নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
ধানমন্ডি ২ এর কান্ড দেখে এখন যদি আমি অট্টহাঁসিতে ফেটে পড়ি, তাইলে কি আমিও রাজাকার হয়ে যাব ???
মনারা এমনেই দেশের অভ্যন্তরিণ অবস্থা নিয়া সরকারের লুজ মোশন যাইতেছে, তারউপর পুরানা পাপীদের খেপানের কোন মানে আছে ! শুধু ফাকিস্থান একলা তো মোল্লা রাজাকারের ফাঁসির বিরোধীতা করে নাই, সাথে তো আরো বড় বড় রাঘব-বোয়াল ও আছে। পৃথিবী যাদের কথায় হাগে-মুতে ! কিরে মনা তাগর দূতের আবাস্স্থল কি বাংলাদেশ বর্ডারের বাইরে ? তাইলে শুধু ফাকিদের পিছে ঘুরছ কেন ? এই যাদের ডেরায় হাত দিতে ভয় লাগে তারাই তো ৭১ এ ফাকিদের নিরোবিচ্ছিন্নভাবে উৎসাহ দিয়ে গেছে "বাংলাদেশ" নামক শুক্রাণুর জন্ম নেয়া পূর্ব পাকিস্তানের পাছায় আছোলা বাঁশ দেয়ার জন্য। আর তাগরে কিছু কওনের খবর নাই ? কেনরে মনা ???
বিষয়টা নিয়া আর বাড়াবাড়ি করিস না ! আমি ১১০% সিওর পুরানা ময়লা ঘাটতে গিয়া যদি আবার গন্ধ ছড়াইতে যাস তাইলে সেই গন্ধে বাংলাদেশের মানচিত্রের রেখা পাল্টে যাবে। ৭১ এ যেই ঐক্য পূর্ব পাকিস্তানের মানুষের মাঝে ছিলো, তা বাংলাদেশের জন্মের সাথে সাথেই হারিয়ে যেতে শুরু করেছে ! আর বর্তমানে যেই অবস্থা তা তলানিতে ঐক্যের ভাঙ্গা শত-সহস্র কণা। ১৯৭৫ এর রাজনৈতিক বিষক্রিয়ার মাত্রা এতটাই প্রবল ছিলো যে সেই বিষ বংশীয়ভাবে এখন সবকটা মানুষের রক্তে মিশে গেছে। যার এন্টি ডোজ এখনো কল্পনাতীত !
আরেকটা দামি কতা ফ্রিতে কইয়া দিতাছি, তোরা মনারা কি ভুইল্লা গেছস ফাকিস্থানেও আমগো দূতাবাস আছে ? আমরা তো খাঁটি-বীর বাঙ্গালি তাই জঙ্গিদের উত্থান আমরা দমাইয়া রাখতে সফল হইছি ! কিন্তু ফাকিদের বিস্বমানের খাঁটি জঙ্গি সঙ্গঠণ খুব তৎপর ! এইযে লেখাটা লিখতে লিখতেই টিভিতে খবর শুনতে হলো সেই জঙ্গিরা বাংলাদেশ দূতাবাসে হামলা চালানোর হুমকি দিছে ! কিচু করতারবিরে মনা ? কিচ্ছু না, সেই দেশ কেন স্বয়ং জাতিসংঘ ও সেই জঙ্গিদের নিম্নলোম লাড়তে পারে নাই ! তুমি কোন **** !!!
ভাল আছি ভাল থাক, নিজের মাথায় তেল মাখ !
বিঃ দ্রঃ খুব আক্ষেপের সাথে কথাগুলো বল্লাম, হয়তো মিছে কিছু বলিনি ! ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
মুহামমদ মিনহাজ বলেছেন: স্বাধীন দেশে মত প্রকাশের অধিকার নাইতো, তাই ছবি প্রকাশ করে
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
হেডস্যার বলেছেন:
আপনে তো দেখি ভয়ে কাঁথার নিচে ঢুইকা পড়ছেন ! শেইম।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
মুহামমদ মিনহাজ বলেছেন: ভাই লিমিটের মধ্যে সবই ভাল, লিমিটের বাইরে যা হয় তাকে ভয় পাওয়াই স্বাভাবিক। কিন্তু এখানে আমার ভয় দেখলেন কই ?
