![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেনারেল হব আমি তাইরে নাইরে না
জেনারেল ব্লগারের জীবন হয়না তুলনা
হাজার হাজার পোস্ট দেবো, লাখ লাখ কমেন্ট ;
ভক্তরা বলেন লাইক -এনকোর, গুরু বলেন দ্যাখ! দ্যাখ!
রুখবে আমায় আছে কেউ? মোডুর দৌড় আছে জানা;
এর আগে জেনারেল করে- তিন দিনে কান ধরে দিলো ক্ষ্যামা।
প্রথম চার লাইন ওয়াল্ট ডিজনি এর পিনোকিওর ডক্টর আসাদুজ্জামানের বাংলা অনুবাদের এক দুলাইন বদলে দিয়ে লেখা। পরের দুই লাইন আমার মৌলিক রচনা ।
@ প্রিয় মডু, আমি নিজে ব্যান খাওয়ার আগে ভালো হয় আমাকে সাময়িক ব্যান করে দেন, রমজান মাসে আমার পোস্ট দেওয়ার, নিজের পোস্টে কমেন্ট করার বা অন্যের পোস্টে কমেন্ট করার ক্ষমতা রহিত করে দেন। যাহারা ব্লগের বাতি জ্বালাইয়া রাখেন তাহারা না থাকিলে অন্ধেরা দেখিবে কেমন করিয়া?
@ প্রিয় মডু ২- সাধারন ব্লগার এর পক্ষে পোস্টের টাইটেল দেখে, পোস্ট দাতার নাম দেখে বা যে কয় লাইন প্রথমেই স্ক্রিনে ভেসে ওঠে তা দেখে একটা পোস্ট এড়িয়ে যাওয়া সম্ভব; কিন্তু আপনাকে সকল পোষ্ট পড়তে হয়, এমনকি জেনারেল ব্লগাররা ভেতরের পাতায় যে পোস্ট দেয় আপনাকে তাও পড়তে হয়। তিরিশ দিনে আপনার জাহান্নাম থেকে মুক্তি নাই। আপনি সারা বছর রোজা রেখে দেখেন। আপনার জন্য অফুরান সমবেদনা।
২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২৬
মা.হাসান বলেছেন: জেনারেল হলে আমার পক্ষে দু চারজন পোস্ট দেবে- অমুক ভাই জেনারেল কেনো? ডিক্টেটর মডু জবাব চাই। দু দিন পরে সেফ হয়ে আবার প্রথম পাতায় পোস্ট দেবো- আপনাদের দোয়ায় সেফ হইলাম, সবাইকে হৃদয় নিংড়ানো ধন্যবাদ। লকে ফুলের তোড়া উপহার দেবে । নেতারা যে রকম নামের সাথে লিখেন- জেল ফেরত, আমিও সে রকম লিখবো- কুড়ি বার জেনারেল হওয়া ব্লগার। ইত্যাদি। হিট হওয়ার সহজ তরিকা।
২| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: এতদিন মোদিজি চাওয়ালার ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজেকে তুলে ধরে আসছিলেন। সেদিন দেখলাম ঝাড়ু দিয়ে রাজপথ পরিষ্কার করে নিজেকে সুইপার হিসেবেও তুলে ধরেছেন।তা দেখে ভারতবাসী ঝাড়ু হাতে রাস্তায় নেমেছে। সামান্য একঢোক পঞ্চগব্য সেবন করে করোনাকে ভারতমহাসাগরে নিমজ্জিত করতে কোমর বেঁধে নেমেছেন।
ব্লগে কি জানি এখন জেনারেল হবার হিড়িক পড়েছে। জানিনা এতে সুযোগ-সুবিধা বেশি পাওয়া যাবে কিনা... তবে যদি তাই হয় এবং টিকিট সিস্টেম চালু হয় তাহলে আমারো একটা বুকিং রইলো। অন্যথায় আপনাকে অনুরোধ মডু স্যারকে দিয়ে একটা বুকিং করিয়ে দিয়েন। জেনারেল হলে নাকি দেশের রাষ্ট্রপতি হবা রায়। আপনি কি বলেন?
