নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উঠন্ত মুলো পত্তনে চেনা যায়।

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

রাকিব জাভেদ মিন্টু

জ্ঞান অর্জন করাই আমার জীবনের মূল লক্ষ্য।

রাকিব জাভেদ মিন্টু › বিস্তারিত পোস্টঃ

অবশেষে বিয়ে করলেন বলিউড লাভবার্ড জুটি !

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

অবশেষে বিয়ে করলেন বলিউড লাভবার্ড জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। তবে বাস্তবে নয়, রূপালি পর্দার সেটে।



হোমি আদাজানিয়া পরিচালিত ‘ফিইন্ডিং ফ্যানি’ ছবিতে বিবাহিত জুটি হিসেবে দেখা যাবে রণবীর ও দীপিকাকে। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবির নতুন পোস্টারে এক খ্রিস্টান জুটির রূপে দেখা যাচ্ছে বাস্তবের এ প্রেমিক জুটিকে।



নতুন এ পোস্টারটিতে দীপিকাকে খ্রিস্টান নববধূর লুকে সাদা রঙের একটি বিয়ের গাউনে এবং রণবীরকে বরের বেশে দেখা যাচ্ছে। ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবিতে দীপিকার (অ্যাঞ্জী) মৃত স্বামী রণবীর সিং (গ্যাবো)। কারণ বিয়ের মিনিট কয়েক পরেই মারা যান গ্যাবো। এর পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক হয় দীপিকার।





জানা গেছে, ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবিতে এ ছোট্ট চরিত্রটিতে বিনে পয়সায় অভিনয় করেছেন রণবীর। তবে ছোট হলেও সেটে বেশ সিরিয়াস ছিলেন রণবীর।



‘ফাইন্ডিং ফ্যানি’ মূলত একদল অদ্ভুত মানুষের কাহিনী যারা কিনা স্টিফ্যানি ফার্নান্দেজের (ফ্যানি) খোঁজে বেরিয়ে পড়ে এবং চলতে চলতে এক সময় তারা নিজেদের মধ্যকার একাত্মতা ও ভালবাসাকে অনুভব করতে পারে। অবশেষে তাদের পূর্বের জীবনে ফিরে যায়, যা তারা ফেলে এসেছিল। ১২ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। সূত্র : সময়ের কণ্ঠস্বর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.