নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n

মা.হাসান

মা.হাসান › বিস্তারিত পোস্টঃ

করোনাকালের খবর

২০ শে জুন, ২০২০ রাত ৯:৪০

১)

ভুল জায়গায় জন্ম নিয়াছিলে হে বাপু, জায়গা মতো জন্মাইলে গার্ড অফ অনার পাইতে পারিতে।



২)
বাংলাদেশ-তাঞ্জানিয়া প্রশিক্ষণ চুক্তি করা হউক।



৩)

বড়োর প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।



৪)
আজ হইতে ফ্লাস করা বন্ধ করিলাম, আপনারাও করুন।



৫)
মডুরা তো এজন্যই সাময়িক পোস্ট দিয়া বছরের পর বছর চালাইয়া দিতেছে।



৬) বাপু হে, এখনো সময় আছে , তাহাজ্জুদের এহতেমাম করো।




৭)





৮)

মন্তব্য ৮৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ রাত ৯:৪৬

বিজন রয় বলেছেন: খবরের অভাব নেই।
প্রতি সেকেন্ডে খবর তৈরী হয়।

২০ শে জুন, ২০২০ রাত ৯:৫২

মা.হাসান বলেছেন: খবর প্রতি সেকেন্ডে তৈরি হয়, তবে ইদানিঙ বিনোদনের মাত্রা মনে হয় কিছুটা বাড়িয়া গিয়াছে।
অনেক ধন্যবাদ বিজন রয় ভাই :)

২| ২০ শে জুন, ২০২০ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: সবার শেষের টা-
তথ্যমন্ত্রী যা বলেছেন তার তুলনা হয়। তাকে পুরস্কার দেওয়া যেতে পারে।

২০ শে জুন, ২০২০ রাত ৯:৫৪

মা.হাসান বলেছেন: আল্লাহ সামর্থ দিলে ওনার বাণী গুলি সংগ্রহ করিয়া একখানা পুস্তক বাহির করিবার ইচ্ছা পোষণ করি।

৩| ২০ শে জুন, ২০২০ রাত ১০:১৮

আমি তিতুমীর বলছি বলেছেন:



টয়লেটে ফ্ল্যাশ বন্ধ!!!
তা আপনার কথা শুনে যদি এই কাম একবার করি তাহলে দ্বিতীয়বার কোথায় যাব বিশেষ নিম্নচাপে চাপে?

ভারত কেন আজ এত উন্নত বুঝলেন?
তারা মুক্ত আকাশে কাম সারে, ফ্লাশের প্রয়োজন নেই, করোনারও ভয় নেই।

২০ শে জুন, ২০২০ রাত ১০:২৭

মা.হাসান বলেছেন: করোনাকালে আপাতত টয়লেট কম ব্যবহার করবেন। যদি করতেই হয় তবে ঐ গবেষকের বাসায় যেয়ে করতে পারলে ভালো হয়। কারো কাছে ঐ গবেষকের ঠিকানা থাকলে শেয়ার করার অনুরোধ করে গেলাম।

প্রকৃটির ডাকে প্রকৃতির কাছেই ফিরে যেতে পারলে কতই না ভালো হতো :P

৪| ২০ শে জুন, ২০২০ রাত ১০:২১

করুণাধারা বলেছেন: ৮ নম্বর ছবি দেখে চোখে পানি চলে আসলো। এমন শক্তিমান, বুদ্ধিমান, তেলতেলে হাস্যমান মানুষটার কী করুন অবস্থা!!! সব ছবিই ভালো। আজকে কিন্তু আগে মন্তব্য করে তারপর লাইক দিব। আজ সকালেই শিক্ষা পেয়েছি, মন্তব্য করতে পারলে তবেই লাইক দিতে হবে!!

ঘটনাটা এরকম, সকালে উঠে একটা পোস্ট পড়ে মনে হল আমার অনেক কিছু লেখার আছে। প্রথমে লাইক দিয়ে মন্তব্য লেখা শুরু করলাম, ভুল পোস্ট থেকে এক একটা উদ্ধৃতি দিয়ে সেটার উপর আমার মত দিতে লাগলাম। অনেক সময় লাগলো, কারণ পোস্টের থেকে কপি পেস্ট করা যায় না দেখে আমাকে সময় নিয়ে উদ্ধৃতি দিতে হয়েছে হয়েছে। মনের মতো মন্তব্য লিখে পোস্ট করলাম। দেখি একখান মেসেজ:

একটা ভুল পাওয়া গেছে।
লেখক এই পোস্টে কোনো মন্তব্য গ্রহণ করবেন না।


এত কষ্টে লেখা পুরা মন্তব্য বরবাদ!! কষ্টটা এখন ডাবল হলো... কারণ এখন আবার মন্তব্য নিচ্ছেন!!

২০ শে জুন, ২০২০ রাত ১০:৪০

মা.হাসান বলেছেন: বদি সারের জন্য আমারো মনটা খুব খারাপ। আশা করি উনি শত্তুরদের মুখে ছাই দিয়ে একদিন পতাকা উড়িয়ে দেশের উন্নয়নের জন্য ঘুরে বেড়াবেন।

ব্লগে অনেক রকমের ফ্লাডিঙের অত্যাচারের কারণে অতিষ্ট হয়ে দু-একজন ব্লগার এই স্ট্রাটেজি নিয়েছেন যে নতুন পোস্ট দেয়ার পর যদি বেশ কিছুক্ষণ স্ক্রিনের সামনে না থাকেন তবে কমেন্ট ব্লক করে রাখেন, পরে ফিরে আসলে ব্লক তুলে নেন। আপনি সম্ভবত এই সমস্যার শিকার হয়েছেন।

অতীতে বড় কমেন্ট করার পর পোস্ট করতে যেয়ে দেখেছি অটো লগ আউট হয়ে গিয়েছি, কমেন্ট মুছে গিয়েছে। এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হচ্ছে, একটু বড় কমেন্টের ক্ষেত্রে, ''নতুন পোস্ট লিখুন'' হিসেবে কমেন্ট লিখুন, সেভ বাটনে ক্লিক করার আগে কন্ট্রোল + সি দিয়ে কপি নিন, এর পর সেভ করুন- করে দুর্ঘটনা ঘটে গেলেও কমেন্ট হারানোর আশঙকা থাকলো না।

মাননীয় অর্থ মন্ত্রীর একটা সুযোগ ছিলো রাজস্ব বাড়াবার-- ফেসবুক-টুইটার-ব্লগে লাইক দিলে তার উপর ট্যাক্স বসানো যেতো। যত দিন বসছে না ততদিন লোকে ম্যাওপ্যাও পোস্টে উস্টুমধাস্টুম লাইক দেয়া বন্ধ করবে না ।

৫| ২১ শে জুন, ২০২০ রাত ১২:১২

কাওসার চৌধুরী বলেছেন:



শেষ ছবিটা এই বাংলাদেশের গলাবজির সবচেয়ে বড় সাইনবোর্ড। প্রথম দু'টি ছবি শেষ ভরসা তথ্যবাবাকে দেখালে তিনার প্রতিক্রিয়া জাতি পাইতো! তিনি এখনো জনগনের কাজ করেননি বিধায় করোনা থেকে অল্প দূরত্বে আছেন। এই দূরত্ব যেন খুব বেশিদিন স্থায়ী না হয় সে প্রত্যাশা রইলো। তৃতীয় ছবিটা আমাদের সত্যিকারের চরিত্র দেখিয়ে দিয়েছে। বদিকে হসপিটালে দেখে আশ্বস্ত হলাম!