২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০২
মা.হাসান বলেছেন: শুনেছিলাম ডোনাল্ড ট্রাম্প বাংলা শিখছে সামু ব্লগে জ্ঞানী গুনি লোকদের পোস্ট পড়ার জন্য। এখন দেখছি মোদিজীও সামু ব্লগের একজন পাঠক। ঝাড়ু দেওয়ার এই আইডিয়া উনি ব্লগ থেকেই ঝেড়ে দিয়েছেন। ঝাড়ু না দিলে জীবনে উন্নতি করা যায় না। মোডুর কাছে অনুরোধ, বিনা পয়সায় ঝাড়ুদারদের কাছ থেকে আর কত ঝাড়ু দেওয়াবেন? কিছু সম্মানির এর ব্যবস্থা করেন।
আপনার কথা বলেন। কোথায় ছিলেন? গতকালকের আগে আপনাকে তো সার্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছিল না । ইলেকশনের ডিউটি করলেন, নাকি নিজেই নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন ?
৩| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪১
আমি সাজিদ বলেছেন: ঘটনা বুঝলাম না।
২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৩
মা.হাসান বলেছেন:
একটু খুঁজে দেখে। যারা ব্লগ আলোকিত করে রাখেন, তাঁরা ব্লগে নাই। ব্লগ খাঁ খাঁ করছে । আমি মর্মাহত।
৪| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৫
শেরজা তপন বলেছেন: আপনি কি ব্লক খেয়েছিলেন নাকি?!!!
কবিতা জব্বর হৈসে
@ পদাতিক চৌধুরি'র কমেন্টের কিছু অংশ পড়ে ব্যাপক মজা পাইলাম
ব্লগে কি জানি এখন জেনারেল হবার হিড়িক পড়েছে। জানিনা এতে সুযোগ-সুবিধা বেশি পাওয়া যাবে কিনা... তবে যদি তাই হয় এবং টিকিট সিস্টেম চালু হয় তাহলে আমারো একটা বুকিং রইলো। অন্যথায় আপনাকে অনুরোধ মডু স্যারকে দিয়ে একটা বুকিং করিয়ে দিয়েন। জেনারেল হলে নাকি দেশের রাষ্ট্রপতি হবা রায়। আপনি কি বলেন?
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৮
মা.হাসান বলেছেন: আপনি কি ব্লক খেয়েছিলেন নাকি?!!!
মডু বড্ড পার্শিয়াল্টি করে। নিজের পছন্দের দুএকজন ছাড়া বাকিদের খেলায় নেয় না।
কবিতা জব্বর হৈসে-
ধন্যবাদ। এইটা হইলো আসাদুজ্জামান সাহেবের মূল কবিতা:
পদাতিক চৌধুরি'র কমেন্টের কিছু অংশ পড়ে ব্যাপক মজা পাইলাম
ব্লগ থেকে অনেক স্টেট সিক্রেট পাচার হয়ে যায়। খুব দুঃখ জনক। বাংলাদেশ বা পাকিস্তানে জেনারেল হলে প্রেসিডেন্ট হওয়া যায়, কিন্তু ভারতে এই কালচার ছিলো না। স্টেট সিক্রেট পাচার হবার পর দেখা যাচ্ছে ভারতের জেনারেলরাও পলিটিক্সে জড়িয়ে পড়ছেন। এর আগে ভারতীয় আর্মি চিফ জেনারেল বিজয় সিং রিটায়ারমেন্টের পর বিজেপিতে যোগ দিয়ে মন্ত্রী হয়েছেন। বর্তমান আর্মি চিফ বিপিন রাওয়াত বিজিপিতে জয়েন করার জন্য বুকিং দিয়ে রেখেছেন। ওনার জন্য সরকার Chief of Defence Staff (CDS) পদবি ক্রিয়েট করেছে। ভবিষ্যতে এনারা পেসিডেন হলে অবাক হবো না। স্টেট সিক্রেট পাচার হওয়া রোধে সকলের সচেতন হওয়া দরকার। শবনম ম্যাডাম চলে যাবার পর এই বিষয়ে বলিষ্ঠ কণ্ঠ আর দেখি না।
৫| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি হলাম জেনারেল
যা ইচ্ছা তাই করি!
