![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না। মোবাইল: ০১৭১১০০১১২৪ Email: [email protected]
গত দুই দিন ধইরা বাংলালায়ন (বিলাই) এর কি হইসে কিছুই বুঝতাছি না। আমার ৫১২Kb কানেকশন এর স্পিড এর নকশাডা একটু দেখেন।
আমি ৫১২ Kb এর আনলিমিটেড চালাই, বিগত সময়ে সার্ভিস মোটামুটি মানের থাকলেও আজ দুই - তিন দিন ধরে একদম বাজে অবস্থা। মনে হয় যেন ১২৮ Kb এর নেট চালাচ্ছি। আর মাঝেমাঝে তো ৫৬ Kb বললেও ভুল হবে না।
আমার মতন ভুক্ত ভুগি আর কে কে আছেন হাত তোলেন!!!
বিঃদ্রঃ এইডা একটা সাময়িক পোষ্ট; এই পোষ্টের সাথে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের বা গনজাগরনের সাথে কোন রুপ সম্পর্ক নাই। কোথাও কোন রুপ মিল কেউ খুঁজিয়া পাওয়ার চেষ্টা করন বাদ দিয়া ঘুমান গিয়া।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯
এম. এ. খসরু নোমান বলেছেন: আমি আজ নিয়া গত তিন দিন ধইরা ভুগতেছি।
২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬
আতিকুল০৭৮৪ বলেছেন: amar problem kortece na..ami o 512 use kori..down speed 60 up pacci
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১
এম. এ. খসরু নোমান বলেছেন: আজকে আপনার খবর কি???...
৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
আতিকুল০৭৮৪ বলেছেন:
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
এম. এ. খসরু নোমান বলেছেন: গ্রাহকের সাথে বৈষম্য মূলক আচরনের জন্য আমি বাংলালায়ন কার্যালয়ে আগামী ৭২ ঘন্টা টানা হরতালের আহ্বান জানাচ্ছি। সেই সাথে এই সময়ে বাংলালায়নের সকল কর্মকর্তা-কর্মচারী ও টেকনিক্যাল সেবা দানকারী দের আগামী ৭২ ঘন্টা বাথরুম ব্যবহারের উপর অবরোধ আরোপ করা হইল।
৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
শান্তশিষ্ট বলেছেন: আমি ১mbps নিয়েও ভুগছি!
ডাউনলোড স্পীড ১২০ এর মত থাকছে, হেরফের তেমন একটা হয়নি তবে কোন জানি একটা ফাইল ডাউনলোড করতে গিয়া অনেক কম স্পীড পাইছি। সেটার সার্ভার খারাপ থাকার জন্যও হতে পারে।
ব্রাউজিং এ পেজ লোডের অবস্থা দেখে একদম হতাশ! জুমের মত অবস্থা অনেকটা (জুম আবার জিপির চেয়ে কিছুটা ভাল ব্রাউজিং দেয়, অন্ততঃ আমি পাইছি)।
১ mbps নিয়েও যদি এরকম হয়, তার চেয়ে ৫১২ই ভাল!
zbigz এ কখনো কখনো স্পীড কম পাওয়া যায়। Pause করলে Resume হতে চায় না। এরর দেখায়।
৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
আই লাভ ইউ, ম্যান বলেছেন: আইজকা আমারো ইসপিড কম। ব্রডব্যান্ড লাইন
৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
আমি ব্লগার হইছি! বলেছেন: আমার 1 mbps banglaion এর অবস্থাও আপনারটারই মতো।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৮
এম. এ. খসরু নোমান বলেছেন: ভাই কোন সহৃদয় ব্যক্তি যদি উপরোক্ত ঝালেমার মাজেজা উল্লেখ পূর্বক যথোপযুক্ত কারন দর্শানো ব্যতিরেকে সমাধানের পথা বাতলায়ে দিতেন তবে এই অধম সহ তার সহ ব্লগার গন বড়ই উপকৃত হইত বলিয়া আমার বিশ্বাস।
খাড়ান একটু দম লইয়া লই তারপর উপরের কমেন্ট গুলার জবাব দিতাছি। আর আতিকুল০৭৮৪ সাহেব আপনারে পাইলে ......... ; থাউক এখন ঘুমামু পরে সিদ্ধান্ত গ্রহন পূর্বক আপনাকে জানান দেওয়া হইবেক।
৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৭
মূর্ধন্য বলেছেন: ্কালকে আমার মেজাজটাও বিলাই হইয়া গেছিলো, আইজকা ঠিক আছে। তবে এখনো jagobd.com থেকে টিভি দেখতে আটকে যায়
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭
এম. এ. খসরু নোমান বলেছেন: বিগত দুই দিন ধইরা পর্যবেক্ষন করার পর যা বুঝলাম তা হইল; সকাল ০৭ টা থেকে এই বিলাই নেটের গতি প্যাকেজ অনুযায়ী চার ভাগের এক ভাগ (১/৪) হয়ে যায়। আর রাত ০২ টার পর গতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে।
হারামী গুলার কোন টেকনিক্যাল সমস্যা থাকলে তা গ্রাহকদের মেইল করে জানাতে পারে কিন্তু গত দুই দিন ধইরা আমি নিজে কু ার াচ্চা গুলার সাথে যোগাযোগে করার চেষ্টা করেও ব্যর্থ হলাম। এদের ব্যবহারে মনে হচ্ছে আমরা ঠেকায় পড়ে এদের সেবা গ্রহনের জন্য এদের দ্বারস্থ হই।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৬
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই, আর বইলেন না, আমি কিউবি ইউজাই। কিন্তু আজ সকাল থেকে যাচ্ছেতাই অবস্থা। সামান্য একটা পেইজ লোডই হইতে চায়তেসে না। পুরা পেইন খাইতেসি। কি হইতেসে যত্তসব।