![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ্যাকোয়ারিয়াম নিয়ে আমি বেশ চিন্তিত ছিলাম। বইটা বেরুবার পর বিক্রি হবে কি না হবে, এনিয়ে দ্বন্দ কাজ করছিল মনের ভিতর। আমার পাঠক আছে কি না এ নিয়েও আমার তেমন আইডিয়া ছিল না। বুঝতে পারছিলাম না বইটা প্রকাশের পর কি হবে। আমি চিন্তিত থাকলেও প্রকাশক কোনো চিন্তিত ছিলেন না, তিনিই বারবার বলছিলেন বিক্রি-অবিক্রি নিয়ে তুমি চিন্তা কর না। বিক্রিই মুখ্য বিষয় নয়। তারপরো আমি স্বস্তি পাচ্ছিলাম না। কিন্তু দশ তারিখ থেকে মেলায় বইটা আসার পর থেকে যে পরিমাণ পাঠকের ভালবাসা আমি পেয়েছি, তা আমাকে বারবার অবাক করে দিচ্ছে। যাদের সঙ্গে আমার কথা বা পরিচয় কখনো হয়নি, তারাও এসে আমার বইটা সংগ্রহ করছে। বেশি বেশি মুগ্ধ করছে যে, অনেকজন আমার নাম জানলেও আমাকে চেনেন না, কিন্তু আমার কবিতার মুগ্ধপাঠক। সেই সঙ্গে যখন দেশের বিশিষ্ট কবিরাও আমার বই সংগ্রহ করছে, তখন সত্যি ভাল না লাগা থাকে না। ওপারের পাঠকবন্ধুরাও যখন আমার অ্যাকোয়ারিয়ামে প্রাণ খুঁজে পাচ্ছে, তখন বিস্ময়টাও দ্বিগুণভাবে বাড়ছে। সবার ভালবাসায় আনন্দ হয়, আনন্দে কান্না পায়! এত এত মানুষের সাড়া আমি পাব ভাবতে পাইনি, এখনো পাচ্ছি না। মেলায় যেমন সবার সাড়া পাচ্ছি, তেমনি ফেসবুকেও। ইনবক্সেও পর্যাপ্ত মানুষের অর্ডার আমাকে মুগ্ধ করছে। সব যেনো স্বপ্নের মতো মনে হচ্ছে!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২
মীর রবি বলেছেন: না। স্বত্ব বিক্রি করেছি
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৮
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
প্রকাশ করেছেন নিজের টাকায়?