নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
কি পাইছেন ভাই ??? দেশের কোনো চিপায় যাইয়া তো দুইডা কতা কওনের চাঞ্চ পাই না, জানোয়ারের দল দৌড়াইয়া আহে ! শুনতাম ব্লগে আসলে নাকি মুক্তভাবে কতা কওন যায়, তাই এহানে আইয়া পড়লাম। এইডা বিশ্বাস কইরা আপনাগো এহানে দুইডা মনের কতা কইতে পারুম, এটাও কি পাপ হইয়া গেলোনি ???
গতমাসে একটা পোষ্ট দিয়া কিছুক্ষন পরে আইয়া দেহি ওইটা হাওয়া হইয়া গেছে, আজকে দুপুরে একটা পোষ্ট দিলাম ওটারে দিলেন হাইড করা !!! জ্বিদ্দে হেইডা ডিলিট কইরা দিলাম !
এহন আমারে কন তো ভাই মনের দুইটা কথা কই যাইয়া কমু ???
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
মুহামমদ মিনহাজ বলেছেন: তাই যেন হয় ! আমি পথ চেয়ে রইলাম
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
ঢাকাবাসী বলেছেন: পারবেন আপনি। এখন চালিয়ে যান।
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
মুহামমদ মিনহাজ বলেছেন: তাইলে ট্রাই করে দেখি
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
স্বপনচারিণী বলেছেন: 'মিনহাজ ভাই এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে' ( কথাটা যদিও পুরাপুরি সত্য না)
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
মুহামমদ মিনহাজ বলেছেন: হয় ভাই জানি, বাঙ্গালির স্লোগান দিবেন আর বাঙ্গালি হৈবেন না তাকি হয়
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
HHH বলেছেন: কিয়ের পুষ্ট দিছিলেন?
কথা বললে কারা দৌড়াইয়া আহে? খুলে বলেন। প্যান্ট খুলে বলতে বলি নাই। মন খুলে বলতে বলেছি
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১
মুহামমদ মিনহাজ বলেছেন: ধরেন আমি কৈলাম "দেশ কুত্তায় ভৈরা গেছে" ! এই কতাডা যদি কুত্তারে ও কৈ অনেক মানুষ আম্র পিছে দৌড়াইয়া আইবো !!!
বিষয়টা এমনই, কিচ্ছু কৈতারি না
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
HHH বলেছেন: হাহা, তারমানে আপনি বলতে চাচ্ছেন , কিছু মানুষ আসলে জানে ''কুত্তা'' বললে কাদেরকে বুঝানো হয়।
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
মুহামমদ মিনহাজ বলেছেন: জানবে না কেন !
তাদের চলনে, বলনে, উঠা-বসায় কুত্তার সাথে সুস্পষ্ট মিল আছে, আর আল্লায় তাগরে বুঝার শক্তি ও দিছে। না হৈলে দৌড়াইয়া আসবো কেন ???
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
শাহরিয়ার খান রোজেন বলেছেন: এই পোষ্ট দেওয়ার পর আশা করি আপনি পারবেন।