নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

স্বাগতম মাহে রমজান !!! তোমায় নিয়ে এবারে আমার যেই চিন্তা।

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৪

মহিমান্বিত মাস রমজান দ্বারে এসে হাজির। অভিনন্দন হে মাহে রমজান......



আমার প্রিয় মাস রমজান, এর অবশ্য অনেক কারন আছে। কারনগুলোর মধ্যে প্রধান যেটা তা হলোঃ আমি এই মাসে মা, বাবা, ভাই, বোনের কাছে থাকার নির্‌ঝঞ্জাল সুযোগ পেতাম। ক্লাস সিক্স থেকেই আমার হোস্টেল জীবন শুরু হয়েছিল, যারা হোস্টেল জীবন যাপন করেছেন তারাই বুঝেন এর কী জ্বালা। সারা বছরে এই মাসেই অনেক সময়ের জন্য পরিবারের সান্নিধ্য পেতাম। বলে বুঝানো যাবে না সে অনুভূতি.....



আবার বছর ঘুরে সেই মাস হাজির। জীবনের মানেই প্রতি-ক্ষণে নতুন কিছু শিখা, নতুন কোন পদক্ষেপ গ্রহণ করা।

এবারের পদক্ষেপ হলো রমজানে আমি কোন মসজিদে তারাবিহর নামাজ পড়তে যাবনা।

তার কারনঃ

* একটা হুজুরের যে পরিমাণ দাড়ি থাকার কথা সে পরিমাণ নাই। (বিশেষ কেউ উল্লেখ্য)

* আজ পর্‌যন্ত যত জায়গায় তারাবিহর নামাজ পড়েছি, কোন মোল্লারেই দেখিনাই নিয়ত বাঁধার পর 'ছানা' পড়েছে। যা নামাজের ওয়াজীব অংশ।

* আমি অন্যের থেকে আস্থা হারিয়ে ফেলেছি।

* আমি চাই, ৮/১২/২০ রাকাতের যেই ক-রাকাত নামাজই পড়িনা কেন তাতে যেন তৃপ্তি পাই।

বিঃ দ্রঃ লেখকের চিন্তাধারা শুধুই তার জন্য, অন্য কেউ এর প্রতি উদ্ভুদ্ধ হলে লেখক দায়ি নয়......

আপনারা যারা মসজিদে পড়েন তারা আমার জন্য দোয়া করবেন, আর আপুরা যারা তারাও নামাজ শেষে আমার জন্য দোয়া কর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৬

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: গত বছর ‌'হ্যাপি মাহে রমজান, ক্ষুধা ও খাদ্য বিলাস শুভ হোক' শিরোনামে একটি গদ্য রচনা করেছিলাম। পড়ার আহবান জানাই

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.