিক করে কি না এই ভয় ছিলো।
আপনার স্ট্যাটাস উপরের লাইনের মধ্যে না বলেই অনুমান করি।

১৯| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৪:৪২

হাসান রাজু বলেছেন: প্যচাইয়া প্যচাইয়া সোজা কথাডা কইলেন । (ইয়েস ! প্যারাডক্স B:-) । আই ফাইচ্ছি। :#)

১৪ ই জুন, ২০২০ রাত ১০:২০

মা.হাসান বলেছেন: প্যচাইয়া প্যচাইয়া সোজা কথাডা কইলেন

প্যারাডক্সের অসম্ভব ভালো একটা উদাহরণ দিলেন। একেবারে অর্জিনাল।
অনেক ধন্যবাদ।

২০| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৬

পদ্মপুকুর বলেছেন: নোবডি ইজ পারফেক্ট, আই অ্যাম নোবডি।
প্যারাডক্সের প্যারায় আমিই আইজকা নোবডি হয়্যা গেলাম মনে হইতাছে B-)

১৫ ই জুন, ২০২০ রাত ১০:১৩

মা.হাসান বলেছেন: বাসায় যতক্ষণ থাকবেন নোবডি হইয়া থাকাই নিরাপদ :-<

অনেক ধন্যবাদ পদ্ম পুকুর ভাই।

২১| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:২১

পদাতিক চৌধুরি বলেছেন: আমি কি কম্মু বুঝতে পারতাছি না। পুরানো অভ্যাস! বিধিসম্মত সতর্কীকরণ না দেইখা লাইক বাটনে ক্লিক করাইছি।এবারটা খ্যামা কইরা দেন। সাথে সাথে মনে মনে ভাবতাছি আমার কমেন্টটাই বুঝি প্যারাডক্স হইয়া গেল।
অমিয় বাণীগুলো ভাললাগতাছে। আমরা তো একটাও বাণী মুখে বা মনে আনতে পারিনা। সেখানে আপনি একসঙ্গে এতগুলো আনলেন কেমন করে? জানতে ইচ্ছে করছে...

১৫ ই জুন, ২০২০ রাত ১০:৪১

মা.হাসান বলেছেন: আপসুস, আপনার কিশতিতে চড়ার সুযোগ নাই। আপনি আপাতত জগন্নাথের রথে চড়ার কোশেশ করিতে থাকুন।

বাণী তো আপনার দেশে কম আসে না--

মোদীজীর বাণী--

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাণী --

অমিত শাহর বাণী ---


পার্থ চট্টোপাধ্যায়ের বাণী--

শ্রমিক এক্সপ্রেস নিয়ে কথা আর নাই বললাম।

আমি হরলিক্স খাই। আপনিও খাইতে পারেন।

২২| ১৪ ই জুন, ২০২০ রাত ৮:৪১

শের শায়রী বলেছেন: ভালোই ফোন চালাচালি হচ্ছে তাহলে!!! হু গার্ড দ্য গার্ডস? X( । ভালো ভালো ....

১৫ ই জুন, ২০২০ রাত ১০:৪৪

মা.হাসান বলেছেন: হিংসা করেন কেন? নাম্বার তো দেয়াই আছে? আপনিও ট্রাই করেন না কেনো? :P

গান শোনেন--

২৩| ১৪ ই জুন, ২০২০ রাত ৮:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




লাইক বাটনে চাপ দিব দিব ভাবিতেছি, ঠিক সেসময় উপরের তীরন্দাজ ভূমিকা আমাকে ভূমিষ্ট করিল।
পড়িলাম এবং এইযাত্রা প্যারাডক্সের মাইর হইতে বাঁচিয়া প্রমাণ করিলাম যে মরি নাই!

