নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

আমার নাস্তিক চিনা ও একটি প্রশ্নের উত্তর

১৮ ই মে, ২০১৩ রাত ৯:৩৬

আমি এফ বিতে ২০০৯ সাল থেকে। এখানে আসার পর অনেকগুলা গ্রুপে এড হইছিলাম, যার সবই নাস্তিকদের। জীবনে প্রথম নাস্তিক চিনা, কোন নাস্তিকের সাথে মতোবিনিময় করা। আমি অবাক হয়েছিলাম তাদের ইসলাম বিদ্বেষী মনোভাব দেখে, আমি ভাবতেও পারি নাই যে কোন মানুষ আল্লাহকে নিয়ে এতো নোঙরা মন্তব্য করতে পারে ! পরে বুঝলাম দুনিয়ায় 'অমানুষ' গালিটা এদের জন্যই তৈরী হইছে।



তখনি জানলাম নাস্তিকেরা কেমন গোঁড়া হয়ে থাকে, খুব ভাল করেই জানলাম। যে কোন কথার উত্তর জানা না থকলে তারা সেই পোষ্ট থেকে যে কই গিয়ে লুকায় তা স্বয়ং শয়তানেও জানে নাহ। আর কোন প্রশ্নেরই সুস্পষ্ট উত্তর মিলে নাহ, তাই সবগুলা গ্রুপ থেকে নিজেকে সরিয়ে আনলাম। ওরা মরুক গে !!!



একটা কথা, অনেককেই বলতে শুনি যে নাস্তিকেরা শুধু ইসলামের পিছে লাগে কেন ?

এটার একমাত্র সহজ ও সঠিক উত্তর হলোঃ দুনিয়ায় ধর্‌ম এই একটাই আছে 'ইসলাম', তারা নাস্তিক কোন স্বত্তায় বিশ্বাসি না তাই এই ধর্‌ম ও তারা মানতে চায় না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:০১

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: হ বের হয়ে ম্যালা সওয়াব কামাইছেন।

আমি যখন ক্লাস টেনে পড়ি তখন তসলিমা নাসরিনের ‌'লজ্জা' গ্রন্থের বিরুদ্ধে আন্দোলনে শরিক হয়েছিলাম।

কয়েক বছর পর লজ্জা গ্রন্থটি পড়ার পর দেখলাম বইটিতে ইসলামবিরোধী কোনো কথাই নেই। তসলিমার অন্য গ্রন্থগুলোতে ইসলামবিরোধী কথা রয়েছে। কিন্তু লজ্জাতে নেই। পড়ে তো আমি 'থ'।

রাম ছাগলের মতো কথা কেন ভাইয়া? আস্তিকদের ছাগলামীই নাস্তিক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। কাজেই ছাগল আস্তিকদের আগে নাস্তিকেরাই আগে বেহেশতে গিয়ে ফুর্তি করবে। কারন ছাগল আস্তিকেরাই ধর্ম সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে। ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

বাংলাদেশের নাস্তিকেরা ইসলামের পেছনে লাগবে সেটাই স্বাভাবিক। কারন বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। ভারতে যান, দেখবেন সেখানকার নাস্তিকেরা মা কালি নিয়ে সমানে লিখছে। পাশ্চাত্যের দেশগুলোতে যান দেখবেন সেখানকার নাস্তিকেরা যীশুকে নিয়ে সমানে লিখছে।
বারট্রান্ড রাসেলের ‌'আমি কেন ধর্ম বিশ্বাসী নই' গ্রন্থটি পড়ে দেখতে পারেন। বেশিরভাগই খ্রীষ্টান নিয়ে লেখা হয়েছে।

২| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:০৯

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: এই জন্যই বোধ হয় পরোকালে আলেমদের সত্তুর কাতারের মধ্যে এক কাতার বেহেশতে যাবে!!!

৩| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩

মুহামমদ মিনহাজ বলেছেন: @পরাজিত মধ্যবিত্তের একজন
আরো ভাল করে বলতে পারতেন !
আমার জানামতে 'ছাগু' বাংলাদেশের পরিভাষায় 'জামায়ায়/শিবির' কে বলা হয়, আমি বাংলাদেশের ইসলামি দল সবগুলারে ফা** করি

আপনার কথায় আমারে অনেক জ্ঞান দিছেন, কিন্তু জ্ঞানের তুলনায় গালিই বেশি দিলেন। হালকা মাইন্ড করলাম। আর আমি তো এখানে বলনি যে আস্তিকেরা ভালা, শেখ হাসিনা আস্তিক, খালেদা জিয়া আস্তিক, শিবিররা আস্তিক, পীরেরা আস্তিক, কিন্তু এরাই ইসলামের বড় শত্রু !!!

৪| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:২৭

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: কটু শব্দ লেখার জন দুক্ষিত। আপনাকে আমার একটি লেখা পড়ার আহবান জানাই। লেখাটায় অনেক প্রশ্ন ছিল । উত্তর পাইনি
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.