২১ শে জুন, ২০২০ রাত ১২:২১

মা.হাসান বলেছেন: তিনি এখনো জনগনের কাজ করেননি বিধায় করোনা থেকে অল্প দূরত্বে আছেন। এই দূরত্ব যেন খুব বেশিদিন স্থায়ী না হয় সে প্রত্যাশা রইলো।
আমিন। আমিন। আমিন।

বদিকে হসপিটালে দেখে আশ্বস্ত হলাম!

উনি বেশি দিন হাসপাতালে থাকলে দেশে গোলাপী রঙের ভিটামিন ট্যাবলেটের দাম বেড়ে যেতে পারে। আশা করি হাসপাতাল কতৃপক্ষ যুব সমাজের কষ্টের কথা মাথায় রেখে ওনাকে ভিটামিন বিতরন কাজ চালিয়ে যাবার মতো পরিবেশ তৈরি করে দেবেন।

৬| ২১ শে জুন, ২০২০ রাত ১২:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবইতো তেলতেলে ছবি !!
এত তেল আসে কইথ্যেইক্কা !!

২১ শে জুন, ২০২০ রাত ১২:২৪

মা.হাসান বলেছেন: নূরু ভাই, আমাকে এক ফেস বুক ব্যবহারকারি জানালেন, ফেসবুকের গবেষণা থেকে নাকি জানা গেছে, বিলাতে আপেলের চাষ হয় এই জন্য নিউটন সাহেব গ্রাভিটির সুত্র আবিস্কার করছেন। আমাদের দেশে প্রচুর শরিষার আবাদ হয়, এই জন্যই নাকি ...

৭| ২১ শে জুন, ২০২০ রাত ১২:৩৩

নতুন নকিব বলেছেন:



'ম্যাওপ্যাও' এখন মোটামুটি পরিচিত শব্দ (অন্ততঃ সামুতে!) হলেও 'উস্টুমধাস্টুম' কিন্তু একেবারেই নতুন পেলাম! দিনকে দিন বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে! এই শব্দটির স্রষ্টা কে? আপনি? অভিনন্দন!

তাহাজ্জুদের ইহতিমাম! তাও বুঝি ট্রাম্প মহাশয়ের!

-যাহা বলিয়াছিলেন! চোরা না শোনে......!

প্রকৃটির ডাকে প্রকৃতির কাছেই ফিরে যেতে পারলে কতই না ভালো হতো!

-উত্তম কথা!

ভারত কেন আজ এত উন্নত বুঝলেন?
তারা মুক্ত আকাশে কাম সারে, ফ্লাশের প্রয়োজন নেই, করোনারও ভয় নেই।

-আহ! বাদবাকি পৃথিবীবাসী এই বিষয়টা যদি একটু বুঝতো! ধন্যবাদ আমি তিতুমীরকে তার মন্তব্যের এই অংশের জন্য!

ভালো থাকবেন সবসময়, প্রিয় ভাই।

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:২৫

মা.হাসান বলেছেন: নকিব ভাই, শব্দ তৈরী গিয়ানী লোকদের কাজ। আপনি সামুতে পরিচিত যে শব্দের কথা বলেছেন তার স্রষ্টা গিয়ানি লোক। আমার মতো ম্যাওপ্যাও লোকের কিছু সৃষ্টি করা সম্ভব না। উস্টুম ধাস্টুম আমার তৈরী করা শব্দ না।

নারায়ন গঙ্গোপাধ্যায়এর টেনিদার বইয়ে আমি প্রথম 'উস্টুম ধুস্টুম' এর ব্যবহার পাই। পূর্ব বাঙলায় এটা একটু বদলে উস্টুম ধাস্টুম হয়ে গেছে। এর অর্থ- বড় আকারে, অনেক বেশি, ব্যাপক, লাগাতার এই রকম। যেমন উস্টুম ধাস্টুম মার দেয়া, উস্টুম ধাস্টুম খাওয়া দাওয়া এই আর কি।

ভারতীয়রা প্রকৃতি মাতাকে অত্যন্ত ভালোবাসে। এমনকি প্রকৃতির কাছে যাওয়ার সময়ে জামাতে যাওয়ার ঘটনাও আছে, এমন ঘটনা আমি ট্রেন থেকে প্রত্যক্ষও করেছি :``>>
বিশ্বাসীরা বিশ্বাসের সাথে রোজা রাখলে দুনিয়াতেও লাভ , আখেরাতেও প্রতিদান। কেউ যদি বিশ্বাস না করে উপবাস থাকে তবে আখেরাতের লাভ না পেলেও দুনিয়ার লাভ তো পেয়ে যাবে। সে রকম ডানো ট্রাম্প ও না হয় দুনিয়ার উদ্দেশ্যেই ...

অনেক শুভকামনা।

৮| ২১ শে জুন, ২০২০ রাত ১২:৪৪

শাহিন-৯৯ বলেছেন:


হাসাও মাহমুদের মত একজন মন্ত্রী দেখত পেয়েছি বলে হিটলারের তথ্য মন্ত্রীর ইতিহাস আজ ভুলতে বসেছি।

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৩

মা.হাসান বলেছেন: ট্যাংক নৃত্য পারদর্শী হাসানুল হক ইনু সাহেব তথ্য মন্ত্রী পদের জন্য যে উঁচু স্ট্যান্ডার্ড সেট করে গিয়েছিলেন, প্রথমে আমরা অনেকেই ভেবেছিলাম তা অতিক্রম করা যে কারো জন্য দুঃসাধ্য হবে। তবে জনাব হাচান মাহমুদ সাহেব সেই উচ্চতা শুধু অতিক্রমই করেন নাই, বরং তাঁর কর্ম কুশলতা দিয়ে ট্যাংক নৃত্য না জানার অভাব দূর করার পরেও বহু দূর চলে গিয়েছেন।

৯| ২১ শে জুন, ২০২০ রাত ১২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: বদি ভাই আপনার জন্য পরাণড়া পুড়ে ছাই । কিছু হলে কে দিবে ইয়ামির যোগান। আমাদের দেশের মত মন্ত্রী জিম্বাবুই এ সুযোগ পায়নি দুঃখ।

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৫

মা.হাসান বলেছেন: বদি ভাইয়ের জন্য মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডা-ফার্মেসি সব খানে দোয়ার আয়োজন করা হউক।
জিম্বাবুয়ের দুঃখের কথা বলিয়েন না। ঠিক নির্দেশনা পেলে ওরাও আমাদের মতো এগিয়ে যেতে পারবে।

১০| ২১ শে জুন, ২০২০ রাত ১২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: বদি ভাই আপনার জন্য পরাণড়া পুড়ে ছাই । কিছু হলে কে দিবে ইয়ামির যোগান। আমাদের দেশের মত মন্ত্রী জিম্বাবুই এ সুযোগ পায়নি দুঃখ।