কিন্তু পড়িতে পড়িতে আর ভাবিতে ভাবিতে টাহর করিলাম যে, স্বল্পদৈর্ঘ লেখাটি প্রকৃতই অনেক দীর্ঘ।

১৮ ই জুন, ২০২০ রাত ৯:২৭

মা.হাসান বলেছেন: এমন প্যারাডক্সিকাল মন্তব্য করিলে কিন্তু আমি আর খেলিবো না বলিলাম। ;)

২৪| ১৪ ই জুন, ২০২০ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: আমি হলাম মাকাল ফল। কোনো কাজেরই না আমি।
কবিতা লেখার ক্ষমতা আমার নাই। পারলে এত দিনে আমার কমপক্ষে ৩ টা কবিতার বই থাকতো।
দোয়া করবেন। কবিতা লেখার চেষ্টা অব্যহত আছে।

১৮ ই জুন, ২০২০ রাত ৯:৩১

মা.হাসান বলেছেন: আপনি ব্যান খাওয়ার পর লক্ষ লক্ষ পোস্ট আসিয়াছে , উহাতে হাজার হাজার ব্লগার শত শত কমেন্ট করিয়াছেন। নিজেকে মাকাল ফল বলিলে ওনাদের অপমান হয়।

কবিতার কথা বাদ দেন। আপনার পোস্ট গুলি একত্র করিলে কয়েক ভলিউম ডিকশনারির চাইতে বড় বই হইয়া যাইবে।

যাহা করিতেছেন, চালাইয়া যাইতে থাকুন। সমস্ত দুনিয়ার ব্লগাররা আপনার সাথে আছে।

২৫| ১৪ ই জুন, ২০২০ রাত ১১:২২

রাকু হাসান বলেছেন:



হাহাহাহাহা স্টাইল কিন্তু পছন্দ করি । ;) চলুক । :P

১৮ ই জুন, ২০২০ রাত ৯:৩২

মা.হাসান বলেছেন: ধন্যবাদ রাকু হাসান। দেখা যাক কতদূর চলা যায়।
সাথে থাকার জন্য আবার ধন্যবাদ।

২৬| ১৪ ই জুন, ২০২০ রাত ১১:২৯

মনিরা সুলতানা বলেছেন: পদধুলি নিতে এলাম ....
জীবন্ত বিশ্ববিদ্যালয়ের সাথে যাহার ডাইরেক্ট কানেকশন উহার জ্ঞানগর্ভ আলোচনায় যদি ছিটেফোটা কলমিলতা
মাধবী লতার ন্যায় সাবলীলতা লাইন ধরিয়া ধরা দেয় ;)
শেষ ভর্সা এখানেই ।

১৮ ই জুন, ২০২০ রাত ৯:৩৮

মা.হাসান বলেছেন:

এইটা ডানোর নাম্বার। ইনভাছছিটির নাম্বার তো উপরে দেয়াই আছে, ঐটা বিজি পাইলে ডানোকে ফোন করে ওনার চিফ অ্যাডভাইজারকে দিতে বলবেন- শাপলা-শালুক-কলমিলতা সব মিলবে। গুরুকে পাওয়ার জন্য মাঝখানে আড়াল রাখবেন কেন, নিজের কানেকশন নিজেই করে নেন না B-))

২৭| ১৫ ই জুন, ২০২০ রাত ১:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: একটা লাইক দিতে মন ভারলো না..!
নাইছ ভাই :D

১৮ ই জুন, ২০২০ রাত ৯:৪২

মা.হাসান বলেছেন: রিপোর্ট না করিয়া লাইক দেয়ায় অনেক ধন্যবাদ। :`>

মন ভরাইয়া ফেলিলে সমস্যা। আরো বেশি সমস্যা মন কাউকে পুরাপুরি দিয়া দিলে । B-))

সব সময়ে কিছু ফ্রি স্পেস রাখিয়া দিবেন।

২৮| ১৫ ই জুন, ২০২০ রাত ২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাংলাদেশের অর্থনীতিকে কানাডা ও থাইল্যান্ডের সঙ্গে তুলনা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন কানাডা ও থাইল্যান্ডের সমান।

আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ব্যর্থতা। কারন বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে, যেভাবে উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, তাতে আমাদের অর্থনীতি আমেরিকা কিংবা ব্রিটেনের সাথে পাল্লা দেয়া মত হতো। আর আজকে এসে জানলাম, আমাদের অর্থনীতি নাকি কানাডা আর থাইল্যান্ডের মত।

