নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

সাকিব কে শাস্তি দেয়ায় যারা ব্যপক খুশি !!

০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

সাকিব আল হাসান কে দেয়া শাস্তি নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে নানান মুখি প্রতিকৃয়া দেখা যায়। আমার কথা যারা তার এই শাস্তির পক্ষে তাদের নিয়ে !!



সাকিব বিদ্বেষি অধিকাংশের মুখেই যেই কখাটা শোনা যায় তা হলো: বাংলাদেশের মানুষের ভালবাসা পেয়েই নাকি সাকিবের এই অবস্হান, মানুষের ভালবাসা না পেলে আজ সাকিব এই জায়গায় আসতে পারতো না !! (কি অদ্ভূৎ তাই না) X(



যদি আপনাদের কথা মতই আপনাদের ভালবাসার এতই শক্তি হয় তাহলে তো একা সাকিবকে ভালবেসে বাকি খেলোয়ারদের সাথে আপনারা চরম অন্যায় করেছেন !! আপনাদের ভালবাসা তো সবারই পাওনা X(( !!!



আর শুধুমাত্র ভালবাসাই যদি একজন মানুষকে এত্তো এত্তো অর্জন এনে দিতে পারে তাহলে দলের সবগুলা খেলোয়ার কে দেশের প্রখ্যাত সব গে-দের হাতে তুলে দেন :P সবগুলারে ভালবেসে উন্নতির শির্ষে নিয়ে যাক !!



বি: দ্র: রোজার দিন তাই আর কিছু বল্লাম না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৩

হেডস্যার বলেছেন:
দোষ করছে, শাস্তি পাইছে।
এইখানে খুশি অখুশির কিছু বইলা মনে হয় না।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৯

মুহামমদ মিনহাজ বলেছেন: তারপরও কিছু অদ্ভুৎ প্রজাতির প্রাণি এতই খুশি যে মনে হয় তাদের বাপের বিয়ের খবর শুনছে :(

২| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

দখিনা বাতাস বলেছেন: কত পদের গাধা যে এই ব্লগে আজকাল আমদানী হইছে

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২১

মুহামমদ মিনহাজ বলেছেন: আপনাকেই খুব নতুন প্রজাতির লাগছে

৩| ১০ ই জুলাই, ২০১৪ রাত ২:৪২

আমি এক বোকা বলেছেন: সাকিব ভি আই পি গ্যালারী তে কারে পিটাইছে তখন বুঝতে পারে নাই, এখন বুঝতেছে !!! এই পাপন শালা দেশের ক্রিকেট টাকে একেবারেই নস্ট করে দিয়ে তারপর শান্তি পাবে মনে হয়।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬

মুহামমদ মিনহাজ বলেছেন: আমাদের এই জানোয়ারের রাজনীতি যতদিন শেষ না হবে ততদিন কিছুই হবে না :(

৪| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৩১

হঠাৎ ধুমকেতু বলেছেন: সাকিব কে যারা শাস্তি দিয়েছে তাদের কথাবার্তায় তাদের প্রাগৈতিহাসিক মানসিকতা পরিষ্কার- কারো আচরণ যদি তাদের ‘মানসিক প্রতিবন্ধী কালচার’ এর সাথে না যায় সেটা ঔদ্ধত্ত এবং সেটা খেলার মাঠের পারফরমেন্স এর চেয়ে অনেক গুরুত্বপূর্ন! এসব পশ্চাদপদ মানুষ দেশ কে পিছিয়ে দেবে।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

মুহামমদ মিনহাজ বলেছেন: দেবার জন্য আর বাকি আছে কি :(
যা বাকি আছে তা শুধু প্রকাশের বাকি !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.