![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ছেলে সে প্রেম করে বিয়ে করেন কিন্তু তার বাড়ীতে মেনে ও নেন । তাকে তার মেজো দাদা একটি দোকান করে দেন সে দোকান চালান । হঠাৎ তার একটি চাকরী হয়। সে চাকুরী করতে থাকেন । এক বছর পর তার চাকরী আবার চলে যায়। সে আবার একটি চাকরী পায়। সেই দোকান চালাতে থাকে তার বড় ভাই । তার বড় ভাইয়ে চাকরী হলে । তাকে আবার দোকান চালাতে বলে । তার কারন সে বিকাল পাচ টার সময় অফিস থেকে বাড়ীতে আসে। কিন্তু তার বউ তা করতে দিবে না । মুলত কথা হল যে প্রেম করে বিয়া করা আর বোতল ভরে মাল খেয়ে ঘুম পাড়া একই কথা । তার ব্যবহার ভাল না। বউয়ের জালোতে ছেলে টির বাবা মা ভাই বোন সবাই এখন তাকে অপছন্দ করেন। তাই প্রেম করে বিয়ে করবে না্।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
মাঘের নীল আকাশ বলেছেন: আপনি কে ভাই?!?