![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রতিদিন তাকে দেখি আর মনে মনে ভাবি এই নারীটা কে আমার যাওয়া আসার পথে তাকে প্রতি বার দেখি আর ভাবি মনে হয় নারীটি কোন নোংরা কাজে লিপ্ত । আমি তাকে অনেক দিন ধরে দেখি কিন্তু তার কোন খোজ খবর পাই না তাকে বলা হয়না। এই তো সেইদিন আমর চোখের দরজা মনের ভাবনা সব শেষ হয়ে গেল। যখন তার বিষয় যানতে পারলাম যে তার জীবনের একটি দূর ঘটনা আছে। তার স্বামী আছে সংসার আছে কিন্তু তার কোন সুখ নাই। তার স্বামী তাকে নির্যাতন করত তার উপর তাই সেই নারী তাকে ছেড়ে বাবা বড়ীতে এসে ছে কিন্তু শেষে কর কাছে বোঝা হয়ে থাকে নাই । সেই পায়ে হেঠে ১৫ কি:মি: পথ বয়ে রোজগার করে তার জীবন যাপন করছে । তাকে দেখে আমার সেই দিন চোখের জল বয়ে গেছে যে সে এত কষ্ট বুকে নিয়ে কি ভাবে তার জীবন সংগ্রাম করে যা্চ্ছে।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ সকাল ১১:৩০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাবি মনে হয় নারীটি কোন নোংরা কাজে লিপ্ত ? কথাটি বুঝলাম না, বুঝিয়ে লিখুন ।