নিজের জালে বন্দি হয়ে
এখন জ্বলে পুড়ে মরি !!
২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪১
মা.হাসান বলেছেন: আমি হলাম জেনারেল
যা ইচ্ছা তাই করি!
ব্লগ যে আন্ধার হয়ে গেলো।
জ্ঞানী গুনি লোকদের পোস্ট-কমেন্ট সব বন্ধ। বেঁচে থেকে আর লাভ কি?
৬| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:০১
সোহানী বলেছেন: প্রথমেই গাজি ভা্ইয়ের কাছে দীক্ষা নেন। না হইলে ব্লগে যারা কিঞ্চিত একপাশ ধরে লিখে সেখানে কইষা একটা গালি দেন......
পদাতিকের মতো আমিও জানতে চাই "ব্লগে কি জানি এখন জেনারেল হবার হিড়িক পড়েছে। জানিনা এতে সুযোগ-সুবিধা বেশি পাওয়া যাবে কিনা"!!
এমনিতেই আপনি ফুলেল শুভেচ্ছায় অস্থির! নতুন কইরা আর কত ফুলেল শুভেচ্ছা নিবেন
২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৯
মা.হাসান বলেছেন: বিদেশি ডিগ্রি বা টেরাম্প কানেকশন না থাকলে কি উনি দিক্ষা দিবেন
গালি দেওয়াটা ট্রাই করতে হবে। ব্লগে এত সুমধুর শব্দ শুনি যে গালিগালাজ ভুলে গেছি।
জেনারেল হলে সুবিধা- অমুক ভাই জেনারেল কেনো কত্তিপক্ষ জবাব চাই মার্কা পোস্ট আসে, জনপ্রিয়তা যাচাই হয়। তবে মডু নাকি এখন ডাবল-ট্রিপল জেনারেল করতেসে, কত্তিপক্ষ জবাব চাই মার্কা পোস্ট লেখার মতো লোকেরাও জেনারেল মডু এতটা পাষান!
ফুলেল শুভেচ্ছা- আপনারা যখন ছাত্র সেই সময়ের একখান জোক।
এর্ষাদ কাকু মিটিঙে। বাচ্চারা আসতেছে, গলায় ফুলের মালা দিয়ে দিতেছে। অনেক মালা , গলায় আর জায়গা হচ্ছে না। কাকুর মুখে হাসি নাই। পিএ জিজ্ঞাসা করলো স্যার, কুনু অসুবিধা? মুখটা এত মলিন কেনো স্যার?
কাকু--***জাদা, পয়সা দিছি দুই ডজন মালার, কেবল আসছে কুড়িটা। বাকি চারটা গেলো কই?
যারা ফুলেল শুভেচ্ছা জানায় তারাই আজ অনুপস্থিত । এই দুঃখ রাখি কোথায়
৭| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৪
অপু তানভীর বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪২
মা.হাসান বলেছেন: বাবু খাইসো?
বাবু খাইসো ?
বাবু ব্যান খাইসো?
৮| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ২:২০
জিকোব্লগ বলেছেন: মডু সঠিক কাজ করেছেন। উনি বিচক্ষণ ব্যক্তি।
২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
মা.হাসান বলেছেন: সন্দেহ নাই। তবে বড্ড একচোখা। আমাদের জীবনে কি সাধ আহলাদ নাই?
