নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ।।

মিথিলা মাহমুদ

মিথিলা মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

রুপ-সাগরে ডুব দিয়েছি অরুপ-রতন আশা করি...

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮







অনেএএএক বছর পরে একটা পুরোনো সুন্দর টিভি এ্যাড দেখলাম । আহামরি কিছু নয়, কিন্তু ছোটবেলার কথা মনে পরে গেল। আর ঠিক তার সাথে সাথে বর্তমানে প্রচলিত নতুন বিজ্ঞাপনগুলোর সাথে তুলনা চলে এলো। এখন যে বিজ্ঞাপন গুলো চলছে তার বেশীরভাগই খুব ভালো, কিন্তু তারপরও কিছু দৃষ্টিকটু ব্যাপার এড়িয়ে যাওয়া যায় না। যেমন, গতকাল রাতেই একদল তরুন-তরুনী নেচে-গেয়ে বোঝাতে চাইছে তারা কোনো একটি বিশেষ "মুঠোফোন" কম্পানীর বদৌলতে খুব সুখে আছে। খুব ভালো কথা, যে যেভাবে সুখ খুঁজে পায় সেটা তাদের ব্যাক্তিগত ব্যাপার। দৃষ্টিকটু বিষয়টি তখনই হলো যখন তরুনীদের গাত্রবর্ন খুবই অস্বাভাবিক লাগতে থাকলো, মনে হচ্ছিলো যেন ধবলরোগগ্রস্ত একপাল তরুনী।



শ্যামলাবরন বাংগালী বরাবরই গাত্রবর্ন নিয়ে হীনমন্যতায় ভোগে। কিন্তু ইদানিংকালে যেন ব্যাপারগুলো অস্বাভাবিক হয়ে দাড়াচ্ছে। বেশ কিছুদিন আগে, আমার মা তার পরিচিত এক আত্মিয়ার বাসায় নিয়ে গেলেন। সেখানে পরিচিত হলাম আরো একজন মহিলার সাথে যিনি আমার মায়ের চেয়ে হ্য়তো বছর পাঁচ-সাতেকের ছোট হবেন, ৪০ এর কিছু বেশী। খুবই সদালাপী মহিলা, বেশ সুন্দরী। কিছুক্ষন পর, একটু অসস্তি নিয়ে লক্ষ্য করলাম যে কি যেন একটা অস্বাভাবিকতা আছে ঐ মহিলার মাঝে। পরে যখন বাড়ি ফিরছি, মা-বোনের সাথে কথা হচ্ছিল, এবং দেখা গেল সবাই এই ব্যাপারটি লক্ষ্য করেছে। সেই ভদ্রমহিলার মুখমন্ডল আর গলার রং এর সাথে হাতের বা পায়ের রং এ বিস্তর ফারাক দেখা গেল। এই পার্থক্যটা এতই প্রকোট যে কারোরই চোখ এড়িয়ে যেতে পারেনি। যাই হোক, এ ঘটনা সেখানেই ভূলে গেলাম। আরো কয়েক মাস পর, কোনো শপিং মলে একদল মহিলাদের দেখা পেলাম যাদের মধ্যে সেই একই ব্যাপার লক্ষ্য করলাম। এবার সাথে ছিলো এক বন্ধু, তাকে বলার সাথে সাথে সে বিজ্ঞের মত বলে উঠলো যে, এরকম তো আজকালই সবাই করছে, লেজার ফেয়ারনেস এর বদৌলতে শ্যামলাবরণ বঁধুরা বিলাতী মেম হয়ে যাচ্ছেন অনায়াসে। সব শুনে খুবই সংকিত বোধ করলাম। যতটুকু জানি, লেজার ট্রিটমেন্টের ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং এটা বেশ ব্যায়বহুল। আমরা কি তাহলেই এতটাই হতাশ নিজেদের নিয়ে?



যেই বিজ্ঞাপনটি নিয়ে আলাপ শুরু করেছিলাম তার লিংকটি দিয়ে দিলাম।







বি:দ্র: বানান ভুলের জন্য অগ্রীম ক্ষমাপ্রার্থী।



মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

শ্যামলা বা কালো হলেই যে অসুন্দর এমন ধারনা করা নিছক বোকামি। কালোর মাঝেও সৌন্দর্য রয়েছে।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

মিথিলা মাহমুদ বলেছেন: সে ব্যাপারে কোনোই সন্দেহ নেই। কিন্তু এটাও সত্যি ঘরের বউ করতে সবাই "ফর্সা" (সুন্দর নয়) মেয়েই খোঁজে।

২| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪

হাসান মাহবুব বলেছেন: লেজার ট্রিটমেন্ট দিয়ে ফর্সা হওয়ার কথা এই প্রথম শুনলাম। শিউরে ওঠার মত ব্যাপার। সৌন্দর্য যা ছিলো তাও সব যাবে।

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০

মিথিলা মাহমুদ বলেছেন: ভয়াবহ Click This Link

৩| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

আমিনুর রহমান বলেছেন:



ভয়াবহ অবস্থা দেখি :| :| :|

৪| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮

সমুদ্র কন্যা বলেছেন: ফর্সা মানেই কি সুন্দর! কত মেয়ে দেখেছি ধবধবে ফর্সা কিন্তু চেহারার ছিরিছাদ বলতে কিচ্ছু নেই। কেন যেন এখনো আমরা সাদাদের দাসত্ব করার মনোভাব থেকে বের হয়ে আসতে পারি না। বরং দিন দিন সেটা আরো প্রকট হচ্ছে। ভয়াবহ।

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪

মিথিলা মাহমুদ বলেছেন: সহমত।

৫| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই বলেছেন।সুন্দর পোষ্ট।

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৪

মিথিলা মাহমুদ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.