নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
এভাবে আর কত অন্যায় উপকার করে যাবে !!!
দিনরাতের পরিশ্রম আর স্বল্প মজুরি
বল কেন এই শ্রমব্যবস্থা !
যুগ যুগ পার হয়ে ও আজ পালিত হচ্ছে
হচ্ছে মছিল-মিটিং؛ কাজের কাজ কিছুই হল না।
আজও তোমাদের নুন আনতে পান্তা ফুরায়,
শেষ পেটপুরে খাওয়ার দিন মনে নেই।
আজ একটু গর্জে উঠ
নিজেদের অধিকারটুকু অন্তত চেয়ে নাও,
যেটা তোমাদের প্রাপ্য।
আর গোপনে গুমরে কেঁদোনা।
©somewhere in net ltd.