৯| ২৫ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহহা আমি ব্লগ খুলে ভাবতাছি কীরে..... মাইনসের দুই চার দশটা পোস্ট দেখি না ক্যারে দ্বিতীয় পাতায় গিয়াও দেখি না। যাই হোক ..... মাঝে মাঝে আজাইরা মানুষের স্বেচ্ছায় অবসর দেয়া দরকার। আমি মাঝে মাঝে দেই compulsory retirement
২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫০
মা.হাসান বলেছেন:
ব্লগ অন্ধকার ।
সব খাঁ খাঁ করছে।
জ্ঞানের কথা নাই।
লোকে ভুলভাল পোস্ট দিতেছে, ঠিক করে দেয়ার কেউ নাই।
বুকে বড় কষ্ট ।
১০| ২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৩২
ইসিয়াক বলেছেন: আমিও জেনারেল হইতাম চাই।
আমায় জেনারেল কইরা দেন ও মডু ভাই।।
আমি জেনারেল হবো।
দীক্ষা নেবো
বড় হুজুরের কাছে।
জেনারেল হইলে কি সুখ শান্তি
দেখার বাকি আছে।
আমি জেনারেল হবো
আমি জেনারেল হবো।।
# সুর দিয়া লন
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৪
মা.হাসান বলেছেন: কেউ হবে আর কেউ হবে না,
তা হবে না তা হবে না।
মডুর কালো হাত
ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সাদা করে দাও সাদা করে দাও।
জেলের তালা ভাঙবো
জেনারেলদের বাইরে আনবো।
- এই সুরটা চলবে?
১১| ২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৪
জুল ভার্ন বলেছেন: স্যালুট ভার্সুয়াল জেনারেল
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১২
মা.হাসান বলেছেন: বলেছেন: জি, আমার তরফ থেকে ওনাদের প্রতি ভার্চুয়াল না, সত্যিকারের স্যালুট ।
১২| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। তবে দীর্ঘ একদিনের বিরতির জন্য আমি দায়ী নই।
আমি স্বীকার করছি ব্লগ থেকে অনেক কিছুই কপি করি।এই যেমন আপনি মাঝে মাঝে গায়ের হয়ে যান।কুমির ভাই কান্নাকাটি করে। একবার তো হুমকি দিয়াছিলেন আপনি না ফিরলে বিরিটেনের রাজকার্য ফাইলা সাঁতার কাটতে কাটতে বুড়িগঙ্গার তীরে উপস্থিত হবেন।কারো কোনো যুকতি শোনে নাই।শেষে জুনাপু আইসা কতক বুঝাইয়া তবেই কুমিরাশ্রুর অবসান ঘটান। তার পর থাইকা আমিও আপনার লগে মস্ত বড় ফ্যান হচ্ছি। মাঝেমধ্যে ডুব দিইয়া একটু ফুরসৎ নিই।তাই হয়তো আপনি কতক আমাগো বোলোগে দেখেন লাই।
আমগো জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দুটি দেশে বসবাসের ব্যবস্থা করে রেখেছেন। দুই তারিখের পর বিষয়টি আরও পরিষ্কার হবে।দেখেন আপনি আবার যেন হিংসে করে না বসেন।
ভালো থাকুন সবসময়।
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪১
মা.হাসান বলেছেন: বহুত হিংসা হইতেছে। আপনার যাবার জন্য দুইখান জায়গা। আমাদের যাবার যায়গা একটাই। আগে ঢাকা-করাচি ডায়রেক্ট ফ্লাইট ছিলো, এখন বন্ধ হয়ে গেছে, কলোম্বো ঘুরে যাওয়া লাগে। কেউ কেউ অবশ্য বলে ইয়েতে লাথি দিয়ে পাঠাবে, কিন্তু কেউ কথা রাখেনি
