নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশাল রহমান

মিশাল রহমান › বিস্তারিত পোস্টঃ

মহাসড়কে লাশের মিছিল

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১২

মৃত্যুর মিছিলে যোগ আরো পাঁচ জন। প্রতি মূহুর্তেই এর আঁকার ছারিয়ে যাচ্ছে নিজেকে, আর ধারণ করছে এক ভয়াবহ আঁকার।
আমরা কি পারি এর দায় এরিয়ে যেতে?
আমরা কি পারব এই বোঝা বহন করতে?
আমরা কি পারব তাদের ন্যায় বিচার পাইয়ে দিতে?
আমরা কি পারব সেই মানুষগুলোর প্রশ্নের উত্তর দিতে, যাদের অসময়ে যেতে হয়েছে আমাদেরকে ছেড়ে নাফেরার দেশে? শুধুমাত্র আমাদের ভুলের জন্যে।
পারব কি আমরা এর দায় নিয়ে বেঁচে থাকতে?

হ্যা পারব! কেন পারব না? আমরাতো সেই জাতী যারা শরকেই হারিয়েছি তারেক মাসুদ, মিশুক মনিরের মত রত্নদের!
আমরা সেই জাতী যারা কয়েক টাকার যাত্রী নেয়ার জন্যে মানুষের হাত কেটে ফেলে দিতেও দিধা বোধ করি না।
আমরা সেই জাতী যারা দুর্ঘটনায় আহত যাত্রীর মৃত্যু নিশ্চিতের জন্য তার মুখ থেতলিয়ে, পানিতে ফেলে দিতে এতটুকুও দ্বিধা বোধ করিনা! কিন্তু কারো কোন শাস্তির নাম গন্ধ পর্যন্ত নেই।
তো পাঁচজনের মৃত্যুতে এত তোলপার করার কি আছে? আমাদের পাশের দেশেইতো এক দুর্ঘটনায় ৩৩ জন মারা গেল, কৈ সেখানে তো এত আলোচনা হচ্ছেনা! অথচ এখানে মাত্র পাঁচ জন। সংখ্যাটা অতি নগন্য।
তাহলে কেন পারবনা আমরা এর দায়ভার নিতে? অবশ্যই পারব!
কোন সিটি নির্বাচন বা স্বর্ণ চুরি বা ব্যাংকের টাকা উধাওয়ের ঘটনা বা বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ জয় কিংবা নতুন কোন মচমচে খবরের নিচে চাপা পরে যাবে এরাও।

হয়তো প্রতি মৃত্যুবার্ষীকিতে স্বরন করা হবে তাদের। এখানেই কী আমাদের সব দ্বায়ীত্ব কর্তব্য শেষ হয়ে যায়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.