মনটা একদম ভেঙ্গে গেছে। দেখি বিকেলে যদি বৃষ্টি না হয় তাহলে বুড়িগঙ্গায় নৌকায় করে বেড়াবো। নৌকায় না উঠলে, ঘুরলে মন শান্ত হয় না। ভালো লাগে না।

১৮ ই জুন, ২০২০ রাত ১০:২০

মা.হাসান বলেছেন: মাননীয় অর্থ মন্ত্রী (এবং প্রাক্তন পরিকল্পনা মন্ত্রী) র কিছু পবিত্র বাণী (এবং ওনার সম্পর্কিত কিছু খবর) (লিংক ইত্তেফাক এবং প্রথমালুর)














কিছু গুজব-ষড়যন্ত্রের কারণে অর্থনীতির সমায়িক কিছু ক্ষতি হয়ে থাকতে পারে, মন বেশি খারাপ করবেন না, আমরা অল্প কয়েকদিনের মধ্যে আবার ফুটবলের র‌্যাঙকিঙের মতো সবাইকে ছাড়িয়ে যাবো।

আপনি বুড়ি গঙ্গায় নৌকায় উঠবেন/উঠেছিলেন জানতে পেরে মনটা অসম্ভব ভালো লাগায় ভরিয়া গেল । আপনার মাধ্যমে সমগ্র ব্লগার জাতির নৌকারোহন হইয়া গেল, আপনি সকল ব্লগারের মুক্তির কারণ হইয়া গেলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৯| ১৫ ই জুন, ২০২০ রাত ১০:৫১

শের শায়রী বলেছেন: আপনার মত সৌভাগ্য নিয়ে তো আর সবাই আসে নাই ভাইডি, সবাইর সব কিছু থাকে না :( নেন গান শোনেন

১৮ ই জুন, ২০২০ রাত ১০:২৮

মা.হাসান বলেছেন: রোমিও-জুলিয়েট, শিরি-ফরহাদ, লাইলি-মজনু, ত্রিস্তান-ইজল্ট, হেলেন-প্যারিস, ক্লিওপেট্রা-অ্যান্টনি, অর্ফিউস-ইউরিডাইস-- কার কাছে ফোন ছিলো? ইচ্ছা থাকলে উপায় হয়।

আর কিছু না হোক আপনি আপনার পোস্ট গুলোতো ওনার নামে উৎসর্গ করতে পারেন বা ওনার পোস্টে যেয়ে কমন্টের সাথে একটা করে গোলাপ উফার দিতে পারেন।

ভালোবাসার জয় হোক

৩০| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৭

করুণাধারা বলেছেন: পোস্টতো অনেক আগেই পড়ছি, কিন্তু এই কঠিন সময়ে এমন মাথা নষ্ট করা পোস্ট দেবার মানে কী? কোন মানে নাই!!! :|

ধরেন একজন মৃত্যুর আগে বললেন, এদেশে কেউ করোনায় মরবে না, বলে তিনি মরে গেলেন। তাহলে এটা আপনার কোন ক্যাটাগরিতে পড়ে?

এই পোস্ট পড়ে দেখেন কিছু বোঝেন নাকি!! view this link

১৯ শে জুন, ২০২০ রাত ১:২৫

মা.হাসান বলেছেন: এত সহজে মাথা নষ্ট হলে তো মুষ্কিল, কিছুক্ষণ বিটিভির খবর দেখে মাথা ঠিক করে নেন।

ধরেন একজন মৃত্যুর আগে বললেন, এদেশে কেউ করোনায় মরবে না, বলে তিনি মরে গেলেন। তাহলে এটা আপনার কোন ক্যাটাগরিতে পড়ে?

