![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
আমি নিজ থেকেই বর্তমান সময়ের হাজার হাজার যুবকদের লাজ-লজ্জার ভার নিয়ে নিলাম ! দিনে দিনে যুবকদের সংখ্যা যেমন বাড়তেছে তেমনি আমার লজ্জার বোঝা ও বেড়ে যাচ্ছে।
যারা নিজেদের এতো এতো স্বার্থ বুঝে নিচ্ছে, বুঝে নিচ্ছে তাদের দেশের বুকে যারা আঘাত হেনেছে তাদের মৃত্যু নিশ্চিৎ হয়েছে কিনা। সেই সকল সোনার ছেলেরা যখন মন্ত্রী বা সরকারের আমলা নামের মোড়কে লুকিয়ে থাকা চোরের দলকে মেনে নেয় তখন আমার লজ্জা হয়। মিথ্যে দেশাত্ববোধ দেখিয়ে যখন কোন মানুষ নামের অমানুষ রাজনীতিবীদদের হাত ধরে দেশকে এখনো কুলোষিত করছে তখন আমি আর আমার লজ্জার বোঝা বহন করতে পারি না। এই লজ্জা তখন হয়ে যায় সমস্ত বাঙ্গালির মানবতার, স্বাধিনতার, স্বকিয়তার, বিবেকের।
আজ নাকি জাতির পিতার (!) মৃত্যুবার্ষিকী, যে লোকটাকে এই দেশ একা ভোগ করার অপরাধে ছিন্ন-ভিন্ন করা হয়েছিলো। যার অত্যাচারে ১৯৭৫ এ বাংলার মানবতা মুখ থুবড়ে পড়েছিল, সেই লোক কিভাবে জাতির পিতা হয় ? আর আজ প্রায় ৩৫ বছর পর ও কী গৌরবে (!) তার অপরাধের সাস্তি মৃত্যুকে শাহাদাত-বার্ষিকী নামে চালিয়ে দিচ্ছে ! পালিত হচ্ছে শোকগাথা !!!
হ্যাঁ এটা সত্যি যে, সে বাংলাকে স্বাধিন করার জন্য অনেক লড়েছে, কন্ঠ ফাটিয়ে লোকজনের মনে জাগরণ তৈরী করেছে। কিন্তু তার সেই গলা ফাটানোর পিছনের গল্পটা যখন ৭১ পেরিয়ে ৭৫ এ মঞ্চস্থ হয়েছে তখন তার সেই গলা ফাটানোর মূল্য কি স্বাধিনতা যুদ্ধে কোন পাকি সৈন্যের বদনা কেড়ে নেয়া পিচ্চি পোলার (উদাহরণ) কৃতিত্বর সামনে কিছুটা ও মুল্যবান হতে পারে ???
আসলেই আমাদের লজ্জা হওয়া উচিত ! আমাদের দেশের রাজনীতি কুত্তামিতে ভরা এটা যে কেউই জানে। এ দল তারে কামড়ালে সে আবার কামড় বসানোর জন্য অপেক্ষায় থাকে। তাদের কামড়া-কামড়িতে তাদের পরিবারের কেউ যায় না, কিংবা তাদের দু-পয়সার ক্ষতি হয় না। ক্ষতি আমাদের জারা দু-মুঠো ভাত জোগাড় করতে আনতে যাওয়া পথিক/শ্রমিক/মুজুর/চাকুরে/খেটে কাওয়া মানুষ। ক্ষতি হয় মিথ্যা মোহের লোভে কিছু অর্থের লোভে দেশাত্ববোধকে বিকিয়ে দেয়া বোকাদের।
খুব আক্ষেপে পুড়ে যাচ্ছি, এই বাংলাদেশের মানুষের কবে নাগাদ সেই জ্ঞান ও বল হবে, যেদিন সে সরকারকে আঙ্গুল উঁচিয়ে বলবেঃ "এ দেশের জন্য তুই যোগ্য না।"
এই বাঙ্গালির বাহুতে বল আছে, কেনো থাকবে না ! এরাতো সেই বাঙ্গালি যারা দেশটাকে কাজে না হৌক নামে অন্তত 'স্বাধিন' নাম দান করেছে তাদের রক্ত দিয়ে বল দিয়ে।
লাখো সালাম তাদের জন্য, আর তোমাদের জন্য জমা রইলো। যেদিন পারবে স্বাধিনতার মান ফিরিয়ে আনতে সেদিন আমি না থাকলে ও তোমাদের প্রতি আমার এই সালাম বর্তাবে। বিধাতার কাছে এই পরিয়াদ।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২
মুহামমদ মিনহাজ বলেছেন: খালাম্মার কী খুব চুলকানি !
আমার বা* নিয়া এতো টানাটানি কেন, নিজের গুলা ইচ্ছা মতো ছিড়েন না কে মানা করছে !-
আমি এখানে মিথ্যা কিছু লিখছি ???
২| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০
মুহামমদ মিনহাজ বলেছেন: @কবিতা কী খালা আপনার কি চুলকানী আছে
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৪
স্বপ্নচারিণী কবিতা বলেছেন: রিপোর্টেড।