![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
আমদের মাঝে সাধারণ মানুষদের যদি কাউকে প্রশ্ন করা হয় নেশা কেকে বলে ?
সে খুব সহজেই বলবে, হুম নেশা মানে লুকিয়ে বা প্রকাশ্যে গাঞ্জা, হিরোইন, আফিম, মদ, শিশা আরো অন্যান্য নেশাজাত দ্রব্য গ্রহন করা।
আর অন্য অর্থে নেশা হলো কোন কিছুর প্রতি এমন আকর্ষণ থাকা যা থেকে পরিত্রান পেতে তাকে খুব বেগ হতে হয়। এক কথায় সেই বস্তু ছাড়া তার চলেইনা টাইপের কিছু।
এক্ষেত্রে যদি আপনার বই পড়র অভ্যাস থাকে, আর বই না পড়ে থাকতে না পারেন তাও একপ্রকার নেশা !!! কিন্তু আমার উদ্দেশ্য এই নেশা বুঝানো না।
একজন লোক যার প্রতিদিনের আরম্ভ হয় মুখে জ্বলন্ত সিগারেট নিয়ে, এই যে শুরু হয় আর শেষ হয় আবার রাতে বিছানায় যেতে যেতে। এটাও একটা নেশা, এই নেশাখোররা লজ্জা হারিয়ে প্রকাশ্যেই তাদের নেশা করে যায়। এই শ্রেনীর লোকেদের কোন বাদ-বিচার নেই, গরু-ছাগল যেমন যেখানে সেখানে পটি করে দেয় এই নেশাখোররা ও যেখানে সেখানে নেশা করতে লেগে যায়। আমার মতে ঐযে গাঞ্জাখোর যে ব্যাক্তি লুকিয়ে গাঞ্জা খায় তার চেয়েও খারাপ এই ধুমপায়ি লোক।
ধুমপান করা সাস্থের জন্য ক্ষতিকর এটা পাগলেও জানে, কিন্তু নেশার কারনেই ধুমপায়িরা এটা ছাড়তে পারে না। ভদ্র সমাজ আর অর অভদ্র সমাজ কারো মাঝেই এই নেশার কোন পার্থক্য দেখি না। শুধু সিগারেটের মুল্য অসামঞ্জস্যতাই দেখা যায়। প্রকাশ্যে জনসম্মুখে ধুমপান করা দন্ডনীয় অপ্রাধ, কেউ এই অপরাধ করলে তাকে জরিমানার ও আইন আছে বটে কিন্তু তার কোন প্রয়োগ নাই। বরং আইন-শ্রিংখলা রক্ষাকারীরাও দেদার্সে এই অপরাদ করে যায়।
কারো মাঝে এতোটুকু অনুতপ্তের ছাপ ও থাকে না !
২| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯
িটউব লাইট বলেছেন: Valo kotha mone koraya disen. Jai akta tan dia ahi... Dhoinnaya.
৩| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:২৮
মুহামমদ মিনহাজ বলেছেন: :'( :'( :'( :'( :'( .................
৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:০২
চলতি নিয়ম বলেছেন: ধুর বাই, দিলেন তো নিশা লাগাইয়া।
৫| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:২৬
মুহামমদ মিনহাজ বলেছেন: হায়রে নেশা................. [[aammaaa]]
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৮
আদরসারািদন বলেছেন: কি করবেন ভাই
আমরা এইরামি.................