| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কয় দিন পরে ঈদ। এখন ঈদের খুশি, আনন্দ নিয়ে পোস্ট আসার কথা, রমজানের ঐ রোজার শেষে গান আসার কথা। কিন্তু ব্লগে আনন্দ নাই। কারবালার মতো অবস্থা।
ব্লগ বড় আন্ধার আন্ধার লাগে। জ্ঞানগর্ভ পোস্ট কম। কমেন্ট নাই।
ব্লগে লোকে উল্টা পাল্টা লিখে ভাসাইয়া দিতেছে, দেখার কেউ নাই, শিখানোর কেউ নাই। বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সব দেখতে হচ্ছে।
যা হোক, আশা করি কাল পরশুর মধ্যে এই অবস্থার উন্নতি হবে। হেভিওয়েট ব্লগাররা ফিরে আসবেন।
অপেক্ষার প্রহর গুলো বড় লম্বা মনে হচ্ছে। এই দুঃখের দিনে আসেন দুঃখ গুলো ভাগ করে নেই। গান শুনি।
আমার পছন্দের কিছু গান (এবং একটা কবতে) নিয়ে আজকের আয়োজন। আপনাদের কোনো পছন্দ থাকলে জানাতে ভুলবেন না। শুরু করা যাক তাহলে আজকের আসরঃ---
আমার খুব পছন্দের গান ![]()
এটা গান না, কবিতা, এটাও খুব ভালা পাই:
আমি যখন বন্দি তখন আমাকে বক দেখিয়ে যদি কেউ চলে যায় তখন কেমন লাগে?
ভয় পেলে চলবে না, দাবি আদায় করে ছাড়তে হবে-
*ডুর দৌড় জানা আছে। আমারে আটকায় সিরাম জেলখানা এখনো তৈরি হয় নি।
দিন ফিরবে-
সাথে থাকুন। আগামিকাল সন্ধ্যায় আসছে আমার ডায়েরির পাতা থেকে নেয়া স্মৃতি কথা- যখন জেনারেল ছিলাম । কাল সামুর পাতায় আসতে ভুলবেন না যেনো।
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১০
মা.হাসান বলেছেন: তাজুল ভাই, আমি তো ঝাকানাকা ভিডু দেই নাই, কারবালা টাইপ ভিডু দিলাম। এতেও যদি আপনার চিত্থচাঞ্চল্য ঘটে তাইলে এক কাজ করেন, য়ের্ষাদ কাকুর ছবি ফ্রেমে বাধাইয়া ঐটার দিকে তাকাইয়া ধ্যান করেন:

২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১১
মা.হাসান বলেছেন: কেমন করে যেনো ভুল ছবি চলে গেলো
আপনার যেইটা ভালো লাগে সেইটা ঝুলান।
২|
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো গেয়েছেন। আপনার গানের হাত অনেক ভালো এবং লম্বাও।
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১২
মা.হাসান বলেছেন: আপনি শুধু গানের হাতটাই দেখলেন, নাচ আর কোরিওগ্রাফি গুলান দেখলেন না
ব্লগে গুনের কদর আর নাই। ![]()
৩|
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অবাস্তব ঘটনা অবলম্বনে সত্য গল্প নিয়া আসতেছি। সাথে থাইকেন। শুভেচ্ছা দেয়া হবে
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৭
মা.হাসান বলেছেন: দেহায় মুরগি খাওয়ায় ডাইল
। তাও যদি বুতলের ডাইল হইতো
রাত জাইগা খাড়াইয়া থাইক্কাও কুনু শুভেচ্ছা পাইলাম না, খালি কুন হিরুইনের মুখডা কতোটা ফটুজেনিক তাই শুইনা আইয়া পড়লাম। ![]()
৪|
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৩
শেহজাদী১৯ বলেছেন: ধরো বন্ধু আমার কেহ নাই
আমায় ছেড়ে দে রে দে রে
Let me go
আমার পছন্দের কিছু দিলাম
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২০
মা.হাসান বলেছেন: আপনি মনে হয় অনেক দিন পর ব্লগে আসলেন।
আমি নিজে যেমন আমার পছন্দও তেমন, দুই নম্বরটা আমার খুব বেশি পছন্দ হইসে
। অ্যাড কইরা দিতেসি , অনেক ধন্যবাদ।
৫|
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩১
সোহানী বলেছেন: রোজা ধরছে বুঝা গেছে ভাইজান ![]()
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৮
মা.হাসান বলেছেন: রোজায় ধরলে তিরিশ ঘা, পুলিশ ধরলে ছত্রিশ ঘা, আর মডুতে ধরলে...