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৭

মা.হাসান বলেছেন: ভবিষ্যতে বদি ভাইকে ক্যাবিনেটে চাই।

১১| ২১ শে জুন, ২০২০ রাত ১২:৫৫

কল্পদ্রুম বলেছেন: মাননীয় তথ্যমন্ত্রীর যুক্তিতে যুক্তি আছে।টয়লেটে ফ্ল্যাশ করলেও করোনা ছড়ায় বলতে সম্ভবত স্টুলের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর কথা বলতে চেয়েছে বোধহয়।কি জানি!হেডলাইনগুলো খুবই মিসলিডিং করে লেখা থাকে অনেক সময়।

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৯

মা.হাসান বলেছেন: ব্যানা হুদার সময় হইতেই দেখিয়া আসতেছি, তথ্য মন্ত্রণালয়ে তুখোড় বুদ্ধিমান ব্যক্তিকে মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়। এনারা প্রকৃত কর্মবীর; কথায় নয়, কাজে বড়। গত দুই টার্মেও ইহার ব্যতিক্রম হয় নাই।

ফিকাল মেটেরিয়ালের করোনাভাইরাস থাকিতে পারে। চীনা বিজ্ঞানীরা গবেষণা করিয়া দেখিয়াছেন টয়লেট ফ্লাশ করিলে এই ভাইরাসগুলি অ্যারোসলের মত বাতাসে ছড়াইয়া পড়িতে পারে। কাজেই করোনারুগী টয়লেট ব্যবহারের পর ফ্লাশ করিবার পরপরই সুস্থ ব্যক্তি টয়লেটে প্রবেশ করিলেন নিঃশ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তাহার শরীরে করোনা ভাইরাস প্রবেশ করিতে পারে।

১২| ২১ শে জুন, ২০২০ ভোর ৬:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: ১,২,৪,৬,৭ চরম বিনোদন। বাকিগুলো দুর্ভাগ্যজনক।

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৫

মা.হাসান বলেছেন: সবচাইতে দুর্ভাগ্যজনক কি জানেন--


আমি বড় দুশ্চিন্তায় আছি, ব্লগ হইতে আপনাকে হারাইতে হয় না কি। যে ভাবে চীনা পন্য বর্জন করা হইতেছে, আপনার ফোন যদি মেড ইন ইন্ডিয়া না হয় তবে আপনি ব্লগিং করিবেন কি দিয়া?

১৩| ২১ শে জুন, ২০২০ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: হানিফ এই দুঃসময়ে দেশ ছেড়ে কানাডা গেল। দেশবাসীর পাশে থাকলো না?

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:১৭

মা.হাসান বলেছেন: এত স্বার্থপর হইবেন না। জ্ঞানী লোকদের কদর সকল দেশেই আছে। উনি কানাডিয়ান সরকারকে পরামর্শ দিবার জন্য গিয়াছেন। ট্রুডো বুদ্ধিমান হইলে পরামর্শের সদ্ব্যবহার করিবে। দেশ বাসির পাশে থাকার জন্য তো বদি সার সহ আর সকলেই রহিয়াই গেলেন।

১৪| ২১ শে জুন, ২০২০ সকাল ১০:৩৫

পদ্মপুকুর বলেছেন: বুঝ্বার পার্ছি আপ্নের মান্হানির মাম্লা খাওনের্শখ হইছে.... একদম দুধ চা খেয়ে গুলি করে দেবে কিন্তু!

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:২৪

মা.হাসান বলেছেন: ল্যাও ঠ্যালা!
কিরপিন ফ্রি পাইলে মাম্লা ক্যান ডিম ভি খাওনের লাইগা তৈয়ার।
দুধ চা একলা খাইয়েন না কইলাম। আর গুলি করনের আগে হেলমেট পইরা লইয়েন কিন্তু।

১৫| ২১ শে জুন, ২০২০ দুপুর ১২:০০

কাছের-মানুষ বলেছেন: তৃতীয় বিশ্বে দূর্নিতি যে কোন পর্যায় যেতে পারে তা ১ এবং ২ নং ছবি প্রমাণ করে। আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানরাও সীমাহীন দূর্নিতি করেছে দেশের এই দূর্যোগের সময়েও।

এমন মহামারীতে কিছু কিছু সংবাদ বিনোধনেরও যোগান দিচ্ছে। সত্যিই দুঃখজনক।

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:৩০

মা.হাসান বলেছেন: জিম্বাবুয়ের-তানজানিয়া-উগান্ডা এসব তৃতীয় বিশ্বের দেশে দূর্নীতি নৈমিত্তিক বিষয়। দেশ প্রেমিক নেতা নাই। থাকলে আমাদের মতো ওরাও উন্নতি করতে পারতো।

বিনোদনটা পজিটিভলিই নেই। মন প্রফুল্ল থাকলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা নাকি ভালো থাকে। তবে কষ্ট হয় কমেডিয়ানদের কথা ভেবে। বেচারাদের আগে কখনো মনে হয় এরকম প্রতিযোগিতার সম্মুখিন হতে হয় নি ।

১৬| ২১ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ভুলে ১৯ সালের একটা ছবি এসেছে, মোস্তফা জব্বারের।

২১ শে জুন, ২০২০ রাত ৮:৫২

মা.হাসান বলেছেন: ধন্যবাদ, ওটা ভুলে আসেনি , ট্রম্পুর বক্তব্যের সমর্থনে নিজের বক্তব্য না দিয়ে গুনী জনদের বাণী দিয়েছি। তবে ঐ বাণী মূলতঃ কার পবিত্র মুখ হইতে প্রথম নিসৃত হয় তাহা আমার জানা নাই, আরো অনেকেই এই বাণী দিয়েছেন--






সাংসদ কাজী নাবিলের বয়ানে ২০১৮র অক্টোবরে এই পবিত্র বাণীর খবর পত্রিকায় দেখা যায় , কিন্তু ওনার আগে আর কেউ এই বাণী দিয়েছিলেন কি না জানা নাই।

১৭| ২১ শে জুন, ২০২০ দুপুর ১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
করোনা নিয়েও শুরু হয়েছে সারা বিশ্বে দুর্নীতি !!!!!!!! হয় হায় যামু কই ???????

