নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হায়!হায়!

ইইসমাইল

০৫০৮০২৯

০৫০৮০২৯ › বিস্তারিত পোস্টঃ

‌‌‌'জিহাদী বই' না বলে 'সন্ত্রাসী বই' বলাই কি শ্রেয় নয়_______?

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৯

প্রায়ই এই টাইপের সংবাদবাক্য আমরা দেখি......



রাজধানীতে জেহাদি বইসহ শিবিরকর্মী আটক:

রাজধানীর কলাবাগান থানার সেন্ট্রাল রোডে একটি মেসে তল্লাশি চালিয়ে জেহাদি বই, চাঁদার রশিদসহ শিবিরকর্মী মো. দাউদকে আটক করেছে পুলিশ।"

.........................

ইসলামে জিহাদ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

যারা জিহাদ করে ইন্তেকাল করেন তাদেরকে 'শহীদ' বলা হয়।

আর যারা বেঁচে থাকেন তারা হন 'গাজী'।



তাছাড়া পবিত্র কোরআন শরীফেই জিহাদের হুকুম-আহকাম নিয়ে অনেক বিষয় বর্ণনা আছে.....তাহলে কি কোরআন শরীফকেই ‌কথিত 'জিহাদী বই' বলতে হবে? হাদীস শরীফের কথাতো রইলোই।



মূলত ইসলামবিদ্বেষী মহলরা খুবই সূক্ষ্মভাবে এধরনের কিছু ইসলামী শেয়ারের শব্দকে হেয় ও অবজ্ঞা করার জন্য এভাবে ব্যবহার করছে। আর অসতর্ক মুসলিম লেখক-সাংবাদিকরা এই ধরনের শব্দ ব্যবহার করে থাকে। যা মূলত ইসলামী বিশেষ বিশেষ অনুষঙ্গকে হেয় করার অচেষ্টার একটি নমুনা।



ইসলাম কখনোই উগ্রতা-সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। বরং ধর্মব্যবসায়ীরাই ইসলামকে ব্যবসার মাধ্যম বানিয়ে জিহাদ' নামক পবিত্র বিষয়কে যাচ্ছেতাই বিকৃত করে ফায়দা লুটতে চায়।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭

এন ইউ এমিল বলেছেন: ইসলাম কখনোই উগ্রতা-সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়

ইসলামের নাম নিয়ে কিছু কুল্ঙ্গার উগ্রতা-সন্ত্রাসবাদ করে উসলামকে অপমান করছে

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

০৫০৮০২৯ বলেছেন: প্রিয় পোস্ট দ্রষ্টব্য

২| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মূলত ইসলামবিদ্বেষী মহলরা খুবই সূক্ষ্মভাবে এধরনের কিছু ইসলামী শেয়ারের শব্দকে হেয় ও অবজ্ঞা করার জন্য এভাবে ব্যবহার করছে।

আর অসতর্ক মুসলিম লেখক-সাংবাদিকরা এই ধরনের শব্দ ব্যবহার করে থাকে।

যা মূলত ইসলামী বিশেষ বিশেষ অনুষঙ্গকে হেয় করার অচেষ্টার একটি নমুনা।

আশাকরি অসচেতন লেখক-সাংবাদিকরা সচেতন হবেন! নিজের আত্মপরিচয়ে কালীমা লৈপনে বিরত থাকবেন। অন্যের ধারনায় নিজস্বতাকে বদলে দেবেন না।

৩| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর ইসলামী বইকে জিহাদী বা সন্ত্রাসী বই বলা হবে কেন?
সেখানে সন্ত্রাসের কোন শিক্ষা আছে কি?

সেখঅনে কি অস্ত্র বানানোর কৌশল শেখানো হচ্ছে?

বা অবৈধ অস্ত্র চোরাচালান বা রাষ্ট্র বা দেশ বিরোধী কোন শিক্ষা আছে কি?

তবে?

আসলে এন্টি ইসলামিক গ্রুপ বিশ্বব্যাপি যে প্রোপাগান্ডা চালাচ্ছে- তারই বাংলা ভার্সনে ইসলামের মৌলিক বিশ্বাসকে আঘাত করার অপচেষ্টা চলছে...!!
ধন্যবাদ বিষয়টিতে আলৌকপাত করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.