নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলেই দোষ ,নন্দ ঘোষ

কোর্পরে্ট শয়তান

কোনো কাজকর্ম তো নাই,খাচ্ছেন দাচ্ছেন, অার যখন যা চাচ্ছেন হাতের কাছে তাই পেয়ে যাচ্ছেন। - দাশবংশ

কোর্পরে্ট শয়তান › বিস্তারিত পোস্টঃ

একটি রিয়াদের প্রাপ্তি

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২

একটি রিয়াদের প্রাপ্তি
....
গ্রাম থেকে দু মুঠো খাবারের অাশায় একটু ভালো চলার জন্য জাদুর শহর ঢাকা। ঢাকায় টাকা উড়ে এই ভাবনায় কত শত যুবক অাসে কর্মের জন্য। যেভাবে হোক ভালো থাকার এক নিদারুণ চেষ্টা তাই বলে বলি দিতে হবে। জিম্মি হতে হবে টাকার মোড়লদের কাছে। হুমম দেশের মানুষের সংখ্যা কমে গেছে। দুপেয়ে প্রানীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
জানোয়ার সংখ্যা নেহাত কম নয় এই জাদুর শহরে রাতে অাধারে কত কি হয়। রিয়াদ দের অপরাধ সে অন্যায় মাথা পেতে নেয় নি, সে চুরির অপবাদ নেয় নি সে মার খেয়েছে কিন্তুু মাথা নোয়াই নি। অাজ মানবতা বুঝি টাকার বস্তায় চাপা পরে গেছে। না হতে দেওয়া যাবে না অামার কলম যোদ্ধা মাথা বিলিয়ে দিব তবে মাথা নোয়াব না। অামরা সোচ্চার অামরা সামাজিক। তার উপর অন্যায় হয়েছে, হয়ত কোথায় এমন হচ্ছে অামরা কলম যোদ্ধারা কি চুপ করে থাকব, একটি একটি কলম লিখব এত হত্যার বিচার চাইব... অাজ হোক কাল হোক টাকার মোড়লদের কালোহাত ভেঙ্গে দিব.. ‪আজ হোক কাল হোক অপরাধীরা পাড় না পায়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.