২১ শে জুন, ২০২০ রাত ৮:৫৫

মা.হাসান বলেছেন: কোথাও যাওয়ার দরকার কি? তানজানিয়া-উগান্ডা-জিম্বাবে-নাইজেরিয়া এসব জায়গায় দূর্নীতি হইতেছে, আমাদের দেশে তো না। আমরা অনেক ভালো আছি। পপকর্ন নিয়া বসে থাকেন, বাসায় টিভি থাকলে বিটিভি দেখতে পারেন, খুব সওয়াব।

১৮| ২১ শে জুন, ২০২০ বিকাল ৩:০০

নীল আকাশ বলেছেন: ইস বাকি বাকিগুলিও যদি জনগনের জন্য মন দিয়ে কাজ করতো! বড় আশা করে অপেক্ষা করছি।
তবে দেশে মামুর সাপ্লাই চেইনে সমস্যা হবার কারণে যদি কোন গোলযোগ হয় সেইজন্যও কিন্তু খালেদা জিয়া এবং বিএনপি দায়ী থাকবে।

২১ শে জুন, ২০২০ রাত ৯:০৪

মা.হাসান বলেছেন: আফসোস করিবেন না, করোনা কম পক্ষে আরো কয়েক মাস থাকার সম্ভাবনা প্রবল। সকলেই মন-প্রান দিয়ে জনসেবা করিতেছেন এবং করিয়া যাইবেন।



আমিতো আমার আরেক পোস্টে আগেই বলিয়াছিলাম, আতসবাজী উৎসব পন্ড করিবার জন্যই বিএনপি-জামাত ষড়যন্ত্র করিয়া দেশে করোনা রোগী ঢুকাইয়াছে।

১৯| ২১ শে জুন, ২০২০ বিকাল ৫:০৭

পদাতিক চৌধুরি বলেছেন:

গতকাল একটা সমীক্ষায় দেখলাম ভারতে যে ওষুধ তৈরি করা হয় তার 67 শতাংশ কাঁচামাল আসে চীন থেকে। ওদের চেয়ে সস্তায় কাঁচামাল নাকি অন্য কোন দেশ দিতে পারেনা। ইলেকট্রনিক গুডস ছেড়েই দিলাম। চীনা পণ্যকে বর্জন করতে গেলে তাহলে তো আমাদেশ থেকে বেশি দাম দিয়ে কাঁচামাল সংগ্রহ করতেই হবে বৈকি। আর সে ক্ষেত্রে প্রত্যেকটি ওষুধের দাম নিঃসন্দেহে বাড়বে। আর এক্ষেত্রে আমরা জাতীয়তাবাদের দোহাই দিয়ে এই ভালোবাসা মেনে নিতে বাধ্য থাকব।
আর চিনা ফোনের প্রসঙ্গে বলি। নিজের গাঁটের টাকা দিয়ে যে জিনিসটা কিনেছি সেটা তো আর ফেলবার নয়। তবে মদু বাবুরা যদি চিনাবাদামের এদেশে আসার রাস্তা বন্ধ করেন তাহলে অবশ্য ষোল আনা দেশ ভক্তি নিয়ে তা মেনে নিতে বাধ্য থাকব।
প্রসঙ্গত উল্লেখ্য মদু বাবুদের উগ্র ধর্মনীতির ফলে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়ায় রাজনীতিতে ওনারা নির্বান্ধব হয়ে পড়েছেন। শেখ হাসিনা যতই দাদা বলে সৌজন্যে দেখান না কেন, মদুবাবু ধর্মদিয়েই সবকিছু বিচার করেন। এখানে ভুটান ও সুদূর মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া মদুবাবুর আর কোনো বন্ধুরাষ্ট্র দেখছিনা।


২১ শে জুন, ২০২০ রাত ১০:৪৮

মা.হাসান বলেছেন: চীনকে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার মতো সামরিক সক্ষমতা ভারতের আছে বলে যদি ধরেও নেই (আমার ধারনা ভারত সামরিক ভাবে চীনের চেয়ে, অন্তত ঐ অঞ্চলে , খুব একটা কম যায় না) , এরপরেও প্রশ্ন থাকে সেই অর্থনৈতিক সক্ষমতা কি ভারতের আছে? কতদিন ধরে যুদ্ধাবস্থা চালিয়ে যেতে পারবে ভারত?

ভারতের বানিজ্য যদি চীন নাও পায় , বানিজ্যের জন্য চীনের কাছে পুরো আফ্রিকা পড়ে আছে। চীন অর্থনৈতিক ধাক্কা সামলাতে পারবে বলে মনে হয়।

নেপালে ক্ষমতার পট পরিবর্তন হবার পর নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নতি না করে বরং উল্টোটা করা বড় ভুল ছিল বলে মনে করি। ভারতকে শুধু চীনের সাথে যুদ্ধ করতে হবে না, এই যুদ্ধে পাকিস্তানের যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
যদি নেপাল চীনকে তার নিজের ভূখণ্ড যুদ্ধের জন্য ব্যবহার করতে দেয়, যদি চীনা সেনা খড়িবাড়ি পর্যন্ত চলে আসে তবে অবস্থা ভারতের জন্য অনুকূল হবে না। মনে রাখতে হবে, মুসলিম নিধনে বার্মাকে ভারত প্রচ্ছন্ন সমর্থন দিলেও তা কাজে আসবে না, বার্মার সরকারও কিন্তু প্রো- চাইনিজ।

পদ্মা সেতুসহ অনেক বড় প্রকল্পে চীন বাংলাদেশের অংশীদার । এর পরেও বলব , চীন-ভারত দুজনের মধ্যে থেকে একজনকে যদি বেছে নেওয়া বাধ্যতামূলক হয়, বাংলাদেশ ভারতকেই বেছে নেবে ।

উপমহাদেশে ভুটান, বাংলাদেশ আর আফগানিস্তানকে ভারত পাশে পাবে, কিন্তু এরা মৌখিক সমর্থনের বেশি ভারতকে কি দিতে পারবে?

ইসরায়েল আর সৌদি আরব একই সাথে চলে, দুজনই ভারতের বন্ধু হিসেবে থাকবে। ইরান কি করে সে বিষয়ে আমার কৌতুহল আছে। তুরস্ক নিশ্চিত ভাবেই ভারতের বিপক্ষে বড় ভূমিকা রাখবে।

কিন্তু আলটিমেটলি সবগুলো দেশই ক্ষতিগ্রস্ত হবে । যুদ্ধে ব্যবসায়ীরা কম ক্ষতিগ্রস্থ হয়। খেটে খাওয়া মানুষদের ক্ষতি বেশি, সব কিছু নিচের দিকেই নামতে থাকে।

বলতে পারতাম শুভবুদ্ধির উদয় হোক ; কিন্তু দুই পক্ষেই যারা এখন ক্ষমতায় আছেন তাদের কারো শুভবুদ্ধির উদয় হওয়ার সম্ভাবনা কম।

২০| ২১ শে জুন, ২০২০ বিকাল ৫:১৭

মিরোরডডল বলেছেন: ছবিগুলোর নীচে দেয়া ক্যাপশনগুলো অনেক মজার হয়েছে ।

'বড়োর প্রেম শুধু কাছেই টানে না, দুরেও ঠেলিয়া দেয়' :)

২১ শে জুন, ২০২০ রাত ৯:০৮

মা.হাসান বলেছেন: প্রেমিক-প্রেমিকা দূরে সরিয়া গেল আর আপনি মজা পাইলেন? :(
পৃথিবী বড়ই নিষ্ঠুর। :((

ভাই কেহ আমাকে একফোটা গ্লিসারিন দাও :-&

২১| ২১ শে জুন, ২০২০ বিকাল ৫:২৫

ভুয়া মফিজ বলেছেন: এখন টাইম নাই.......পরে বড় কইরা মন্তব্য করমু। যাইগা এখন। খুবই ব্যস্ত!!! :D

