নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলেই দোষ ,নন্দ ঘোষ

কোর্পরে্ট শয়তান

কোনো কাজকর্ম তো নাই,খাচ্ছেন দাচ্ছেন, অার যখন যা চাচ্ছেন হাতের কাছে তাই পেয়ে যাচ্ছেন। - দাশবংশ

কোর্পরে্ট শয়তান › বিস্তারিত পোস্টঃ

অতীতের স্মৃতিপট

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২

অতীতের স্মৃতিপট
অতীত, বর্তমান ভবিষ্যৎ এই কাল গুলো সেই জন্মলগ্ন থেকেই ছুটে চলছে যা যাচ্ছে তা আর ফিরে তাকানোর প্রয়োজন বোধ নেই। পুরাতন কে আকড়ে ধরে রাখার প্রবণতা বড়ই খারাপ সে জীর্ণ প্রবীণ। নতুনকে ই অাকড়ে নিবে এটাই স্বাভাবিকতা এটাই অাধুনিকতা। একবার আধুনিকতা কাপড় গা দিলেই হল, সে অতীতের কথা ভুলতে বাধ্য। এক সময়ে গ্রামের সহজ সরল ছাএ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে বহু আশা করে B.c.s পরিক্ষা দিয়ে দেশের সনামধন্য দুর্নীতি বাজ আমলাতে পরিনত হয়। তার পাজারো গাড়িতে সামনের রিক্সা চালক ধূসর। কিন্তু সে ভুলে যায় তার অতীতের কথা সে একদিন সেন্ডেল পায়ে গ্রামের মোক্তব,স্কুল গিয়েছে এখন তার গায়ে ঘামের গন্ধ হওয়া ময়লা শার্ট নেই। কিন্তু অতীতের গন্ধ মুছার ক্ষমতা তার নেই। অতীত পুরানো ময়লা দুর্গন্ধ।
তবে অাশার নিরাশা পথে শুধু মাএ কয়েকটা মুহূর্ত। তবে সেই মুহূর্তকাল কেউ স্বর্গের নেশায় নরকের ভয় কে কাজে লাগায়, কেউ সেই নেশাকর চিন্তায় বিসর্জন দেয় মানবতা কে। কি অদ্ভদ নীতি কি অদ্ভদ অাচরন। পৃথিবীর শ্রেষ্ট সৃষ্টি হয়েছে বলে করবে পৃথিবীর জঘন্য যত কাজ। তবুও সে ভুলে যাবে তার অতীত কারণ তার সামনে এখন বর্তমান, রাতে জলসা ঘড়ে তার লুলুপ দৃষ্টিতে নগ্ন দেহ। ভবিষ্যৎ তার গৃহে কোমলময় ছায়ামূর্তি। কারন তার অতীতের কথা মনে নেই সে স্বপ্নের হুরের বিভর। শরীরে ক্লান্ত উগ্র কোষ গুলে নিথড়, আজ রক্ত চুষে নিতে মন চায় না, কিন্তু সেই অতীত, বর্তমান,ভবিষ্যৎ তাকে পিছুটান করতেই চায় না। যেখানে সে সামান্য কিন্তু একটা অতীতে তার হিংস্র তার জৌলুস তাকে মোহগ্রস্ত করে রেখেছে। আজ সে টানাপোড়নের অংক কষছে। কিন্তু ফলাফল সেই অতীতেরর সেই ফল। তবে লোভ,লালসা হিংস্রতা আজ তার মনে নেই তার কিছুই কাজ করে না। নির্বাক চোখ,নিষ্ক্রয় দেহ তার পাপ পুণ্যের ফলাফল সেই অাগেই হয়ে গেছে। এখন সে অতীত সুদূর অতিত.....
.
.
.
.
.
হয়ত সে ভেবেছিল এখানে সুখ স্বপ্নের সুখ তার অতীতের হিসাব আর ভবিষ্যৎ তার বর্তমান কে শুন্য করে দিয়েছে এখন ???
ধর্মের বড়াই শরীরে তেজ অতীত হয়েছে কিন্তু ভবিষ্যৎ কি? কখন? কীভাবে? ই আবদ্ধ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

নিলু বলেছেন: লিখে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.