নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

জাফর ইকবালের আফশোশ ও বাংলাদেশের স্বাধীনতা সঙ্কট ;)

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

স্বাধিনতার প্রায় ৪৩ বছর পর তাঁহার এই মহান বাক্য বোধগম্য হলো যে “দেশ এখনো স্বাধিন হয়নি” !!!

কি আশ্চর্যের বিষয় ! দেশ নাকি স্বাধিনই হয়নি ! তা হঠাৎ করেই তার এই মহৎ গুন প্রকাশ পাওয়ার পিছনে একমাত্র ও অন্যতম কারন হলো "হিন্দু সম্প্রদায়ের উপর হামলা" ! বর্তমান সময়ের কিছু কুত্তার বাচ্চার দ্বারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা তাকে মনে করিয়ে দিয়েছে যে মুক্তিযুদ্ধের সময় সকল ধর্মের মানুষ একত্রে এই দেশ স্বাধিন করার জন্য লড়েছিলো !

তার মনে পড়েছে বর্তমান সময়ের মতো হিন্দু সম্প্রদায়ের লোকেরা তখন পাকিস্তানি হানাদারের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়িয়েছে ! তাদের উঠতি বয়সের মেয়েদের লুকিয়ে রেখেছে !



তাদের এই অসহনীয় অত্যাচার দেখে তার নিজের ও মনে হচ্ছে যে আজ যদি সে একটা হিন্দু হতো তাহলে তার অবস্থা কি হতো ! এই সমস্ত ভাবতে ভাবতেই তিনি অনুভব করলেন এটা কোন স্বাধিন দেশের কান্ড হতে পারে না, তাই তিনি স্বাধীনতা সংকটে ভুগছেন !

তরুণ সমাজকে তার এই ব্যথার কথা বলে বেড়াচ্ছেন!



কিন্তু আমি বলদা আম জনতার মনে তখনই তো নানান প্রশ্ন উঁকি মারে যখন রাজনীতির নামে, গনতন্ত্রের নামে, দেশ রক্ষার নামে শত শত মানুষ মরে যায় তখন তার এই চেতনা কই গুম হইয়া থাকে ???

যখন ইচ্ছাকৃত ভবন চাপায় মানুষ মারা হয়,বাক স্বাধিনতার টুটি চেপে ধরা হয়, ভোটাধিকার খর্ব করা হয় তখন তার এই চেতনা কি ধ্বজভঙ্গ হয়ে যায় ????



আর কিছু মানুষ ও তাদের বাড়ি ঘরে অন্যকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে অত্যাচার ও হামলা চালালেই চরম সুখ লাভের সময় শরির যেমন তিরতির করে কেঁপে ওঠে, তার চেতনা ও ঠিক তেমন করে কেঁপে ওঠে !

তখন মনে করতে বাধ্য হয় যে দেশ তার স্বধীনতা হারিয়েছে !!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর যখন এসব ঘটনায় বারবারই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবিদার আওয়ামী লীগেরই কেউ জড়িত থাকে তখনও তার বিস্ময় লাগেনা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

মুহামমদ মিনহাজ বলেছেন: লাগবে কেন ?
তার চশমা তো লীগের X(

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

HHH বলেছেন: উনি একজন বস্ত্রহীন লজ্জাহীন উলংগ দালাল।

বাংলাদেশে জন্ম নেওয়া প্রতিটি বাংলাদেশীর একই রকম সমান অধিকার। এক্ষেত্রে ধর্ম কোন বিভক্তি সৃষ্টির কারণ কোনদিনই ছিলনা। আমরা দিনের পর দিন একত্রে এই ভূখন্ডে বাস করে এসেছি। আজকে অসুস্থ রাজনীতি আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে।

সবাই কে অনুরোধ, যে যা প্রতিবেশীর হক আদায় করেন। মুসলিমরা হিন্দুদের খেয়াল রাখেন, হিন্দুরা মুসলিমদের খেয়াল রাখেন। কার কি সমস্যা সেখানে একটু হলেও নজর দিন। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসুন। এভাবেই অপরাজনীতি রুখা সম্ভব

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

মুহামমদ মিনহাজ বলেছেন: দামি কথা বলেছেন :)
ধন্যবাদ ;)

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

কবীর হুমায়ূন বলেছেন: পড়লাম।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫

মুহামমদ মিনহাজ বলেছেন: খুব ভাল করছেন B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.