২১ শে জুন, ২০২০ রাত ৯:১০

মা.হাসান বলেছেন: রোববার দুপুরে ব্যস্ততার কারণ কি সুমনা ভাবী? :``>>

ব্লগের সকলের তরফ হইতে ওনার জন্য লাল গোলাপ শুভেচ্ছা।

২২| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ বিনোদন পেতে বড় ভালোবাসে। তাই রাজনীতিবিদরা আমাদের বিনোদন দেন।

২১ শে জুন, ২০২০ রাত ৯:১২

মা.হাসান বলেছেন: টেলিসামাদ-দিলদার-সাইফুদ্দিন-রবিউল এনাদের অনুপস্থিতিতে কাউকে না কাউকে তো কাজ চালাইয়া যাইতে হইবে।

২৩| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

জুন বলেছেন: ১ নং ছবিঃ- ভুল জায়গায় জন্ম নিলে এমন খেসারতই দিতে হবে ।
২নংঃ- আমাদের গবেষণাগার থেকে লাউ কুমড়া ছাড়া আরও অনেক কিছু বের হবে চিন্তা কর্বেন্না মা হাসান :`>
ট্রাম্প যাই বলুক আমি তাতে ব্যাপক বিনোদন পাই B-)
বিভিন্ন বক্তব্য দেয়ার সময় তার যে এক্সপ্রেশন তা বড় বড় অভিনেতাদের শিখে রাখা উচিত। বিশেষ করে গতকালের "স্টপ টেস্টিং" বলার সময় #:-S
মোদীর সাথে দোলনায় দুলছে আবার শি জিন পিং এর সাথে গোপন লেনাদেনা। এটাই সমগ্র পৃথিবীর রাজনৈতিক নেতাদের চরিত্র। এক্লা ট্রাম্পকে দোষ দিয়েন্না /:)
আর ৮ নং ছবির বেল বাটনে ক্লিক করতে পার্লাম্না :-/
আর কি বলিবো ইহাই আমাদের সমাজের, দেশের, বিদেশের চরিত্র।

২১ শে জুন, ২০২০ রাত ১০:১৫

মা.হাসান বলেছেন: মেধা, নিষ্ঠা, কর্মদক্ষতা দিয়ে মানুষের পজিশন নির্ধারিত হওয়া উচিৎ ছিলো, দুঃখের বিষয় পৃথিবীর বেশিরভাগ দেশেই এরকম হয় না, বাংলাদেশ ছাড়া। অবশ্য এটা আমাদের জন্য ভালো, ভালো মেধার লোক জন ঐ সব দেশ থেকে আমাদের দেশে চলে আসবে, খারাপ গুলো অন্য দেশে চলে যাক B-)) (কাউরে কিন্তু ইঙ্গিত করি নাই )

আমের সিজন যাইতেছে, আমে করোনার খবর পাইলে দাম একটু কমতো, কিরপিন গোটা একটা আম একা খাইতে পারতো।

ট্রাম্পে এতো কোটি কোটি লোকের বিনোদন দিয়ে যাচ্ছে, হ্যারে আমিও ভালা পাই। তয় ট্রাম্পের অভিনয় প্রতিভা নিয়ে আপনার আগে কাউরে কিছু কইতে শুনি নাই , যদিও জানি সে ব্যাডা হোম অ্যালোনের একটা পর্বে ছিলো, খুব ছোটো, কয়েক সেকেন্ডের রোল। এছাড়া আরো সম্ভবত কিছু টিভি সিরিজ করছে, একটা টিভি প্রোগ্রামে শুনছিলান সে নাকি প্লেবয়ের ভিডিওতেও আছিলো। :``>>

মোদীর সাথে দোলনায় দুলছে আবার শি জিন পিং এর সাথে গোপন লেনাদেনা। এটাই সমগ্র পৃথিবীর রাজনৈতিক নেতাদের চরিত্র। এক্লা ট্রাম্পকে দোষ দিয়েন্না

এটা কি দোষের? কত বড় সুইঙ্গার! এটা তো বিশাল বড় গুনের ব্যাপার। বাংলাদেশে এর কাছাকাছি দেশি সংস্করণ মওদুদ সাহেবের কথা মনে পড়ে গেলো!


আর ৮ নং ছবির বেল বাটনে ক্লিক করতে পার্লাম্না


আপসুস, হয়তো একদিন ব্লগেও বেল বাটন আনা হবে!

২৪| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

ঢাবিয়ান বলেছেন: করোনাকালে অত্যন্ত দুঃখের খবর হল ... দের করনায় আক্রান্ত হওয়া ( দুঃখের ইমো হইবে)। কিন্ত ফেসবুকে এইসব খবরের কমেন্ট বক্সে গেলে মনে হবে ঈদ লেগেছে। লাখে লাখে মানুষ কেমনে এইসব খবরে হাহা রিয়েক্ট দেয়, ফানি কমেন্ট করে বুঝি না !! যাই হউক করোনাকালে এইটাই হল টক অভ দ্যা টাউন।

২২ শে জুন, ২০২০ রাত ৯:৩৭

মা.হাসান বলেছেন: দুঃখের ইমো হইবে
সামুর ইমোর ভান্ডার লইয়া অনেক অভিযোগ। টেন্ডার খানা কে লইয়াছিলো খতিয়া দেখিবার জন্য মডারেশন টিম কে াহবান জানাই।
...এইসব খবরের কমেন্ট বক্সে গেলে মনে হবে ঈদ লেগেছে।...মানুষ কেমনে এইসব খবরে হাহা রিয়েক্ট দেয়, ফানি কমেন্ট করে বুঝি না

ডেঙ্গু যদি উন্নয়ন হয় তবে করোনাও উন্নয়ন হইবার কথা। উন্নয়নের কথায় লোক খুশি হইবে ইহাই স্বাভাবিক।
ঈদে কোলাকুলি করার জন্য ব্লগে কোলাকুলির ইমোর দাবি জানাইয়া গেলাম।

২৫| ২১ শে জুন, ২০২০ রাত ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট ।+

২২ শে জুন, ২০২০ রাত ৯:৩৯

মা.হাসান বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ভাই। সতর্ক (সব অর্থেই) থাকুন, নিরাপদ থাকুন।

২৬| ২১ শে জুন, ২০২০ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: মা.হাসান,




১ নম্বরটা আসলেই জব্বর হয়েছে।
প্রতিদিনই নতুন নতুন বাণী আসছে, এগুলো আমাদের জাতীয় সম্পদ, এসবের সংরক্ষন অতীব জরুরী। কারন এই " নিলামবালা ছয়আনা...." গান আর চিরকাল গাওয়া হবেনা।

২২ শে জুন, ২০২০ রাত ৯:৪৮

মা.হাসান বলেছেন: ১ নম্বরটা আসলেই জব্বর হয়েছে।

কি বলিয়াছেন মাথার উপর দিয়া গেলো B:-)

এই " নিলামবালা ছয়আনা...." গান আর চিরকাল গাওয়া হবেনা।

৯৬সন হইতে শুরু করিয়া ২০০১ সন পর্যন্ত ক্রমাগত ভাবে পাঁচ বছর ধরিয়া ''২১ বছর'' এর গান শুনিয়াছি । গানের কথা বদলায়, গায়ক বদলায়; আমরা ম্যাঙ্গো আদমিই রহিয়া যাই। আপনার কথা সত্য হইলে অত্যন্ত আনন্দিত হইবো।