ধরে ধরে ধরে না, ধরলে মডু ছাড়ে না ![]()
৬|
২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: গান শোনার মুডে নেই।বড্ড বাড় বেড়েছে। চারদিকে ভয়ঙ্কর অস্থিরতা।
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩০
মা.হাসান বলেছেন: মুড নাই বললে তো শুনবো না, সব মুডেরই গান আছে।
এটা আপনার্জন্য:
৭|
২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৫১
মনিরা সুলতানা বলেছেন: সন্ধ্যার পর আসতে হবে!
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৮
মা.হাসান বলেছেন: আনুমানিক আটটা। শো শুরু হইবার পূর্বেই টিকেট সংগ্রহ করুন।
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩১
মা.হাসান বলেছেন: দুঃখিত, একটু দেরি হয়ে গেলো। পোস্ট রেডি। নিচের। কমেন্ট গুলোর জবাব দিয়েই পোস্ট দিচ্ছি।
৮|
২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
রোজার দিন গান শুনতে ভাললাগেনা। সামু কি আপনারে কমেন্ট ব্যান করছে, আফনে কিতা করছুন ?
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৪
মা.হাসান বলেছেন: সেই তো, রোজার দিনে একটু পেট ভরে ব্লগিং করবো, মডু তাতে বাগড়া দেয়।
সামু কি আপনারে কমেন্ট ব্যান করছে, আফনে কিতা করছুন ?
কি করি নাই, মডুকে অন্ধ, একচোখা, নেপোটিজমকারি, দুচারজনকে বিশেষ সুবিধা দেয় - কত গালিই দিলাম, কিন্তু মডু গরিবরে পাত্তাই দিলো না। আমারে জেনারেল করিলে মাজার পাঁচশিকার সিন্নি দিতাম। ব্যান খাইবার যোগ্যতা আমার নাই। দুঃখ রাখি কোথায় ![]()
৯|
২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৫
স্থিতধী বলেছেন: অঞ্জন সাহেবের দেখি সাহস কম না! সেই যুবা বয়সে রঞ্জনা কে বলেছিলেন যে পাড়ায় তিনি আর আসবেননা, কারন দাদারা ঠ্যাং খোড়া করে দিবে বলেছে। এখন দেখি তিনি আবার গাইতেছেন “ আমি আসবো ফিরে তোমার পাড়ায়!” ; বুড়ো দাদা দের ডাকতে হবে আরেকবার । নয়তো একটা আইসক্রিম ভেন্ডর ঠিক করতে হবে । লেবু আর আমের ফ্লেভারে বানানো একটা বিশেষ আইসক্রিম খাওয়ানো হোক ওনাকে; তাহলে যদি মাথাটা ঠান্ডা হয়!
আমার এক দুষ্টু কাজিন একবার বলেছিলো; ইলিয়াস কাঞ্চনের কান্না নাকি যেকোন নায়িকার কান্নার থেকেও হ্রদয়বিদারক!
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দিবো।
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৫
মা.হাসান বলেছেন: ঐ সময়ে অঞ্জনের মহল্লার কাউন্সিলর ছিলেন কৌশিক পাল। খুব খারাপ , অনুদার, অমানবিক লোক। অঞ্জন নাম ভিড়িয়ে ছদ্মবেশের ঢোকার চেষ্টা করেছে, পারেৈ, প্রতিবারই ধরা খেয়ে গেছে। পরে জাহিদ মল্লিক কাউন্সিলর হন। মাইডিয়ার লোক। নিজে রঞ্জনার সাথে অঞ্জনের ডেটিঙের ব্যবস্থা করে দেন।
ইলিয়াস কাঞ্চনের কান্না নাকি যেকোন নায়িকার কান্নার থেকেও হ্রদয়বিদারক
মাইরালা রে আমারে মাইরালা
![]()
১০|
২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: গান শুনি না এখন আর
মনে এত আনন্দ ইশ ...। অন্যের বেদনায় বেদনাগ্রস্থ হইতে হয় .... যাই হোক চোখের শান্তি আলহামদুলিল্লাহ। ভালো মানের ব্লগারদের কিছুদিন শুয়ায়ে রাখতে হয়। নইলে ব্রেইন স্ট্রোকের সম্ভাবনা থাকে
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৭
মা.হাসান বলেছেন: সাধারণ লোক শুইয়া শুইয়া রেস্ট নেয়। বড় জেনারেলরা শুইয়া শুইয়াও ব্লগিং করে।
অন্যের বেদনায় বেদনাগ্রস্থ হইতে হয়...
