নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলেই দোষ ,নন্দ ঘোষ

কোর্পরে্ট শয়তান

কোনো কাজকর্ম তো নাই,খাচ্ছেন দাচ্ছেন, অার যখন যা চাচ্ছেন হাতের কাছে তাই পেয়ে যাচ্ছেন। - দাশবংশ

কোর্পরে্ট শয়তান › বিস্তারিত পোস্টঃ

ব্যাবসায়িক জীবনযাপন....

০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:০৮



অনেক দিন এ বিষয় নিয়ে লিখব ভাবছিলাম তবে অফিসের নিয়মনীতি আর সংযম মাসের অসংযমনীতির কারনে সময় করতে পারলাম না ।যা ই হোক আমাদের জীবন যাপন পুরো একটা প্যাকেট বন্দি নিজের আত্নশুদ্ধি কোন পথ নেই কেমিক্যাল এর মত জীবন্ত আর বাসি মগজ এর মত ।চিন্ত শক্তি ও এত ই কম যা শুধু মাএ লাভক্ষতি শতকরা তে ই বুঝে ।মোবাইল ফোন অপারেটর এর একটা বিজ্ঞাপন দেখলাম ওদের থিম আর ধারনটাও ভালো লাগলো তবে যারা কিনা প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট ব্যাবসা করে তাদের শর্ত প্রযোজ্য মানবতা দেখে বিষম খাওয়া ছাড়া উপায় ও দেখি না ।নিদির্ষ্ট পরিমান টাকা রির্চাজ করুন আর একটা নতুন জামা গ্রিফ্ট করুন কতটা হাস্যকর এর সূক্ষ্য চুরির চিন্তা ভাবনা ।যেখানে আপনার ইমোশন কে কাজে লাগিয়ে টাকা তুলে নেয়া মত কাজ করছে আপনি কতটা নিরাপদ থাকবেন ? আসলে আমাদেরই দোষ আছে মাহে রমজান কতটা বেপোরোয়া হয়ে যাই বুঝিয়ে দেই কতটা সংয়ম ইফতার করি না করি পেটের ক্ষুদামেটানো ।দোষ নিজের দের ও দেই না কারন আমরা প্যাকেট এ বন্দি ।পাড়ামোল্লার হাদিসে বন্দি অমুক করতে হবে তমুক করতে হবে তা না হলে ইমান থাকবে না নেকীপাব না ।হায় যেখানে মানবতা জাষ্টবিনে খাবার খুজে সেখানে মোল্লার পেট পুরে ইফতার করা জায়েজ হয়ে ওঠে ।সংযমের নামে ঠোঙ্গা ভর্তি কাবাব নেয়া হয় খাদ্য নামের বিষ দেওয়া হয় সেখানে কি আর স্বাভাবিক জীবন যাপন থাকে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:৩১

মোস্তফা সোহেল বলেছেন: এটাই বাস্তবতা

২| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০১

কোর্পরে্ট শয়তান বলেছেন: হুমমমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.