২৭| ২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৬

মিরোরডডল বলেছেন: একফোটা গ্লিসারিন =p~

২২ শে জুন, ২০২০ রাত ৯:৫০

মা.হাসান বলেছেন: মাস্কের আড়ালে ভেঙচি কাটিতেছি , নাকি জয়স্তব গাহিতেছি -বোঝা মুশকিল; কিন্তু চক্ষু অনেক এক্সপ্রেশন ক্যারি করে। এই জন্য এক ফোটা ... :P

২৮| ২৩ শে জুন, ২০২০ সকাল ৯:০১

নিয়াজ সুমন বলেছেন: জ্ঞানী-গুনী বক্তাদের রসময় বক্তব্য দেখে কবে জানি নোবেল কমিটি দেশে একখান নোবেল পুরষ্কার পাঠিয়ে দেয় চার্টার বিমানে করে জনদরদী নেতার উৎসাহ বাড়ানোর জন্য। তাই ভাবছি!!!

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৬

মা.হাসান বলেছেন: নোবেল লইয়া একটা বড়সড় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। এই বিষয়ে আমার একখানা পোস্ট আছে। হয়তো আমরা একদিন নোবেলের পাল্টা কোনো পুরস্কার প্রবর্তন করিবো।

২৯| ২৩ শে জুন, ২০২০ সকাল ১১:৪৮

ভুয়া মফিজ বলেছেন: ছবি আর ছবির সহিত বক্তব্য চমেৎকার হইয়াছে সন্দেহ নাই। তবে এইসব জোড়াতালি দিয়া আর কতোকাল চলিবেন। এইবার একটা গল্প লিখিয়া ফালান, আমরা পড়ি। সুমনা ভাবিও আপনার ব্যাপারে এই কথাই বলিয়াছেন। =p~

আমার ব্যস্ততার এখন শনি-রবি নাই। লকডাউন খুলে যাচ্ছে। লকডাউন আর ব্রেক্সিট সামাল দিতে গিয়া কিছু স্টাফ ডিক্লাইন হয়েছে। সেটা সামাল দেয়ার জন্য কাজের চাপ এখন অনেক। সামনে আরো পরিবর্তন.....আরো চাপ। সামুতে সময় দেয়া মুশকিল হয়ে যাচ্ছে দিন কে দিন!! :(

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৬

মা.হাসান বলেছেন: সুমনা ভাবিও আপনার ব্যাপারে এই কথাই বলিয়াছেন।
আপনার ব্যস্ততা মধুময় হইয়াছে জানিয়া আমি যারপরনাই আনন্দিত।

এইবার একটা গল্প লিখিয়া ফালান

ব্লগে কবিতার আকাল যাইতেছে। তাহা ছাড়া রাজীব নুর আমার চক্ষু খুলিয়া দিয়াছেন, কবিতা লিখিয়াও যে এতখানি গ্যাঞ্জাম করা যায় তাহা জাতি ভুলিয়া গিয়াছিলো। ভাবিতেছি কবিতা লিখিবো। এখন অনেক যৌথ কবিতা প্রযোজনা হইতেছে। আসেন আমরাও দুই জনে মিলিয়া একখানা কবিতা প্রযোজনা করি। ইহা উত্তম স্ট্রেস রিলিভার হিসাবে কাজ করিবার সম্ভাবনা আছে।

৩০| ২৩ শে জুন, ২০২০ সকাল ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: এই ভাবে ছবি আর লবণ দেয়া ক্যাপশন কে তো আপনি একেবারে ক্লাসিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন হে :P
শুধু একটা সংশোধনী ছিল - " বড় প্রেম শুধু কাছে ই টানে না ; গাছে ও তোলে :|

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:৫১

মা.হাসান বলেছেন: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গুনী জনেরা স্বীকৃতি না দিলে মানি কি করে :(

প্রেমের মরা জলে ডোবে না, গাছ থেকে পড়ে না, করোনায় ধরা খায় না সব সত্য; কিন্তু ৫৭ ধারায়ও কি ধরা খায় না? #:-S

৩১| ২৩ শে জুন, ২০২০ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআরও কত খবর সব স্ক্রীণশট দিয়ে রাখছি

২৪ শে জুন, ২০২০ রাত ৯:১৯

মা.হাসান বলেছেন: আমাদের ভাত মারিয়েন না, আপনি বরঙ যে সব চুরেরা ফেস বুকে চুরি করে আপনার কবিতা নিজেদের নামে ছাপায় তাদের চুরির স্ক্রিন শট নিয়ে রাখেন :((

৩২| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:


এ সমস্ত সংবাদ ভাষ্য চিত্র ওসংস্লিষ্ট ব্যক্তিবর্গের কথা বার্তা দেখে যতটা না পাই বিনোদন তার থেকে বেশী হই আশ্চর্য!
আর উৎকণ্ঠিত। ভাবি আমরা কোন দিকে যাচ্ছি, এসমস্ত ব্যক্তিত্ব যদি কথা বার্তা ও আচরনে দায়িত্বশীলতা ও তাদের
বলা কথা বার্তা ও কাজের পরিনতি সম্পর্কে নীজেরাই ওয়াকেবহাল না থাকে তবে সেগুলি কিভাবে ভাইরাল হয়ে তাদের
ব্যক্তিত্ব ও জনপ্রিয়তায় ধ্বস নামাতে পারে তা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদ ভাষ্য হতে দেখে নিতে পারে ।
ধন্যবাদ গুরুত্বপুর্ণ কালেকশন গুলির ছবি ও তাদের উপরে যুতসই কমেন্ট সংযোজন করে উপস্থাপনের জন্য ।

২৪ শে জুন, ২০২০ রাত ৯:৩৪

মা.হাসান বলেছেন: গুনী জনেরা ভাইরাল হবার জন্য কেন এত ব্যাকুল বলা মুশকিল। এ বিষয়ে P G Wodehouse এর রম্য গল্প Jeeves takes charge থেকে নিচে একটা স্ক্রিন শট দিলামঃ




নেতাদের জনপ্রিয়তাতে কেন যেন ধ্বস নামে না। লৌহ মানবি মার্গারেট থ্যাচারের ছেলে মার্ক থ্যাচার বিলাতে হাওয়া ভবন তৈরি করে অপকর্ম করছিলেন, এটাতে বিশেষ সমস্যা হয় নি, এখনো টোরিদের অনেকে ওনাকে খুব ভক্তি করে। ডোনাল্ড ট্রাম্পের আবার প্রেসিডেন্ট হবার যথেষ্ট সম্ভাবনা আছে। আমাদের দেশের কথা আর কিছু বললাম না, তবে আর চার বছর পর এনাদের পুনঃনির্বাচিত না হওয়া অসম্ভব বলেই মনে করি।

এই সামান্য পোস্টে আপনার মুল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। অশেষ শুভকামনা।

৩৩| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:৩২

মনিরা সুলতানা বলেছেন: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গুনী জনেরা স্বীকৃতি না দিলে মানি কি করে :(