যা হোক, ১৯৪৮ সালের আগে আপনি কোথায় ছিলেন এই ডকুমেন্ট যোগাড় করতে না পারলে বাংলাদেশে চলে আসতে পারেন, বাংলাদেশে কয়েক লাখ ভারতিয় অতি উচ্চ বেতনে চাকরি করছে , আপনার ও সমস্যা হবে না।এখানে ভালো না লাগলে না হয় দুজন মিলে আফগানিস্তান চলে যাবো (আপনি গুপ্তচর মানুষ , পাকিস্তান ঠিক সহ্য হবে বলে মনে হয় না)।
২রা মে গেরুয়ার বাংলা জয়ের অপেক্ষায়।
১৩| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্লগার রাজিব নুর খান এর উচিত ওয়াজ পোস্ট বাদ দিয়ে সাধারণ পোস্ট দেয়া।
উনার লেখার হতা চমৎকার।
উনার উচিত পত্রপত্রিকায় বেশী বেশী লেখা।
সম্ভব হলে খুব দ্রুত ব্লগ ছেড়ে দেয়া ।
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৫
মা.হাসান বলেছেন: উনি যত বড় লেখক সেই মাপের পাঠক ব্লগ কেনো বাংলাদেশেই কম আছে। এখানে ওনার পতিভার প্রকৃত মূল্যায়ন হচ্ছে না। উনি কয় দিন আগে বলেছিলেন কানাডা ওনাকে ভিসা দেয় নি (বা ইমিগ্রেশন রিফিউজ করেছে, এরকম কিছউ)। বড় দুঃখজনক। জার্মানি বা ফ্রান্সে চলে গেলে অনেক বিখ্যাত হবেন বলে আশা করি।
১৪| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩২
রানার ব্লগ বলেছেন: রাজিব ভাইয়ের জেনারেল হওয়া টা মেনে নেয়া যাচ্ছে না।
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫২
মা.হাসান বলেছেন: আমরা সকলে ওনার প্রস্রব ক্ষমতার সাথে পরিচিত। এই ক্ষমতার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। উনি যদি কিছু হাদিস প্রস্রব করতে চান তাতে মডু কেনো সন্দেহ করলো বুঝলাম না।
ওনার জেনারেল হওয়া সাময়িক বলে মনে করি। নির্দিষ্ট সময়ের পরে মডারেটর ওনাকে সেফ করবেন বলে আশা করি। এর আগের বার মনে হয় তিন দিন লেগেছিলো। এবার অলরেডি দেড় দিন হয়ে গেছে। কাল সন্ধ্যা নাগাদ না হলে পরশু সকাল নাগাদ ওনার সেফ হওয়া প্রত্যশা করি।
১৫| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৭
বিদ্রোহী সিপাহী বলেছেন: ব্লগ খাঁ খাঁ করছে! আমি মর্মাহত! হাসি চাপতে পারি না ভাই...
এই সত্যটা কে কারে বুঝাবে, পৃথিবীর কোথাও কিছু কারও জন্যে আটকে থাকে না।
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৬
মা.হাসান বলেছেন: ব্লগে অনেকেই আসেন জ্ঞানি-গুনি ব্লগারদের লেখা আর কমেন্ট পড়তে । ওনারা লিখতে বা কমেন্ট করতে না পারলে ব্লগ চলে কি করে? আমি তো শুনলাম সামু ব্লগে কাল থেকে সেরকম পোস্ট কমেন্ট আসতেছে না বলে বাংলাদেশে সাবমেরিন কেবলের উপর নাকি লোড কমে গেছে
১৬| ০৪ ঠা মে, ২০২১ রাত ২:৩৩
ঢুকিচেপা বলেছেন: আপনি কি জেনারেল হতে পেরেছেন ? হয়ে থাকলে আমাকেও ২/১ টা র্যাঙ্ক দিয়েন।
১৭| ০৫ ই মে, ২০২১ রাত ৩:১০
রাজীব নুর বলেছেন: ওকে। ভালো।
১৮| ২৭ শে মে, ২০২১ রাত ৯:১৮
খায়রুল আহসান বলেছেন: জেনারেল হওয়াটাতো আর চাট্টিখানি কথা নয়! সবাই পারে না।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জেনারেল হলে কি এওয়ার্ড পাওয়া যাবে ???
