|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

পায়ের নিচে জমে গেছে জল
       মিন্টু শাহজাদা
পায়ের নিচে জমে গেছে জল।
চেনা পথগুলি কাছে আসে নাকো আর। 
সব ঘর ছেড়ে ছুড়ে দিয়ে একদিন
এসেছিল ধান শালিকের দল;
ধান নেই মাঠে, ইরি কিংবা আউশ
কেবলই পানির নিচে আধাপঁচা কালাবাউশ!
গত বন্যার জলে মুমূর্ষু মাছরাঙারা
ভেসে এসেছিল এইসব জনমানবের দেশে।
তড়াশে কয়নি কথা কেউ, কেবল কথা 
কহিতে চায় উদ্ভট ডাহুক বাঁশতলাতে এসে!
বাঁশঝাড়, গাব গাছেরা বিলীন হলে পরে,
ডাহুকেরাও ভেসে যাবে আগৈর বানের জলে।
টিনের চাল, মরা গরু ভেসে আসিবার পর
কলাগাছের ভেলাগুলি অকস্মাৎ তলিয়ে যাবে
হাবুডুবু খাবে মানুষের দল, নরম গায়ের
শিশুগুলি তলিয়ে যাবে, পলি মাটির তলে!
একদিন জল নিয়ে কাড়াকাড়ি শেষ হবে বলে
নদীগুলি বহিবে কেবল পাতালের ভিতরে!
ওপাড় থেকে এ প্রান্তরে বন্দর ভাঙা হলে, 
পায়ের নিচে জমে যাবে জল, চেনা পথের ধারে।
আচমকা নারকেল গাছ ভেঙে যাবার ক্ষণে
চড়ুই পাখিও এসেছিল ধান শালিকের কোণেে 
উলঙ্গ শিশুদের নিয়ে ভেলাগুলি তলিয়ে যাবে আজ  
শালিকেরাও ভেলা হতে দূরে যেতে চায়  
নরম শিশু কোলে নিয়ে হাবুডুবু খাতেছে মানুষের দল 
ভাদ্র, শ্রাবণ, আশ্বিণ মাসের আবোলে তাবোলে। 
 ৫ টি
    	৫ টি    	 +১/-০
    	+১/-০২|  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:১৫
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:১৫
আদর্শ সৈনিক বলেছেন: আমি মিন্টু শাহজাদা। গান গাই, কবিতা লিখি, গল্প-প্রবন্ধ লিখি, চাকরি করে খাই। আমি একজন মুসলিম। কারো সাথে আমার কোন বিরোধ নেই। কারো মনে বিন্দুমাত্র অাঘাত দেবার কোন ইচ্ছাও নেই। সকলে মিলে ভাল থাকতে চাই, ভাল রাখতে চাই। আর কিছু নয়।
৩|  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:১৬
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:১৬
আদর্শ সৈনিক বলেছেন: নরম শিশু কোলে নিয়ে হাবুডুবু খাতেছে মানুষের দল
ভাদ্র, শ্রাবণ, আশ্বিণ মাসের আবোলে তাবোলে। 
*********************************************
এক কথায় অসাধারণ।
  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৫
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৫
মিন্টু শাহজাদা বলেছেন: ধন্যবাদ।
৪|  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:২১
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:২১
আদর্শ সৈনিক বলেছেন: চড়ুই পাখিও এসেছিল ধান শালিকের কোণেে 
****************************************
চড়ুই পাখি কেন এসেছিল?
৫|  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:২২
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:২২
আদর্শ সৈনিক বলেছেন: পায়ের নিচে জমে গেছে জল। 
*************************
এটাই স্বাভাবিক কারণ অভিকর্ষজ ত্বরণের ফলে জল পায়ের নিচেই জমবে। মাথার ওপরে জমলে নিউটনের পদার্থবিদ্যার সুত্র ভুল প্রমানিত হত
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:১৪
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:১৪
আদর্শ সৈনিক বলেছেন: আপনার নাম মিন্টু শাহজাদা কে রাখছে? এই নামের অর্থ কি?