আহা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রা কি আর সরাসরি সরকারি ঘোষণা পত্র প্রকাশ করিবে ? পুনঃপুন আপনার লেখায় ফিরিয়া আসিয়া মতামত প্রকাশ করে সেই সব চাইতে বড় স্বীকৃতি ।

২৪ শে জুন, ২০২০ রাত ৯:৩৭

মা.হাসান বলেছেন: আপনি স্মরণ করাইয়া ডিলেন, ওনার ছিরি চরনে শত কোটি প্রনাম রাখিয়া গেলাম।

লতা কি ফিরিয়া আসিলো? :``>>

৩৪| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:৪০

মিরোরডডল বলেছেন: মাহা আর ভুম আপনারা আসলেই অনেক মজার মানুষ ।
আপনাদের কমেন্টে অনেক হাসতে পারি । নাহ আমি বলছিনা ক্লাউন :P
ফুল প্যাকেজ অভ ফান ! কিছু মানুষ আড্ডার মধ্যমণি হয়ে থাকে সেরকম :)

২৪ শে জুন, ২০২০ রাত ৯:৫৯

মা.হাসান বলেছেন: কুডোস মিডো।

আপনি নব্বইয়ের দশকের ভুম কে দেখেন নাই, উনি একাই রোকেয়া-শামসুন্নাহার হল মাতাইয়া রাখিতেন।
ওনার এখনকার পারফরমেন্স কেমন তাহা অনুমান করিয়া নিন।

আমি?
একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে...
ক্লাউন বলিতে অস্বাচ্ছন্দ বোধ করিবার দরকার নাই, সঙ শব্দটি বহু বার নিজের উপর ব্যবহৃত হইতে দেখিয়াছি :-&

৩৫| ২৪ শে জুন, ২০২০ সকাল ৯:১৫

নতুন নকিব বলেছেন:



মা.হাসান ভাই,
কোনো একটি পোস্ট কতজন প্রিয়তে নিয়ে থাকেন এটা সহজেই বোঝা যায়। কারণ, যতজন পোস্টটি প্রিয়তে নিয়ে থাকেন তাদের সংখ্যাটা পোস্ট এর একেবারে নিচের ডান দিকে থাকা লাইক এর পাশের তারকা বা স্টার সাইন এর সাথে দেখা যায়, কিন্তু কে কে প্রিয়তে নিয়েছেন- সেটা দেখার উপায় কি? জানা থাকলে দয়া করে বলবেন।

২৪ শে জুন, ২০২০ রাত ১০:১১

মা.হাসান বলেছেন: নকিব ভাই, যারা ব্লগের কোডিঙ বা ডিজাইন করেছেন, এটা ইচ্ছাকৃত ভাবে করেছেন না অনিচ্ছাকৃত ভাবে করেছেন জানা নেই, তারা সরাসরি ভাবে এ জিনিসটা চেক করার অপশন রাখেন নি। বিকল্প অপশন আছে, তবে সব সময় কাজ করবে না। যারা ঐ পোস্টে লাইক দিয়েছেন প্রত্যেকের পেজে যেয়ে আলাদা ভাবে দেখতে পারেন , প্রত্যেকের হোম পেজের ডান দিকের কলামের নীচের দিকে ঐ ব্লগারের প্রিয় পোস্টের একটা তালিকা দেখা যায়ঃ



এটাতে না কাজ করলে যেয়ে দেখতে পারেন, ঐ পোস্টে কারা কারা কমেন্ট করেছিলো, তদের প্রথম পাতায় যেয়েও আলাদা ভাবে চেক করে দেখতে পারেন। তবে যেমন বলেছি, এটা সব সময়ে কাজ করবে না, এরকম ব্লগারও আছেন দেখেছি যারা লাইক দেন নি, বা কমেন্ট ও করেন নি, কিন্তু পোস্ট প্রিয়তে নিয়েছেন। এরকম হয়ে থাকলে বাই এক্সিডেন্ট খুঁজে হয়তো পেতে পারেন কে ঐ পোস্ট প্রিয়তে নিয়েছে, কিন্তু ব্লগ কতৃপক্ষ এটা বের করার কোনো অপশন রাখেন নি। দুঃখিত, এর বেশি আমার জানা নেই।
অশেষ শুভ কামনা।

৩৬| ২৪ শে জুন, ২০২০ রাত ১১:০৬

নতুন নকিব বলেছেন:



মা.হাসান ভাই,
অসংখ্য ধন্যবাদ কষ্ট করে দীর্ঘ উত্তর দেয়ায়। তবে আরেকটি সংক্ষিপ্ত উত্তর আপনার থেকে কোনো একসময় পেলে আরও ভালো লাগবে।অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। আপনার মেইল আইডিটা যদি দেন। এইক্ষেত্রে গোপনীয়তা রক্ষার একটি ব্যাপার রয়েছে বলে জানাচ্ছি, আগেই মেইল আইডিটা এই মন্তব্যের উত্তরে ইচ্ছে করলে না দিলেও পারেন। আমি কোনো একসময় আপনাকে অনলাইনে পেলে নক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তখন দিলেই হবে।

অনেক ভালো থাকবেন- দুআ ও প্রার্থনা নিরন্তর।

২৪ শে জুন, ২০২০ রাত ১১:৫৮

মা.হাসান বলেছেন: নকিব ভাই, আমার ইমেইল অ্যাড্রেস- [email protected], নিঃসঙ্কোচে যে কোনো সময় মেইল করতে পারেন। সাধারণত দিনে কয়েকবার চেক করা হয়, তবে প্রায়ই আমি ভ্রমনে বের হই (করোনার জন্য এখন আর পারছি না), তখন সব সময়ে মেইল চেক করা বা জবাব দেয়া হয়ে ওঠে না।
শুভ কামনা।

৩৭| ২৫ শে জুন, ২০২০ রাত ১২:০৭

শায়মা বলেছেন: মা হাসান ভাইয়া কেমন আছো?
করোনার দিনে করোনার ছবি দিয়ে আরও ভয় দেখাও কেনো?

করোনার দিনে যতদিন বাঁচি হাসিখুশি থাকতে হবে!!:)

২৫ শে জুন, ২০২০ রাত ১২:১৯

মা.হাসান বলেছেন: আমি খুব ভালো আছি। যত গ্যাঞ্জাম, আমি ততো ভালো। করোনায় সবাই গৃহবন্দি, ব্লগে অনেক পুরান পাপি ফিরে আসছে, গ্যাঞ্জাম বাড়ছে, আমিও ভালো আছি।

আপনার ভয়ের কিছু নাই, যারা জনগনের জন্য কাজ করছে তারা করোনায় আক্রান্ত হচ্ছে। আপনি ব্লগে থেকে ব্লগের জন্য কাজ করছেন। ব্লগাররা তো জনগন না, এরা ডোডো জাতীয় কিছু B-))

আমি সব সময়ে হাসি খুশি থাকার চেষ্টা করি। মন খারাপ থাকলে ডোনাল্ড ট্রাম্পের ভিডিও দেখি । এতেও কাজ না হলে দেশের নেতাদের নতুন ডায়ালগ শুনি। এইটা অব্যর্থ।

