নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
যেসকল আবালপ্রাণ বাঙালি গলা ফাটিয়ে বলে যাচ্ছেন আপনাদের এই বাংলাদেশ জঙ্গিতে বোঝাই তারা কী আদৌ জঙ্গি চিনেন ?? জঙ্গিরা দেখতে কেমন জানেন ?? কতোটা শক্তিশালী বুঝেন ?? তাদের ত্যাগ চিনেন ??
যাদি না জেনে থাকেন তাহলে ফ্রান্সে তাকিয়ে দেখেন কেমন হয় জঙ্গি, কেমন তাদের শক্তি, কেমন তাদের রনকৌশল, কেমন তাদের ত্যাগ !! খবরে প্রথম বলা হয়েছিলো হামলাকারীদের মধ্যে ৮ জঙ্গি মারা গেছে, রাতে সেই খবর বিস্তারিত জানার পর জানা গেলো তাদের ত্যাগের পরিচয়, হ্যাঁ ত্যাগ। তাদের জঙ্গিবাদের ভয়াবহতা জানান দিতে বুকে বম বেঁধে মানুষ মারতে নিজের জীবন ত্যাগ করতে ও তারা পিছ পা হয় নাই।
এটা আমার জঙ্গিদের ছাপাই বর্ণনা করা না, তাদের পক্ষ নেয়া ও না, বরং আপনাদের যাদের মাথায় শাক-সবজির বদলে ঘাস খাওয়ার পরিণাম হিসেবে বোধ-বুদ্ধির বিপরীতে কেবল গোবর জমা হয়েছে তাদের বুঝানো যে আসলে আমার এই সোনার দেশে জঙ্গি নাই।
তবুও যারা মাথায় গোবরের আধিক্যের কারনে বলে বেড়াবেন যে দেশে জঙ্গি আছে তাদের বলছি, পশ্চিমা রাষ্ট্রের চেয়ে যদি আপনার দেশের সিকিওরিটি প্রোটকল এতই জোরদার হয়ে থাকে যে, আপনারা তার মাধ্যমে এই দেশে সফলতার সাথে জঙ্গি দমন করে আসছেন; তাহলে আপনার দেশের এই বিশ্বখ্যাত (!) সিকিওরিটি ব্যবস্থা তাদের ও শিক্ষা দেন। যে সিকিওরিটিতে সাগর-রুণিরা নিশ্চিন্তে চিরনীদ্রা যায়, আপনাদের কাছেই অতিমূল্যবান মুক্তচিন্তার মানুষেরা অজানায় পাড়ি দেয়, নির্বিঘ্নে ঘরে ঘরে “ঐশী” তৈরী করার ড্রাগ দুয়ারে কড়া নাড়ে, হঠাৎ করেই আপন মানুষেরা শেষবিদায় না জানিয়ে হারিয়ে যায়, জ্বলন্ত বাসের ভাঙ্গা কাঁচের ফাঁকে মানবতার হাত বাড়িয়ে আশাহত হয়ে কত প্রাণ অভিমানে আর চোখ খোলে না !!
এটাই তো আপনাদের সিকিওরিটি !! এইতো আপনাদের জঙ্গি রোধের গল্প !!
সবশেষে বলি, লজ্জা মানুষের জন্মগত অধিকার, সবার মাঝেই কম বেশি এই জিনিষ থাকে, শুধু এটা ব্যবহার করতে জানতে হয়। দয়া করে মাঝে মাঝে একটু লজ্জিত হওয়ার চেষ্টা কইরেন প্লিজ !!
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
মুহামমদ মিনহাজ বলেছেন: জ্বি ভাই, বুঝতে পারার মতো মগজ বহন করতেছেন বুঝলাম
শুধু মগজে সেই গবরটাই বেশি <_
২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
খালিদ১৪ বলেছেন: সুন্দর
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
মুহামমদ মিনহাজ বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবশেষে বলি, লজ্জা মানুষের জন্মগত অধিকার, সবার মাঝেই কম বেশি এই জিনিষ থাকে, শুধু এটা ব্যবহার করতে জানতে হয়। দয়া করে মাঝে মাঝে একটু লজ্জিত হওয়ার চেষ্টা কইরেন প্লিজ !!
++++
৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
আরণ্যক রাখাল বলেছেন: সহমত| জঙ্গির রুপটা আসলেই তীব্র| হয়ত জঙ্গি নেই, তবে জঙি মনের মানুষেরও অভাব নেই
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
আপনিও হালাকু খানের মগজহীন সৈনিক