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
HHH বলেছেন: নাস্তিকরা নিপাত যাক। পাকিস্তান যা করেছে তা অবশ্যি নিন্দনীয়। বাংলাদেশের বিষয় নিয়ে সংসদে যেয়ে প্রস্তাব পাশ করাটা অতিরিক্ত হয়ে গেছে। সরকার যে পাকিস্তানী হাইকমিশনারকে সতর্ক করেছে সেটা আমি ১০০ ভাগ সমর্থন করি।
কিন্তু শাহবাগী নাস্তিকরা যা করেছে সেটাও মাত্রা ছাড়িয়েছে। কোন দেশের দূতাবাস ঘেড়াও, তাদের সাথে সম্পর্ক ছিন্ন এইসব দাবী করার শাহবাগীরা কারা? ২য় বিশ্বযুদ্ধের সময় জার্মানের হাতে পোল্যান্ড আর ফ্রান্স অথবা আমেরিকার হাতে জাপান যে পরিমান যুদ্ধাপরাধের শিকার হয়েছে তারচেয়ে বাংলাদেশের যুদ্ধাপরাধ নিশ্চই বেশি হবে না। ২য় বিশ্বযুদ্ধের দেশগুলো কি কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে? তাদের কেউ জার্মান বা আমেরিকার দুতাবাস ঘেরাও করেছে?
এই শাহবাগী নাস্তিকদের পিছনে যেই থাকুক বাংলাদেশের জন্য তারা কেউ ভাল কিছু করছেন না।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
মুহামমদ মিনহাজ বলেছেন: দারুন বলেছেন !
বাংলাদেশকে নিয়ে কল্যানকর কিছু চিন্তা করবে রাজনীতিতে তেমন কোন লোক আমার চোখে পড়ে না ! যেখানে হাসিনা আপা নিজের মুখেই বলেছেন আমি প্রতিশোধ নিতে এসেছি !
হাসিনা যদি প্রতিশোধ নিতে পারে তাইলে খালেদার কি জ্বিদ নাই ? বেচারি ও তো বিধবা হইছে
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: হাসি পাচ্ছে।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
মুহামমদ মিনহাজ বলেছেন: হাঁসি পাওয়াই স্বাভাবিক, বরং খুব হালাল ! যেই লীগের দলেরে পুলিশ এতোদিন নিশ্ছিদ্র পাহারা দিয়ে আসছে তারাই আজ বাঁশ ডলা দিছে
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধূ আবেগ দিয়ে যদি বিশ্ব চলত তবে আর বঙ্গবন্ধুকে ১৯৫ পাকি যুদ্ধাপরাধীকে বিনা বিচারে ছেড়ে দিতে হতো না!!!!
ওআইসিতে যোগদানের অপরাধৈ! ইন্দিরা গান্ধীর বিরাগভাজন হইতে হইতো না!
ভারতীয় মিত্র বাহিনীর লুটের অস্ত্র সম্পদের হিসাব চেয়ে মাইনাসের খাতায় নাম উঠতো না!!!
এই বয়সের/এসময়ের বা মানসিকতার লোকজন কি সত্য জানে না? নাকি জেনেও না জানার ভান করে? নাকি কেবলই প্রলাপ বকে????????
বাংলাদেশী দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীদের জীভন বিপন্ন করার এই আবেগ কি তাদের কিছু হলে জীবন ফিরিয়ে দিতে পারবে??????
আমেরিকাওতো ফাসির পদ্ধতি নিয়া যথেষ্ট বিতর্কিত মন্তব্য করেছে- যাওনা বাছারা কানাডা আর আমেরিকার সিটিজেনশিপের লোভ ছাইড়া...
চে গুয়েভারার মতো জঙ্গলে জঙ্গলে থেকে বিপ্লব করে দেখাও!!!!
তিন স্তরের নিরপত্তা আর বিরিয়ানি নেতাগিরি মনে মনে ফুলালেও বাস্তবতার পিনে ফুসসসসসসসসসসসসসসসসসসসসস
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০
মুহামমদ মিনহাজ বলেছেন: মাইরালান !
আমি তো ঘুরাই কইছি যেন ওদের সস্তা চেতনা ভেস্তে না যায়, আপনে তো দিলেন সব পন্ড করে !
এটা কিন্তু স্বিকার করতে হবে যে ওরা আবাল হলেও নিজের স্বার্থ ঠিকই বুঝে, তাই সামান্য ডালের মায়া ছাইড়া সিটিজেনের মায়া ধইরা রাখছে
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪
একজন ঘূণপোকা বলেছেন: প-তে পুলিশ, তুই রাজাকার ! তুই রাজাকার !!!
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০
মুহামমদ মিনহাজ বলেছেন: শাবাশ !!!
এইতো হইতাছে আস্তে আস্তে সব রাজাকার হইয়া যামু
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫
HHH বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই, আপনি চে-এর কাজ এইসব দুদু বিরিয়ানী খাওয়া গাঞ্জাসেবীদের করতে বললেন? কোথায় রাজরানী আর কোথায় *তমারানী ভাই।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
মুহামমদ মিনহাজ বলেছেন: হা হা হা হা.....
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: কি কমু ভাই , হেরা কি করেছে দ্যাখেন Click This Link