তবে ইদানিঙ আপনার জন্য মনটা খুব খারাপ লাগছে। সোহানী আপার রান্নার রেসিপি আর ছবি দেখে নাকি মাহবুবুল হানিফ সাহেব কানাডা উড়ে গেলেন, চেখে দেখার জন্য। আপনার এত সুন্দর সুন্দর রান্নার ছবি, কেউ আসলো না; আসলে দেশে গুনের কদর নাই :(

৩৮| ২৫ শে জুন, ২০২০ রাত ১:১৮

শায়মা বলেছেন: পুরান পাপীরা চলে গেলো বলেই না এত দুঃখ এত হায় হায়!!!
তবে তাদের দেখে কি খুশি হচ্ছো না ভাইয়া???
যাক বাঁচা গেলো ব্লগের জন্য কাজ করলে করোনার ভুই নাই।
তাইলে আরও আরও কাজ করতে হবে! :)


তোমার অব্যার্থ কার্য্যকলাপ আমার কাছে ব্যার্থ হবে মনে হচ্ছে। যাইহোক সোহানী আপুর রান্নার জন্য মাহাবুবুক হানিফ সাহেব সত্যি কানাডা উড়ে গেছে নাকি!! জানিনা তো!!
জানলে কি আর যেতে দিতাম!! আগেই রান্নার ছবি দিয়ে বেন্ধে রাখতাম!! আরে গুনের কদর মদর আবার কি?
সোজা আঙ্গুলে ঘি না উঠলে স্যরি গুনের কদর না দিলে সোজা বান্ধাবান্ধি........ :)

২৫ শে জুন, ২০২০ রাত ৯:৫৯

মা.হাসান বলেছেন: সে কথাই তো বলছি। পুরাতনরা ফিরে না আসলে লক ডাউনের সময়টা বড় পানসে হয়ে যেতো।

তোমার অব্যার্থ কার্য্যকলাপ আমার কাছে ব্যার্থ হবে মনে হচ্ছে।

মোটেও না,
১) https://www.youtube.com/watch?v=c2DgwPG7mAA
২) https://www.youtube.com/watch?v=Ntl5Da1vblI
৩) https://www.youtube.com/watch?v=TKvAKROiwk4
৪) https://www.youtube.com/watch?v=Sg6R76Lp7YY
এর পরেও যারা মুখ গোমড়া করে রাখে তারা রাম গরুড়ের ছানা

৩৯| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৪:০২

মনিরা সুলতানা বলেছেন: ফিরিয়া আসিলে কি আর এখানে ওখানে মন্তব্য করি ? নিজের পোষ্টে ' র মন্তব্য উত্তর দিতেই জেরবার হইতাম :|| লতা এখন ও ধরা ছোঁয়ার বাইরে :(
তবে ভাবছি মরার আগে মরিব না, শেষ চেষ্টায় ছিরি চরণে প্রেম পদ্য নিবেদন করিব !! উহাতে যদি কিছু হয়।

২৫ শে জুন, ২০২০ রাত ১০:০৭

মা.হাসান বলেছেন:
গিয়ানী, ওই পোস্টে যেও নাকো তুমি,
কোরোনাকো কমেন্ট ওই ম্যাওপ্যাওয়ের পোস্টে;
ফিরে এসো গিয়ানী:
লাইক, প্লাস, প্রিয়র আগুন ভরা ব্লগে;

ফিরে এসো এই ব্লগে, পাতায়;
ফিরে এসো পোস্টে আমার;
দূর থেকে দূরে— আরো দূরে
ডোডোদের সাথে তুমি যেওনাকো আর।

কি কথা তাহার সাথে? পিগমীর সাথে!
ব্লকের আড়ালে ব্যানে
জেনারেলের মতো তুমি আজ:
তোমার প্রেম বুকে ইস্টিকি হ’য়ে আছে।

৪০| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৪১

পুলক ঢালী বলেছেন: এই সব খবর আর বানীগুলিকে এক কথায় কিভাবে প্রকাশ করা যায় ভাবছি। ;) :D

২৭ শে জুন, ২০২০ রাত ১১:৪৫

মা.হাসান বলেছেন: এই সব খবর আর বানীগুলিকে এক কথায় কিভাবে প্রকাশ করা যায়

উত্তরঃ বাংলাদেশে -- উন্নয়ন
আম্রিকায়ঃ ---- গনতন্ত্র
:||

৪১| ২৮ শে জুন, ২০২০ রাত ১:০৬

ঢুকিচেপা বলেছেন: বেশ ভাল কালেকশন করেছেন দেখি।

ভালই লাগলো।

২৮ শে জুন, ২০২০ রাত ১:২৫

মা.হাসান বলেছেন: কখনো কখনো একটু অবসর মেলে , তখন ফাকিটাকি-জোড়াতালি দিয়ে কিছু দাড়া করাতে পারলে পোস্ট করা হয়। আপনাদের ভালো লাগলে সেটা অনেক বড় পাওয়া।

৪২| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:৫৬

খায়রুল আহসান বলেছেন: দারুণ সব ছবি তুলে এনেছেন। বেশীরভাগ মন্তব্য প্রতিমন্তব্যগুলোও চমৎকার হয়েছে। + +

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৪০

মা.হাসান বলেছেন: ১২ দিন পর মন্তব্যের জবাব দিতে হলো বলে আন্তরিক ভাবে দুঃখিত। দেড় মাস অফিস বসিয়ে বসিয়ে বেতন দিয়েছে। এখন অনলাইনে যাবার পর চাপ কিছুটা বেড়েছে। এ বছর সব শনিবারের ছুটি বাতিল। ব্লগে ঢোকার সুযোগ কম পাই।

দিন দিন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে । এখন এক দিনের পত্রিকায়ই এর চেয়ে বেশি বিনোদন থাকে ।





ঈদে অতিরিক্ত সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
অনেক শুভকামনা।

৪৩| ২২ শে জুলাই, ২০২০ রাত ৩:০১

কবিতা পড়ার প্রহর বলেছেন: নভোনীল পর্ব -৮

সবার আগে আপনাকেই দিলাম মা হাসান ভাই

২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৫

মা.হাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। দুঃখিত, আপনার কমেন্ট আগে দেখা হয় নি বলে জবাব দেয়া হয় নি। পোস্ট খুব ভালো হয়েছে। কাজ না হওয়া পর্যন্ত প্রতিদিন মডারেটরকে ইমেইল করতে থাকুন, দিনে একটা করে।

৪৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৫

আমি তুমি আমরা বলেছেন: তবে কি আজ থেকে টয়লেটে ফ্ল্যাশ করা বন্ধ??? :-&

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩২

মা.হাসান বলেছেন: আমরা ম্যাঙ্গো পাবলিক যেখানে সেখানে পটি করি। কাচা পায়খানায় ফ্লাশ আসবে কোথা থেকে? সমস্যা আইনস্টাইদের নিয়ে। এনারা করোনা নিয়ে নিত্য নতুন আবিস্কার করে যাচ্ছেন। এনারা মনে হয় ফ্লাশ করা বন্ধই রেখেছেন B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.