রোজা রাখিয়া কি চোখে গ্লিসারিন দেওয়া যায়?
১১|
২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০১
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৯
১২|
২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৮
অপু তানভীর বলেছেন: বউ সম্ভবত বাপের বাড়িত গেছে । বুঝবার পারছি । এই জন্য মনে এতু আনন্দ !
কথা আসলেই সত্য । ব্লগটা কেমন হয়ে গেলু । কেউ দেখার নেই, কেউ জ্ঞান দেওয়ার নেই ।
এমন চলতে দেওয়া যায় নাআআআআ.....
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪১
মা.হাসান বলেছেন: বউ সম্ভবত বাপের বাড়িত গেছে ।
বুঝলেন ক্যামতে? বউয়ের কোনো বান্ধবির সাথে নতুন 'ফ্রেন্ডশিপ' করছেন নাকি? ![]()
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৩
মা.হাসান বলেছেন: ব্লগটা কেমন হয়ে গেলু । কেউ দেখার নেই, কেউ জ্ঞান দেওয়ার নেই ।
হাল বিহীন নৌকা আর অভিভাবকহীন ব্লগ , বড়ই ডেনজারাস। এভাবে চলতে দেয়া যায় না।
১৩|
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩১
শেহজাদী১৯ বলেছেন: হ্যাঁ। বেশ কিছুদিন পর অনেকগুলি লেখা প্রকাশের পরও সেফ না হতে পেরে সব ড্রাফ্টে নিয়ে চলে গেছিলাম।
আবার ফিরলাম। নাইবা হলাম সেফ। কিছু লিখে যাই। কতদিন আয়ু আছে কে জানে?
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৬
মা.হাসান বলেছেন: তিন দিন পরে কোনো অভিযোগ না থাকলে একজন ব্লগারের সেফ হওয়া উচিৎ বলে মনে করি। এ বিষয়ে ব্লগ অ্যাডমিন আরো অ্যাকটিভ হলে ভালো লাগতো। আপনাকে অনুরোধ করবো কষ্ট করে হলেও ব্লগে থাকতে। কেউ কেউ আচেন কোনো পোস্ট না করে, শুধু কমেন্ট করেও সেফ হয়ে গেছেন। আপনি দ্রুত প্রথম পাতায় এক্সেস পান এই কামনা করি।
১৪|
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪১
সাহাদাত উদরাজী বলেছেন: কয়েকটা গান শুনে ফেলেছি।
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৬
মা.হাসান বলেছেন: ধন্যবাদ সাহাদাত ভাই। আশা করি গান গুলো ভালো লেগেছে।
১৫|
০৫ ই মে, ২০২১ রাত ২:৫০
রাজীব নুর বলেছেন: হুম।
১৬|
২২ শে মে, ২০২১ রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: গানের মধ্যে "কারার ঐ লৌহ কপাট"টাই সবচেয়ে ভাল লেগেছে।
পোস্ট পড়ার সময় সোহানী এর মন্তব্যটাই আমারও মনে এসেছিল। পরে অবশ্য বুঝলাম, না, ঠিক তা নয়।
মুফতে কিছু গান শোনা হলো-পোস্ট ও মন্তব্য থেকে!
১৭|
০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:২৭
হাবিব বলেছেন: ক্লাস ৯/১০-এ থাকতে প্রচুর গান শুনতাম।গান না ছেড়ে পড়তেই বসতে পারতাম না। রেডিওতে গান বাজতে থাকতো আর আমি ম্যাথ করতাম। এখন আর গান শুনতে ইচ্ছে করে না।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রোজা মাইয়্যা দিন, কী সব শুরু করছেন!

ইমানদারদের ইমান নিবেন নাকি!