![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে মাযের পরেই , হে কষ্ট তুমি আমার প্রাণ প্রিয় সুখের নীড় । শৈশব কাল থেকেই তোমার আর আমার মধ্যে আত্ম বন্ধনের সৃষ্টি । তাইতো তুমি আমার অতি আপন , তুমি আমার সুখ । আমার জন্ম থেকে জন্মাবধি শত বাধা প্রতিকূলতার মধ্যেও মায়ের মত তোমার আচল তলে আপন করে নিয়েছ পরম স্নেহে। আর তাই তোমাকে ছাড়া এক মুর্হূতও থাকতে পারি না । আবার তুমিও আমাকে ছাড়া অন্য কাউকে এত বেশী ভালবাস না । আমার মন বলছে, কি? জানো , অামার বুক ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছে ,পৃথিবী বিখ্যাত কোন ভালবাসার জুটি থাকলে সেটা হবে তুমি আর আমি । এমনকি পৃথিবীর একমাত্র সুখী জুটি । লোকে তোমাকে নোংরা বললেও আমার কাছে তুমি হীরার চেয়ে দামি ।তোমার আমার স্মৃতি গুলো নিদারুণ মিলেমিশে থাকে । তুমি ভালবেসে যখন হাত বাড়াও দু চোখের অশ্রু গড়িয়ে প্লাবিত করে সুন্দর বৈচিত্র ময় মানুষের বিবেককে । মেঘাচ্ছন্ন হয় হৃদয় গহীনের আকাশ । তুমি বুকের মধ্যে শুধু লুকিয়েই থাকো । আজ কতোদিন ধরে তোমার সাথে দেখা হয় না ! তোমাকে বরণ করে নেওয়ার জন্য অামার অশ্রু ধারা এখনও বয়ে চলছে..................বরফের মতো শীতল,পাহাড় সমান পাথর কোমল-কষ্ট গুলোকে কেটে স্বস্থিতে বয়ে যেতে দাও দু নয়নের নিরবদী অশ্রু ধারা ।
একা থেকো না আমার কষ্ট হয়...............ফিরে এসো
©somewhere in net ltd.