![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানো কি সেই সন্ন্যাসীর গল্পটা
যে নিশীথ রাতে দিগম্বর হারিয়ে যেত
আর আর্তনাদ করতো
সেই চিৎকারে ঘুম ভেঙেছে কত
তোমাদের ।
তোমরা যাকে পাগল বলতে।
এইতো দুই দিন আগে
বড় অশ্বথের নিচে মরে গেছে সে
জানোই তো অশ্বথ গাছটি
কেটে ফেলেছে বড় বাড়ির লোকজন
সেই বছর দুয়েক আগে।
শুনেছি পূর্ণিমা ছিল সে রাতে
আর ছিল তার আর্তনাদ ।
তারপর মরে গেল সে।
২| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১০
মাইনাস007 বলেছেন: ধন্যবাদ বিজন রয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫০
বিজন রয় বলেছেন: সুন্দর।
++++