আল্লাহর মাল আল্লাহ নিয় গেলে ক্যাটাগরি দেখে কি হবে, তবে দেখতে পারেন কে কে ঐ বিদায়ে অশ্রু বিসর্জন দিলো।
এই জবাব ও পছন্দ না হলে সাইন্টিফিক ব্যাখ্যা দেখেন--
৩৫% এর মতো কেসে কোভিড-১৯ আক্রান্ত রোগীর RT-PCR রেজাল্ট নেগেটিভ আসতে পারে; ২০% এর মতো কেসে RT-PCR ফলস পজিটিভ দেখায়। কাজেই এক জন আলহাজ, আল তাহাজ্জুদ ব্যক্তি যদি বলেন আমার করোনা হয় নি, তবে টেস্ট রেজাল্ট ভুল হবার সম্ভাবনাই বেশি। এখন আপনি সহজ জিনিসকে প্যাচাতে পারেন, বলতে পারেন--যদি RT-PCR মাত্র ৬৫% কেসে ঠিক রেজাল্ট দেয় আর গন স্বাস্থ্যের কিট ৭০% কেসে ঠিক রেজাল্ট দেয়, তাহলে গন স্বাস্থ্যের কিটের সমস্যা কোথায়? সমস্যা হলো দামে। গনস্বাস্থ্যের কিট একটা সস্তা কিট। সস্তার বারো অবস্থা, এজন্য এটা ব্যবহার করা উচিৎ না।

লিঙ্কের পোস্ট আগেই পড়েছি, সময় পাই না তাই মন্তব্য করা হয় নি। শুধু এটুকু বলবো, দফতর বিহীন লোকদের কথায় কান দেবেন না।

৩১| ৩০ শে জুন, ২০২০ রাত ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: প্যারাডক্স, অ্যান্টিথিসিস ও অমিয় বাণীগুলো পড়ে বেশ কিছু নতুন কএ জানতে পারলাম বলে মনে হলো।
শেষ পর্যন্ত পড়ে তবেই 'লাইক' বাটনে ক্লিক করেছি। (এমনটাই সদা সর্বদা করি, আজ ইচ্ছে হচ্ছিল একটু ফাঁকি দিতে! কিন্তু শুরুতেই যে সতর্কবাণী ঝুলিয়েছেন, সেটা পড়ে আর তা করতে সাহস হলো না। :))

৩০ শে জুন, ২০২০ রাত ১০:০১

মা.হাসান বলেছেন: পোস্টে তেমন নতুন কিছু নেই, তবে মানুষ সরল পথে চিন্তা করে অভ্যস্থ ; কিন্তু আমার বাঁকা মন ( /:) )বলে বাঁকা ভাবে চিন্তা করি, সে দিক থেকে হয়তো কিছু জিনিস আপনার নতুন লাগতে পারে।

ব্লগে কিছু সরকারি চাকুরিজীবি আছেন। অনেক সময়ে কেউ কেউ প্রথমটা পড়েই বা ছবি দেখেই লাইক দেন। কোনো কোনো পোস্টে লাইক বিপদের কারণ হতে পারে। এজন্যই উপরের সতর্কবানী দেয়া। ব্লগে কমেন্ট বন্ধ রাখার অপশন আছে, লাইক বন্ধ রাখার অপশন থাকলে এই ধরণের পোস্টে লাইক বন্ধ রেখেই পোস্ট করতাম।

এই সুন্দর সময়ে (বলিতে আমি বাধ্য , ‘পজিটিভ’ না লিখিলে তরুণ, বয়স্ক, চিকিৎসকসহ নিজেও অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে) , পোস্ট টি পুরো পড়ার পর, লাইক দেয়ায় অনেক ধন্যবাদ।

৩২| ০৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: উধাও হয়ে গেলেন যে :(

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৫২

মা.হাসান বলেছেন: অনেক দুঃখিত। পেটের দায়ে বাঁধা। মাঝে মাঝে কাজের চাপ বেড়ে যায়। এবছরের বাকি সময়টা সম্ভবত ব্যস্ততার মধ্যেই যাবে, ব্লগে নিয়মিত আসা হবে না, সপ্তাহ-দুসপ্তাহে একদিন করে হয়তো সুযোগ পাবো।

আশা করি আপনি ভালো আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.