নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

যতদিন তোমাদের হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ !

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

'প্রথম আলো' এই আবাল মার্‌কা এডভেরটাইজগুলা কইত্তে বানায় !!!



কয়েক বছর আগে 'উট পাখির জীবন' থেকে 'আম জনতাকে' বেরিয়ে আসতে বলে সেই সদ্য উটপাখির খোলস ছেড়ে বেরিয়ে আসা মানুষের পিছে 'বাঁশ' দিয়ে ছেড়ে দিছে !



আর এখন ! কতোগুলা মাংনা অভিনেতা-অভিনেত্রি পাইছে কইত্তে কে জানে !!! ওগুলারে দিয়া বিভিন্ন শ্রেণীর 'আম জনতা' বানাইয়া কী এক মহা বাণী ছাড়াইছে "যতদিন তোমাদের হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।"



হা হা হা... আরে চোদনা ! এই বাংলাদেশ 'পথে' ছিলো কবে আর জনগনের হাতে দেশ ছিলোই বা কখন ???

সবসময়ই তো 'কুত্তা-দের' দখলে, যারা বাংলাদেশ নামক লোভনীয় 'হাড্ডি-র' পিছনে পড়ে আছে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৪

উড়োজাহাজ বলেছেন: পথ হারাইয়া ফেলছে তার নিদর্শন দেখাচ্ছে পুটুমালো।

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

মুহামমদ মিনহাজ বলেছেন: হ্যাঁ, ওরা ভাল মানের জৌতিষ বলে কথা :D

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৯

বশর সিদ্দিকী বলেছেন: র এর ফাইনান্সের এবং নির্দেশের উপর ডিপেন্ড করে তাদের এই প্রচারনা গুলো। আগের আইডিয়াটা মাইর খাইছে তাই এই নতুন আইডিয়া নিয়া নামছে। মইত্যা আবার খুব ভাল ফাইনান্স আনতে পারে।

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

মুহামমদ মিনহাজ বলেছেন: মানুষের অনভূতি নিয়া ব্যাবসা ভালাই জানে বলদা মইত্যা !
কিন্তু মানুষ এখন সব বুঝে

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

আদম_ বলেছেন: ফাইজলামির একটা সীমা থাকা দরকার। কৃষক কবে তার ফসলের ন্যায্য মূল্য পাইছে, গার্মেন্টেসের শ্রমিকেরাই বা কবে সঠিক মজুরি পাইছে--এই গুলা না বইলা বাল-ছাল কাহিনি শুরু করে একেক সময়। এর আগে একবার চালু করছিলো শপথ লেখা। কই গেলো সেগুলা। বিরক্তিকর।

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

মুহামমদ মিনহাজ বলেছেন: এই বাংলার 'আম জনতা' তাদের প্রাপ্য আজ পর্‌যন্ত কেউই পায়নি !
বরং রাজনীতির নৌকায় চোড়ে ধানের শিষ কাটতে যেয়ে 'আম জনতা'র্‌ই' ভরা ডুবি হইছে, আর 'ওরা' ফয়দা লুফে নিছে

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১

তামিম ইবনে আমান বলেছেন: মাননীয় চোদনা,আমি স্পীকার হয়ে গেলাম :-& :-& :-&

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

মুহামমদ মিনহাজ বলেছেন: তাও ভাল যে 'আম জনতা' হন নাই :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.