নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
কী ময়নার মা !
সমকামী থুক্কু সমধিকারের আন্দলনে তো পুরা পাংখা হয়ে ঘুরতেছেন, কিছু মেয়েমনা; সহজ কথায় যারা তাদের কর্মক্ষেত্রে নারী ছাড়া থাকতে পারেন না এমন কিছু লেশবো থুক্কু পুরুষ লোক ও আপনার পাংখায় কম হাওয়া দেয় নাই !
এখন তারা কই ? আমরা সেই জাহেলি যুগের (শুসীলের ভাষায়) মননে যারা বড় হইছি, যারা চাই নারী তার যথাযথ সম্মানে-আভ্রুতে আবিষ্ট থাকুক তাদের চোখে গতকালকের কিছু সোনার ছেলের দ্বারা পুরুষের সম অধিকার প্রাপ্ত নারীকে মারতে মারতে অর্ধনগ্ন করে ফেলাটা আসলে অরুচিকর লাগতেই পারে কারন আমরা তো অবরোধ প্রথার পক্ষে !
কিন্তু আপনারা ? আপনারা তো শুসীল (!) সীলেরা যেমন ভাল চুল কাটতে পারে আপনারা ও চেতনাকে জটিল স্টাইলে কেটে নতুন রুপ দিতে পারেন ! কিন্তু আপনাদের চোখে তো অন্তত এই জিনিষটা খারাপ লাগার কথা ছিলো যে একটা নারীকে ১৭ কোটি মানুষের সামনে মেরে অর্ধনগ্ন করা হয়েছে ! আর এটাও ভাবার দর্কার ছিল যে ইয়া মোটা মোটা লাঠির বাড়ি এই কোমল শরীর টিক ঠাক নিতে পারে না ! যারা কোমল হাতের স্পর্শ পেয়ে অভ্যস্ত তারা ওভাবে শক্ত শ্যু পরা পায়ের লাথি খেতে অপারগ !
আমাকে বিষয়টা ক্লিয়ার করেন; নাকি সমধিকারের সাথে নারীর শরিরের সহনশীলতার মাত্রা ও পুরুষের মতো হয়ে গেছে ? পুরুষের মতোই তার দেহ্ন ও সুঠাম হয়ে গেছে ???
তেঁতুল দেখে যেমন জ্বিভে জল চলে আসে গতকালের গঠনা দেখেও আমার মনে অনেক কথাই ভেসে উঠছে ! ইতিহাসরে ভাই ইতিহাস, তয় বেশী পুরান হয় নাই জিনিষটা ! সেই ইতিহাস খুব স্পষ্ট করে দেখিয়ে দেয় যে বর্তমান সোনার বাংলায় মানবিক গুনে গুনান্বিত বা কোন মানুষের বাচ্চার পরিচালিত টিভি মিডিয়া নাই ! কারন কিছু বছর আগের কোন নারীকে তার অপরাধের শাস্তি এই মিডিয়ার চোখে মধ্যযুগীয় পন্থা হয়ে গেছে ! এমন কি লাগাতার প্রতিবেদনের মাধ্যমে কোন ধর্মীয় ভাবমুর্তিকে ন্যাংটা করে ছাড়তে ও পিছ পা হয় নাই !!!
আহারে ময়নার মা ! গতকালের এই অমানবিক দৃশ্য নিয়া প্রতিবেদন তো দূরে থাক তা কোন শিরনামেও উঠে আসেনি ! এতটাই কুত্তার বাচ্চা হয়ে গেছে টিভি মিডিয়া !!!
থাক ভালা আছি ভালা থাকি,
শুসীলদের মুখের বোল থেকে বেঁচে থাকি ! দেশ নিয়া ভাবার সময় নাই, কোটি মানুষ ভেবে যখন দুই পয়সার লাভ হয়না বরং দেশ আরো ধ্বংস হইতাছে ! আমি কো *ল ! আর আমার ভাবনায় দেশের কিছু গজাইব না আর ঝরে ও পড়বো না !!!
আমি নিজে ভালা থাকলেই হইলো !
৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
মুহামমদ মিনহাজ বলেছেন: আর দেখাইয়েন না ভাই, এগুলা দেখলে চেতনা খারাইয়া যাইতে চায় !
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
মুহামমদ মিনহাজ বলেছেন: হ ভাই দেশপ্রেকের তো এখন হাঁসা ছাড়া আর কিছু করার নাই
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
অহেতুক অকারণ বলেছেন: তেতুল বোধ এদের নাই্।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫
মুহামমদ মিনহাজ বলেছেন: কখনো জন্মাবে ও না, তেতুল যেমন জ্বিভে রুচি আনে তেতুলবোধ তেমন মানবিকতা উন্নত করে
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
মুহসিন বলেছেন: চেতনার জোয়ারে ভেসে যাচ্ছে দেশ, কেউ স্বাধীনতার চেতনার সাথে স্বেচ্ছাচারিতাকে এক করে ফেলেছেন, কেউ ধর্মের চেতনার সাথে উগ্রতাকে।
স্বাধীন দেশের নাগরিক হয়েও তাই সবাই পরাধীন-- সে সন্ত্রাস আর লাঠিয়ালদের হাতে। বুলেট আর বোমার হাতে।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮
মুহামমদ মিনহাজ বলেছেন: মুক্তিযোদ্ধারা শকেরে করিল জাতির পিতা, আমগোরে দিলো কোন *লের মাথা
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
জহির উদদীন বলেছেন: কোথায় তোরা.......
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মুহামমদ মিনহাজ বলেছেন: অন্যেরা সদা লাঠির বারি পাক, আর এই *গীরা সহাগ পেতে থাক
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
আহলান বলেছেন: মানুষ নয় এরা আওয়ামিলীগ ....
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মুহামমদ মিনহাজ বলেছেন: সেটা তো সেই ১৯৭৫ থেকেই পরিচিতি দিয়ে আসছে
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
আহলান বলেছেন: ৭৫ না , ৭২ থেকে ...
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
আহলান বলেছেন: ৭৫ না , ৭২ থেকে ...
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
মুহামমদ মিনহাজ বলেছেন: আপনে দেখি ৫জি স্পিডে আগাইতাছেন !
তাও মিছা কিছু কন নাই
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
অনিকেত রহমান বলেছেন: জীবনের শুরুতে যদি কেউ মানুষ না হয়ে আওয়ামীলীগ হয়ে যায় তাহলে তার ভাল মন্দ বিচার করার ক্ষমতা আর থাকে না ।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
মুহামমদ মিনহাজ বলেছেন: খুব দারুন করে বললেন ভাই !
আওয়ামীলীগ ধীরে ধীরে পৃথিবীর ইতিহাসে ঘৃণ্য প্রজাতি হয়ে উঠছে
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: লজ্জা আর লজ্জা । শালা টিভির সাংবাদিকদের কি হল তারা তো এই বিষয়ে কিছুই বলেনা।