![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে আঁখি বাগচী পাখিকে (১৭) নামে এক কলেজছাত্রীকে এসিড দিয়ে ঝলসে দিয়েছে রথিন ঘোষ (২৫) নামে এক বখাটে। গতরাত ৩টার দিকে ঘরের ভেতর ঢুকে তার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় ওই বখাটে। ঘটনার শিকার আঁখি বাগচী গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামের সুবাস বাগচীর মেয়ে ও সদর উপজেলার কৃষ্ণপুর সপ্তপল্লী মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মুখমণ্ডল, হাত, গলাসহ শরীরের ১০ শতাংশ ঝলছে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কলেজছাত্রী আঁখি ও তার পরিবারের লোকজন জানিয়েছেন, তাদের পার্শ্ববর্তী ঘোষালকান্দি গ্রামের সুধাংশু ঘোষের ছেলে রথিন ঘোষ দুই বছর ধরে প্রেম নিবেদন করে আসছিল আঁখিকে। পরে বিয়ের প্রস্তাব দেয় সে। এতে আঁখি বা তার পরিবারের লোকজন রাজি না হওয়ায় তাদেরকে বেশ কয়েকবার হুমকিও দেয় রথিন ঘোষ। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে সালিসি বৈঠকও হলেও কোনো প্রতিকার হয়নি। গতরাত ৩টার দিকে ঘরের হোগলা পাতার বেড়া কেটে কৌশলে ঘরের মধ্যে প্রবেশ করে আঁখির শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। ভোর সাড়ে ৪টার দিকে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। - See more at: Click This Link
২| ১১ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৯
আহলান বলেছেন: খুবই দুঃখজনক .... রাথিনকে ধরে ওর মুখেও এসিড মারা উচিৎ .... এবং এসব বিচার আচার দ্রুত থানা পর্যায়েই করা উচিৎ ... ধর তক্তা মার পেরেক ....
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: লেখাটি কপি পেস্ট মেরে দিলেন ভাই হা হা হা একটু নিজের ভাষায় লেখতেন। যাই হোক নিন্দা জানাই এই ঘটনার। দোষীদের ফাঁসির মঞ্চে দেখতে চাই।