নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

পারলে দেশটারে গর্‌ভবতী কইরা দেন X(

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

ধরেন কোন এক ললনা একইসাথে দুই যুবকের সহিত প্রেম-ভালবাসার সম্পর্‌ক চালাইয়া যাইতাছে ! যাইতাছে তো যাইতাছে খুব ভালা কইরাই যাইতাছে। একে অন্যের কোন চাওয়াই অপূর্‌ণ রাখে না, সব পূরণ কইরা দেয় !



সেই আশা পূরণের কার্‌যক্রমের মইধ্যে একদা এক যুবক চাহিলো সেই ললনার সহিত অন্তরঙ্গ সম্পর্‌কে জড়িত হইবে। যথারীতি ললনা তার আশা পূরণ কইরা দিলো ! পুরষ্কার স্বরুপ ললনাকে যুবক গর্‌ভবতী কইরা দিলো !!!

এইডা কোন কতা ! একজন অন্তরঙ্গ হইবো আরেকজন তরঙ্গে ভাসবো তা কী হয় ? ভাল তো দুই যুবকই বাসে ! তাই এইবার দ্বিতীয় যুবকের পালা, ল্যাও ঠেলা !!!



ললনা তাহার দ্বিতীয় প্রেমিকের আশা পূরণ করাতেও অপারগতা প্রকাশ কইরলো না ! তাকেও সব বিলিন কইরা দিলো, কিন্তু এইবার পুরষ্কারটা সুখকর হইলো না !

ললনা এইডস'এর রোগী হইয়া গেলো !!!



ইহাতে ললনা তো ধ্বংস হইলোই তার প্রথম প্রেমিকের পুরষ্কারটাও অকালে বিলিন হইয়া গেলো !!!



এইডা তো হইলো প্রোমো ! আসল কতা কমু অহন ! আপনে কি দেশটারে ভালবাসেন ? তাইলে আগামি নির্‌বাচনে দেশের সাথে অন্তরঙ্গ হবেন ভেবে নিজের ব্লাডটা টেস্ট কইরা নিয়েন। মানে নিজেরে যাচাই কইরা নিয়েন ! যদি আপনার রক্তে এইডস (!) থাকে তাইলে ভাই দূরে গিয়া মরেন, এই দেশটারে আর মাইরেন না ! এই দেশের আগামী নষ্ট কইরা দিয়েন না !!!



এক কথায় আপনার মতন প্রেমিক (!) এই দেশের লাগবো না, ভালা ওইতারেন্নি দেহেন !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

এন ইউ এমিল বলেছেন: পারতনা বাই, বালা অইতাম পারতামনা,
খারাবি আঙ্গো রক্তে মিশ্যাগেছেগা,

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

মুহামমদ মিনহাজ বলেছেন: তাইলে তো মুনে অয় আফনে ভুটে না গেলেই দেশ রোগ থিকা বাইচ্চা যাইবো :( :|| B-))

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

এন ইউ এমিল বলেছেন: খালি আমিনা আমরা মতন হগ্গলেই

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

মুহামমদ মিনহাজ বলেছেন: তাইলেতো মহা বিপদ ! দেশ তো এইডস এ মহা সাগর হৈয়া যাইবো :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.