নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলেই দোষ ,নন্দ ঘোষ

কোর্পরে্ট শয়তান

কোনো কাজকর্ম তো নাই,খাচ্ছেন দাচ্ছেন, অার যখন যা চাচ্ছেন হাতের কাছে তাই পেয়ে যাচ্ছেন। - দাশবংশ

কোর্পরে্ট শয়তান › বিস্তারিত পোস্টঃ

আধুনিক রক্ত চোষক

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:৪১

অাজ কাল যেখানে যাই যে দিক তাকাই না কেন শুধু রক্ত খাদক এর ছড়াছড়ি। একে অপরের খুবলে খাবার চিন্তা। একজন রিক্সা চালক ৫টাকা বেশি চাইল কেন তাকে গালাগাল দিতে হবে মাঝে মধ্যে দুই একটা চর থাপ্পর কোন ব্যাপার না। কিন্তু কেউ দেখার নেই কিছু বলার নাই। আজ কাল ৫টাকায় আপনার প্রয়োজনের কিছুই পাবেন না আপনার সামন্য ইন্টারনেট প্যাকেজ দাম ৫টাকার ও বেশি। সে সামান্য টাকা দিয়ে হয়ত চাল ডাল কিংবা তার সন্তােদর হাত খরচ টাকা। রক্ত চোষক থেকে কবে মুক্তি পােব মানব সমাজ আমরা একই বৃও বিদ্যমান। শুধু কি তাই আস্ত মানুষই গিলে ফেলি কি করার আছে তাদের ওরা নিম্ন শ্রেনীর লোক। আগুনে পুড়ে ফেলি বিল্ডিং ধ্বসে পিসে ফেলি। আমরা আসলেই ভুলো মনা সহজেই ভুলে যাই রক্ত হজম কারক ঔষধ আমাদের মগজ ই তৈরি থাকে। আপনার বারান্দা ফুলের টবের দাম টাও নেই তাদের চুন থেকে পান খশলেই হল গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিতে ও বিবেক লাগে না। কি ই বা করার আছে মাস পোহালে কিছু টাকা ত পাওয়া যাবে। যা লাগার গায়ে লাগুক পেট ত সহ্য করবে। আসলেই আমরা দারুন রক্ত চোষক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.